শচীনের জামাই Shubman Gill And Sara Tendulkar Relationship

ক্রিকেট খেলার দুনিয়ায় শচীনের নাম জানে না এমন কেউ নেই। এই শচীনের জামাই হতে চলেছে শুভমান গিল| Shubman Gill And Sara Tendulkar Relationship এই খবর এখন তুঙ্গে। বেশ কয়েকদিন ধরেই সারা টেন্ডুলকারের সঙ্গে শুভময় গিলকে দেখা গিয়েছে কয়েকটি রেস্টুরেন্টে। তাহলে কি সত্যিই সারা টেন্ডুলকর এবং শুভমান গিলের বিবাহ হচ্ছে? এই বিবাহ নিয়ে জানার জন্য সবাই উদগ্রীব হয়ে আছেন। জানতে হলে অবশ্যই পুরো আর্টিকেলটি পড়ুন।

বর্তমানে শুভমান ও সারা প্রেম Shubman Gill And Sara Tendulkar Relationship কেমন?

শুভমান গিল ও সারা সম্পর্ক কি রয়েছে তাহলে (Shubman Gill And Sara Tendulkar Relationship) ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের মহাতারকা বলা হচ্ছে শুভমনকে। তবে ক্রিকেটের পাশাপাশি তাঁর প্রেম নিয়েও চলছে চর্চা। কার সাথে প্রেম করছেন এই শুভমান গিল এ নিয়ে রয়েছে সবারই কৌতূহল। এ নিয়ে প্রকাশ্যে তিনি প্রায় কিছুই বলেননি।

তবে বর্তমানে অনেক জল্পনা হচ্ছে শুভমন গিল ও সারাকে নিয়ে। মাঝে শোনা গিয়েছিল, সেফ আলি খানের কন্যা সারার সাথে প্রেম রয়েছে শুভমনের। বর্তমানে বেশ কয়েকটা জায়গাতে সারা টেন্ডুলকর এবং শুভমান গিলকে দেখা গিয়েছে। নেটিজেনদের বুঝতে অসুবিধা নেই যে সারা টেন্ডুলকার ও শুভমান গিল শীতের মৌসুমেই প্রেম করছেন।

শুভমন ও সচিন-কন্যাকে সম্প্রতি একত্রে ফ্রেমবন্দি হয়েছে। Shubman Gill And Sara Tendulkar Relationship নিয়ে নানা জল্পনা উঠেছে নেটিজেনদের মধ্যে। ভারতের ম্য়াচ দেখতে গিয়ে শুভমান গিলের খেলা নিয়েনিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় সারাকে। শুভমান গিলকে ক্রিকেট বিশ্বকাপ ম্যাচে সাড়া টেন্ডুলকার খেলার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এমনকি অনেক জায়গাতেই সারা টেন্ডুলকার ও শুভমান গিলকে একসাথে দেখা গিয়েছে।

বর্তমানে শুভমান ও সারা প্রেম
বর্তমানে শুভমান ও সারা প্রেম

শুভমান গিল কে?

শুভমান গিল এর বাড়ি ভারতবর্ষে অবস্থিত পাঞ্জাবে। শুভমান গিল (Shubman Gill) একজন ভারতীয় দলের ক্রিকেটার। শুভমান গিল পাঞ্জাবের একজন বিখ্যাত ব্যাটসম্যান। শচীনের জামাই Shubman Gill And Sara Tendulkar Relationship নিয়ে বর্তমানে নানা জল্পনা রয়েছে। তিনি পাঞ্জাবের হয়ে ২০১৭-১৮ রনজি ট্রফিতে বাংলার বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেছিলেন, ২০১৭ সালের শেষদিকে।

শুভমান গিল (Shubman Gill) জানুয়ারী ২০১৯ এ ভারত ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন। অপরদিকে সারা টেন্ডুলকর (Sara Tendulkar)হল শচীনের কন্যা। তার জন্ম হয় মুম্বাইতে|

শুভমান গিলের জন্ম ও শিক্ষা?

শুভমান গিল (Shubman Gill) ১৯৯৯ সালের ৮ সেপ্টেম্বর পাঞ্জাবের ফাজিলকা জেলায় জন্মগ্রহণ করেন।শুভমান গিল (Shubman Gill) শিক্ষা শুরু করে পাঞ্জাবেই। তিনি মোহালিতে অবস্থিত মানব মঙ্গল স্মার্ট স্কুল থেকে শিক্ষা লাভ করেছেন। পরবর্তীকালে পাঞ্জাবেই শিক্ষা সম্পন্ন করে।

শুভমান গিল (Shubman Gill) বাবার নাম লখবিন্দর গিল। তিনি পাঞ্জাবের একজন কৃষক। জানা যায় তার সাফল্যের পেছনে তার বাবা ও বোনের বড় হাত রয়েছে বহুলাংশে। শুভমান গিল ছোটবেলা থেকেই খুব ভালো ক্রিকেট খেলত।

বাবা যেহেতু শুভময় গিলের পরিবারের প্রিয় সদস্য তাই, শুভমানের বাবা তার প্রতিভা বুঝতে পেরেছিলেন যখন তিনি মাঠে ক্রিকেটের সময় তাকে শর্ত দিয়েছিলেন যে শুভমানকে যে বল করে আউট করবে, তাকে তিনি 100 টাকা দেবেন।

যার কারণে শুভমান গিল (Shubman Gill) বাবা সঠিক পথ দেখিয়েছেন, অন্যদিকে ভুলভাবে আউট হলে তার বোন তাকে ঠাট্টা করতেন। তাই সব সময় শুভমন গিল জেতারচেষ্টা করতেন ঠিক ঠিক ব্যাট করে।

শুভমান গিল এবং সারা টেন্ডুলকর বয়স কত?

সারা টেন্ডুলকর (Sara Tendulkar) এর জন্ম হয় 12 অক্টোবর 1997। শুভমান গিলের (Shubman Gill)  জন্ম সাল ১৯৯৯ সালের ৮। সেই হিসেবে দেখতে গেলে শুভমান গিলের বয়স ২৪ বছর এবং সারা টেন্ডুলকারের বয়স ২৬ বছর।

শুভমান গিলের থেকে সাড়া টেন্ডুলকার 2 বছরের বড়। শুভমান গিল ও সাড়া টেন্ডুলকার এর সম্পর্কে (Shubman Gill And Sara Tendulkar Relationship) বয়সের যেমন তফাৎ রয়েছে ঠিক তেমনি শচীন টেন্ডুলকারের ও একই অবস্থা।

শুভমানেরই কি তাহলে হল সারা?

প্রেমে ধরা পড়ে গেলেন শুভমন গিল ও সারা টেন্ডুলকার। Shubman Gill And Sara Tendulkar Relationship রয়েছে তা অনেকেই মনে করেন। এই দিনটা আবার ছিল প্রেম দিবসেই। মাঝে অভিনেত্রী সোনম বাজওয়ার সঙ্গে শুভময় গিলের সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল।

শুভমান গিলের হৃদয়ে যে সারার বাস তা পোস্টই বোঝা গিয়েছে। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটি ছবি পোস্ট করেছেন নিজেরাই। হলুদ, নীল চেক সোয়েটারে হ্যান্ডসাম শুভময় গিলকে দেখা গিয়েছে ছবিতে। ছবিতে দেখা যাচ্ছে চায়ের কাপে চুমুক দিচ্ছেন তারা দুজনে। তবে তাদের চোখ কিন্তু ক্যামেরার দিকেই রয়েছে। Shubman Gill And Sara Tendulkar Relationship রয়েছে আপনারা কি মনে করেন?

ক্যাপশনে দুষ্টমিষ্টি প্রশ্ন, “আজকের দিনটা কী যেন?” সবার চোখ যাতে শুভমান গিল এড়াতে না পারে তাই তার ফ্যানেদের জন্যই এই কোডটি করেছেন। এতে আমাদের বুঝতে অসুবিধা হয় না, তার হৃদয়ে আসলে সারাদিন বাস। তবে কি তারা বিয়ে করতে চলেছেন এ নিয়ে অনেকেরই নানান মতামত রয়েছে? তবে পরবর্তীকালে এই সম্পর্ক কতখানি এগোয় তা আমাদের সবাই জানার ইচ্ছে অনেকখানি।

শচীন টেন্ডুলকারের মেয়ের নাম কি?

সারা টেন্ডুলকর

শেয়ার করুন:
Titli Ray

আমি Titli Ray,,আমি ২০১৭ সাল থেকে লেখালেখির সঙ্গে এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে জড়িত ও ভিডিও তৈরি করি। আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা ও তথ্য শেয়ার করব। ধন্যবাদ।

1 thought on “শচীনের জামাই Shubman Gill And Sara Tendulkar Relationship”

Leave a comment