সুপারহিট Mirzapur Season 1ও Mirzapur Season 2 এর পর Mirzapur Season 3 in bengali পেতে পারেন। মির্জাপুর ৩ বাংলাতে এলে ভালোই হতো বাঙ্গালীদের জন্য। হিন্দিতে রিলিজ হতে চলেছে Amazon premiere on Prime Videoতে। দীর্ঘ চার বছর অপেক্ষা করার পর অ্যামাজন প্রাইম-এ মুক্তি পেল মির্জাপুর সিজন ৩। মির্জাপুরের পুরনো সিরিজের সুপারহিট ভাইরাল ডায়লগ গুলির কথা সবারই মনে আছে যা আমাদের এখনো বিভিন্ন ভিডিওর মিম তৈরিতে দেখা যায়।
Table of Contents
Mirzapur Season 3 এর রিলিজ ডেট ও প্লাটফর্ম
প্রথম দুটি সিরিজ সুপারহিট হওয়ার পর দীর্ঘ চার বছর দর্শকেরা অপেক্ষায় ছিল। কবে মীরজাফর সিজন 3 রিলিজ হবে? সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে ৫ জুলাই ২০২৪ এ। এই দিন Amazon premiere on Prime-এ মুক্তি পেয়েছে Mirzapur Season 3, মির্জাপুর সিজন ওয়ান ২০১৮ সালের ১৬ই নভেম্বর ও মির্জাপুর সিজন টু ২০২০ সালের ২৩শে অক্টোবর রিলিজ হয়। ও মির্জাপুর সিজন 3 প্রকাশিত হয়েছিল অ্যামাজন প্রিমিয়ার প্রাইম-এ।
Mirzapur Season 3 in bengali তে
Mirzapur Season 3 হিন্দিতে প্রকাশিত হয়েছে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে Mirzapur Season 3 in bengali-তে কবে প্রকাশিত হবে? আপাতত amazon প্রাইমে মির্জাপুর সিজন 3 হিন্দিতে প্রকাশিত হয়েছে। তবে এই ওয়েব সিরিজটি যদি খুব সুপারহিট হয়, তাহলে জনপ্রিয়তার ফলে বাংলা ভাষায় সহ বিভিন্ন ভাষাতেও প্রকাশিত হতে পারে। যদি মির্জাপুর সিজন ৩ বাংলাতে প্রকাশিত হয় তাহলে আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে।
কেন এত সুপারহিট মির্জাপুর ওয়েব সিরিজ?
মির্জাপুর সিজন ওয়ান ও সিজন টু দর্শকদের মন কেড়েছে। একদিকে ওয়েব সিরিজের কাহিনীতে কলেজ রাজনীতি থেকে শুরু করে রোমাঞ্চকর থিলার, কমেডি সব মিলিয়ে দর্শকরা চার বছর ধরে অপেক্ষায় আছে কবে মীরজাফর ৩ রিলিজ হবে। এছাড়া রয়েছে মীরজাফর ওয়েব সিরিজের বিখ্যাত বিখ্যাত ডায়লগ। যেগুলো দর্শকরা বারবার করে সোশ্যাল মিডিয়ায় দেখতে পায় এবং উপভোগ করে।
মির্জাপুর ওয়েব সিরিজ সেরা তিনটি ডায়লগ
১. পঞ্চাশ বার বলেছি পড়াশোনা করা ছাত্রদের রাজনীতি থেকে দূরে থাকতে হয়, আরে পড়াশোনায় মন দাও দেশের দায়িত্ব নাও আইএস-আইপিএস হও।
২. তুম বড়ি হা-রামি হো বেটা।
৩. সাব্বাস বেটা বহুত বড়িয়া মুন্না।
এইসব ভিডিও এবং ডায়লগ প্রায় প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় ও ইউটিউবে দেখেছেন অথবা মিম তৈরিতেও অনেকে এই ভিডিও এবং ডায়লগ গুলো ব্যবহার করে থাকেন।
Mirzapur Season 3 in bengali review
Mirzapur Season 3 in bengali-তে কবে দেখতে পাবো সেটা হয়তো ঠিক নেই কিন্তু তার আগে দেখে নেই Mirzapur Season 3 কেমন করেছে? আজ বাংলা ভাষাতে মির্জাপুর সিজন ৩ রিভিউ করতে যাচ্ছি। মির্জাপুর সিজন থ্রি তে দশটি এপিসোড রয়েছে। Mirzapur Season 2 যে ঘটনার মাধ্যমে শেষ হয়েছিল সেই ঘটনা থেকেই শুরু হয়েছে Mirzapur Season 3 এর এপিসড।
মির্জাপুর সিজন 3 তে টোটাল ফোকাস রাখা হয়েছে গুড্ডুর উপর। তাকেই বেশি করে এই এপিসোডে দেখানো হয়েছে। আর আপনি যদি কালীন ভাইয়ের ফ্যান হন তাহলে আপনাকে একটু নিরাশা হতে হবে। মির্জাপুর সিজন থ্রিতে প্রথম এপিসোডে মুন্না ভাই মারা যায়। প্রথম এপিসোডে মুন্না ভাইয়ের মারা যাওয়া দর্শককে হতাশা করতে পারে।
অপরদিকে কালীন ভাইয়েরও বিশেষ কিছু রোল নেই। সুতরাং মুন্না ভাই ও কালীন ভাইয়ের জন্য যারা মির্জাপুর সিজন 3 দেখছেন তাদেরকে হতাশা করতে পারে এই ওয়েব সিরিজ। আসলে Mirzapur Season 1ও Mirzapur Season 2 সুপারহিট হওয়ার পিছনে মুন্না ভাই ও কালীন ভাইয়ের ভূমিকা রয়েছে সব থেকে বেশি। অথচ এই দুই অভিনেতার অভিনয় রয়েছে তুলনামূলক অনেক অনেক কম। এছাড়া তাদের বিখ্যাত বিখ্যাত ডায়লগ যেগুলি এখনো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেগুলোও হয়তো অনুপস্থিত।
তবে মির্জাপুর থ্রি কাহিনীর প্রথম দিকে একটু বোরিং মনে হলেও পরের দিকের ক্লাইম্যাক্স বেশ ভালো। এছাড়াও মির্জাপুর থ্রি তে নতুন নতুন অনেক চরিত্র তৈরি হয়েছে, এবং এই ক্যারেক্টার বা চরিত্রগুলোর ডেভেলপমেন্টের জন্য যথেষ্ট টাইম দেওয়া হয়েছে এই সিরিজে। হয়তো পরবর্তীকালে মির্জাপুর ৪ বের করার জন্যই এইসব চরিত্রকে টানা হয়েছে। তবে মির্জাপুর ৩এ এমন কিছু দৃশ্য আছে যা ফ্যামিলির সকলের সঙ্গে না দেখাটাই ভালো।
তবে মির্জাপুর থ্রিজন থ্রি আগের থেকে অনেক বেশি অ্যাকশনে ভরপুর, ক্ষমতা দখলের জন্য লড়াই সেগুলোতে আছেই। তবে সিরিজের শেষের দিকে যথেষ্ট এক্সাইটিং আছে যা আপনাকে অনেকটাই খুশি করতে পারে।
আরো জানুন-
একটি শিক্ষনীয় সিনেমা 12th fail full movie in Bengali review দেখুন খুব ভালো লাগবে
1 thought on “Mirzapur Season 3 in bengali | মির্জাপুর ওয়েব সিরিজ ৩”