ভারতের ক্রিকেট টিমের নতুন ক্যাপ্টেন হলেন যুবরাজ সিংহ (Yuvraj Singh)| ক্রিকেট জীবন থেকে অবসর নিয়েও যুবরাজ সিংহ আবার ভারতের ক্রিকেট দলের নতুন ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২৪ সালের World Championship Of Legends 2024 এ। এই লেজেন্ড লীগের যে আন্তর্জাতিক খেলা চলছে তাতে, যুবরাজ সিংহ ভারতের লিজেন্ড টিমের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন।
Table of Contents
২০০৭ এর বিশ্বকাপ ও ২০১১ বিশ্বকাপে যুবরাজ সিংহ এর ভূমিকা
ভারতীয় তথা বিশ্বের ক্রিকেট ইতিহাস যুবরাজ সিংহ এর নাম চিরস্মরণীয়। ২০০৭ ও ২০১১ বিশ্বকাপে একের পর এক ম্যাচ ভারত কে জিতিয়েছেন এই লেজেন্ড যুবরাজ সিংহ। ২০০৭ এর বিশ্ব কাপে এক ওভারে পর পর ৬ বলে ৬ টি ছয় মারার কৃতিত্ব ভারতীয় হিসেবে তারই। শুধু তাই নয় এই দুটি বিশ্বকাপে তিনি হয়েছেন ম্যান অব দ্যা সিরিজ। পুরো বিশ্ব তখন যুবরাজকে নিয়ে মেতে উঠেছে।
যুবরাজ সিংহ এর সম্পর্কে বিরাট কোহলির মতামত
বিরাট কোহলির মতো যুবরাজ সিংহ একজন পরিষ্কার মনের মানুষ। কোন কাজ করার আগে অত ভেবেচিন্তে করে না। সব সময় হাসিখুশি থাকে। বিরাট কোহলি তাকে দাদার মতন শ্রদ্ধা করেন। বিরাট কোহলির সঙ্গে এও বলেন যুবরাজ সিংহ তাকে জীবনে অনেক ভালো ভালো উপদেশ দিয়েছেন এবং ক্রিকেট সম্বন্ধে অনেক knowledge শেয়ার করেছেন। যে ভুলগুলো যুবরাজ সিংহ জীবনে করেছেন সেগুলো সম্পর্কে সচেতন হওয়ার জন্য বলেছেন।
যুবরাজ সিংহ এর সম্পর্কে গৌতম গাম্ভীর এর মতামত
গৌতম গামেরীর মতে যুবরাজ সিংহ “কামালকে খিলাড়ি থি”। সঙ্গে এও বলেছেন যুবরাজ সিং যতটা প্রশংসার যোগ্য ততটা প্রশংসা সে পায়নি জীবনে। কারণ পরপর দুটি বিশ্বকাপে তিনি ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন কিন্তু তার কৃতিত্বকে অনেকেই বেনজর করেছেন। গৌতম গাম্ভীর এর মতে একদিনের ম্যাচে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সবথেকে বড় ক্রিকেটার যদি কেউ হয় সে হলো যুবরাজ সিংহ।
যুবরাজ সিংহ এর ক্যান্সার বিষয়ে বীরেন্দ্র শাহবাগের মতামত
বীরেন্দ্র শাহবাগ এক ইন্টারভিউতে জানিয়েছেন যুবরাজ সিংহ তাকে জানিয়েছিলেন ক্যান্সারের চিকিৎসা করানোর জন্য আমেরিকায় যাবে।বীরেন্দ্র শাহবাগ কখনো ভাবতে পারেননি যুবরাজ সিংহ আবার ভারতীয় জাতীয় ক্রিকেট দলের ফিরে আসবেন। কারণ তিনি যখন যুবরাজ সিং এর ঘরে গিয়েছিলেন তখন যুবরাজের কষ্টের জীবন নিজের সামনে থেকে দেখেছিলেন।
যুবরাজ সিংহ এর ক্যান্সার বিষয়ে হরভজন সিংহের মতামত
হরভজন সিংহ জানিয়েছেন ২০১১ সালের বিশ্বকাপে যুবরাজ সিংহ যখন রক্ত বমি করত তখনও তারা সবাই মিলে হাসি ঠাট্টা করত কিন্তু তারা কেউ কল্পনাও করতে পারেনি যুবরাজ সিংহ ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে। হরভজন সিংহ পরে যখন জানতে পারে তখন দুঃখ প্রকাশ করেন। শুধু তাই নয় হরভজন সিংহ বলেন ২০১১ সালের ওয়ার্ল্ড কাপে যুবরাজ সিংহ ওই ক্যান্সার আক্রান্ত হয়েও দুর্দান্ত খেলেন এবং বিশ্বকাপ শুধু বিজয় করেননি, জয় করেছেন ক্যান্সারকেও।
যুবরাজ সিংহ এর দুঃসংবাদ
এগারোর বিশ্বকাপে পুরো পৃথিবী যখন খেলার আনন্দে কেটেছে তখনযুবরাজ সিংহ এর জীবনে নেমে আসে এক ভয়ানক দুঃখের সংবাদ, তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। দেরি না করে চিকিৎসার জন্য চলে যায় বিদেশে। দীর্ঘ সময় তার এই ক্যান্সারের চিকিৎসা চলে। এছাড়া তাকে বেশ কয়েকবার কেমোথেরাপি দিতে হয়।
যুবরাজ সিংহ এর যে সমস্যা গুলো হতো
যুবরাজ সিংহ ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর প্রায় সময় নানান ধরনের সমস্যা ভোগ করতো- রাতে ঘুম না হওয়া, জ্বর, একটু পরিশ্রমই করেই হাপিয়ে যাওয়া, কাশি, কাশির সঙ্গে রক্ত উঠে আসা ইত্যাদি।
যুবরাজ সিংহ এর কাম ব্যাক
জীবন আর মৃত্যুর সঙ্গে লড়াই করে যুবরাজ সিংহের মানসিক শক্তির কাছে পরাজিত হয় ক্যান্সারের মতো ভয়ংকর ব্যাধি। যুবরাজ সিংহ আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। দীর্ঘ প্রায় এক বছর চিকিৎসার পর সুস্থ হয়ে দেশে ফেরেন।
যুবরাজ সিংহ এর পুনরায় ক্রিকেট জীবন শুরু
জীবন মৃত্যুর সঙ্গে এতটা সংঘর্ষ করার পরেও যুবরাজ সিংহ দেশে ফিরে আসেন এবং ভারত আফগানিস্তানের 2012 সালের টি-টোয়েন্টি ম্যাচে আবারো খেলতে নামেন।
World Championship Of Legends, 2024 এ অংশগ্রহণকারী দেশ
2024 সালের World Championship Of Legends এ ভারত, ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ এই ছয়টি দল টুর্নামেন্টের অংশ নিয়েছে।
ভারতীয় লেজেন্ড টিম
World Twenty20 ভারতীয় লেজেন্ড টিমে খেলছেন যুবরাজ সিং, আশীষ কুলকারানি, উত্থাপা , সুরেশ রায়না এবং ইরফান পাঠান প্রমুখ নামী নামী খেলোয়াড়।
আরও পড়ুন: শচীনের জামাই Shubman Gill And Sara Tendulkar Relationship
World Championship Of Legends, 2024 এর ভারতের প্রথম খেলাটি পড়েছে ইংল্যান্ডের সঙ্গে যুবরাজ সিংহের নেতৃত্বে ভারতীয় লেজেন্ড টিম পারফরম্যান্স করছে। ভারতীয় লেজেন্ড টিমের খেলা দেখে এসব খেলোয়াড়দের বারবার পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে।