Haldia-তে Job Vacancy 2024 technical ও non-technical পোস্টে। এই সুযোগ আপনি হাতছাড়া করবেন না। সূত্রের মারফত জানা যাচ্ছে, হলদিয়াতে বিভিন্ন পোস্টে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পদে Job Vacancy রয়েছে। নির্দিষ্ট ফর্ম পূরণ করে বায়োডাটা সহ জমা দিয়ে আপনিও এই লোভনীয় চাকরি পেতে পারেন। এছাড়া জানা গিয়েছে অভিজ্ঞ ও অনভিজ্ঞ উভয়েই বিভিন্ন পদে আবেদন করতে পারেন।
Haldia employment exchange অথবা Haldia Labour Commission এর অফিসের ড্রপবক্সে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আপনি অফলাইনে আবেদন করতে পারেন। এছাড়া আপনি অনলাইনেও আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করতে হবে এবং অনলাইন আবেদনের লিংক এই প্রতিবেদনে দেওয়া হবে।
Table of Contents
বিভিন্ন Haldia job vacancy 2024 post
1. Haldia job vacancy 2024 post supervisor
শূন্যপদ – 04টি, শিক্ষাগত যোগ্যতা – দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ
অভিজ্ঞতা – কমপক্ষ্যে 6 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন,
বয়স – 50 বছরের মধ্যে থাকতে হবে।
2. Haldia job vacancy 2024 post Helper
শূন্যপদ – 08টি, শিক্ষাগত যোগ্যতা – অষ্টম শ্রেণী উত্তীর্ণ,
অভিজ্ঞতা – কমপক্ষ্যে 6 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন,
বয়স – বয়স 40 বছরের মধ্যে থাকতে হবে।
3. Haldia job vacancy 2024 post Rigger
শূন্যপদ – 08টি, শিক্ষাগত যোগ্যতা – অষ্টম শ্রেণী উত্তীর্ণ,
অভিজ্ঞতা – কমপক্ষ্যে 6 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন,
বয়স – বয়স 40 বছরের মধ্যে থাকতে হবে।
4. Haldia job vacancy 2024 post Electrician
শূন্যপদ – 08টি, শিক্ষাগত যোগ্যতা – অষ্টম শ্রেণী উত্তীর্ণ,
অভিজ্ঞতা – কমপক্ষ্যে 6 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন,
বয়স – বয়স 40 বছরের মধ্যে থাকতে হবে।
5. Haldia job vacancy 2024 post Argon Welder
শূন্যপদ – 04টি, শিক্ষাগত যোগ্যতা – দশম শ্রেণী উত্তীর্ণ
অভিজ্ঞতা – কমপক্ষ্যে 7 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন,
বয়স – বয়স 40 বছরের মধ্যে থাকতে হবে
job company name HALDIA PETROCHEMICALS LTD
নিয়োগকারী সংস্থা – D K ENGINEERING CONSTRUCTION, Debhog, Bhabanipur, Haldia, Contact Person : D. K. Dutta, মোবাইল নাম্বার- 9800499085
আবেদনের শেষ দিন – আবেদনের শেষ দিন 2রা জানুয়ারী, 2024 তারিখ বেলা 12টা পর্যন্ত অফলাইন এবং ওইদিন রাত্রি 12টা পর্যন্ত অনলাইনে আবেদন করার সময়সীমা শেষ হবে
চাকরির মেয়াদ – এই চাকরি কমপক্ষ্যে ১ বছরের চুক্তিতে নিয়োগ হবে।
আরো জানুন-
বেসরকারি চাকরির খবর কলকাতা- Private Job News
অফিসিয়াল বিজ্ঞপ্তি “D.K. ENGINEERING CONSTRUCTION JOB VACANCY” এই লিংকে ক্লিক করে দেখে নিন।
Hi l am krishanu Bhowmik.. I am interested in this job.. please give me one chance
Any loader helper job