Budget 2024 in Bengali: ২০২৪ বাজেট-এ নতুন চমক । বাজেট ২০২৪ সংক্ষেপে

2024 বাজেট-এ (Budget 2024 in Bengali) নতুন চমক নিয়ে আসলো মোদী সরকার আপনাদের কাছে। দেশের দ্বিতীয় অর্থমন্ত্রী হিসেবে পরপর সাতবার বাজেট পেশ করার রেকর্ড গড়লেন নির্মলা সীতারমণ। আজ ২০২৪-২৫ বাজেট ২৩ জুলাই সংসদে পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । এই নিয়ে সংসদে সপ্তমবার বাজেট পেশ করেন নির্মলা সীতারামন। মোদী ৩.০ সরকারের এইটিই প্রথম বাজেট। পর পর এতবার বাজেট পেশের রেকর্ড এর আগে ছিল মোরারজি দেশাইয়ের। মোরানরজি দেশাই ৬ বার পর পর বাজেট পেশ করেছিলেন। এদিকে, মঙ্গলবার ২৩ জুলাই বাজেটের শুরুর দিকেই শিক্ষা ক্ষেত্র নিয়ে বড় প্রস্তাবনা সামনে রাখলেন নির্মলা সীতারামন।

নির্মলা সীতারামনের পেশ করা বাজেটে যে সমস্ত বিষয়গুলি আলাদা করে নজর কেড়েছে, তা হল, বিহার ও অন্ধ্র প্রদেশের প্রতি সরকারের বিশেষ নজর। বিহারে বিভিন্ন সড়ক প্রকল্পের জন্য ২৬ হাজার কোটি টাকা ব্যায় বরাদ্দের ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। এছাড়াও অন্ধ্রপ্রদেশ রি অর্গানাইজেশন অ্যাক্ট নিয়েও পদক্ষেপ করেছেন নির্মলা। এই রাজ্য পুনর্গঠনের জন্য বিশেষ মূলধনের প্রয়োজন, তাকে মান্যতা দিয়ে অন্ধ্রপ্রদেশ কেবিশেষ আর্থিক সাহায্য করা হবে ঘোষণা করলেন নির্মলা সীতারামন। নির্মলা ঘোষণা করেন, বর্তমান আর্থিক বছরে ১৫,০০০ কোটি আয়োজন করা হবে, এই আর্থিক সহায়তায়। পরে আরো বাকি টাকা এই রাজ্য পেতে চলেছে এটাও বলেছেন।

বাজেট ২০২৪ এ ৯ টি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। Budget 2024 in Bengali

1 কৃষিতে Productivity এবং Resilience

2 Employment এবং Skilling

3 inclusive human development and social justice

4 manufacturing and services (FMG এবং Services)

5 urban development

6 energy security

7 infrastructure

8 innovation research and development

9 next generation reforms

Budget 2024 in Bengali

২০২৪ এ নির্মলা সীতারামন নতুন বাজেট পেশ করে সবাইকে চমকে দিলেন। সেগুলি কি কি অবশ্যই জানতে পুরো লেখাটি পড়ুন।

Agriculture Development :

নির্মলা সীতারামন Agriculture ও Allied Sector এ Rs 1.52 Trillion Approve করেছেন। 

Share Market :

short Term Capital Gains

১৫% থেকে বাড়িয়ে ২০% পার্সেন্ট করা হয়েছে

long term capital gains

১০% থেকে বাড়িয়ে ১২.৫% করা হয়েছে।

capital gain examination limit 1

লক্ষ্য টাকা থেকে বাড়িয়ে ১.২৫ লক্ষ টাকা করা হয়েছে। 

আরো জানুন:

কোন মিউচুয়াল ফান্ড ভালো? সেরা ৭টি মিউচুয়াল ফান্ড ২০২৪- Best Mutual Fund

মাত্র এক বছরে ১৭০ শতাংশ এর বেশি রিটার্ন মিউচুয়াল ফান্ড থেকে পেতে পারতেন

Energy Security :

এক কোটি টাকা পরিবারকে প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রদান করে,roottop solar plants স্থাপনের জন্য PM Surya Ghar Muft Bijli Yojana চালু করা হয়েছে। 

Capex 11.11 লক্ষ কোটি টাকা বা GDP ৩.৪% রাখা হয়েছে। 

Employment এবং Skilling:

Santanu Rooj ,Foumder ওCEO ,Teamlease Edteach Budget এ education, killing and employment এর জন্য education, skilling and employment প্রায় ৩০% বৃদ্ধি দেশের Employment এবং Emploibility তে উল্লেখযোগ্য ভাবে উন্নতি করার জন্য Government Mindset প্রদর্শন করে|

Urban Development :

২.২ লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সহায়তা সহ ১০ লক্ষ কোটি টাকা Urban Housing এ ব্যয়ের ঘোষণা করা হয়েছে। 

Rural Development:

Rural Development এর জন্য ২.৬৬ লক্ষ কোটি টাকা Provideকরা হয়েছে।

Term Loans Facilitate Development:

Collateral এবংGuarantee ছাড়াই Machinery এবংEquipment ক্রয়ের জন্য MSME গুলোকে Term Loans Facilitate করার জন্য নতুন প্রকল্প চালু করা হবে। এই Guarantee Fund একটি ১০০ কোটি টাকা অব্দি Guarantee প্রদান করবে।

infrastructure Development

Connectivity এবং Infrastructure Development এর ওপর ফোকাস Tourism Sector এর জন্য ইতিবাচক ICRA।

FM Sitaraman জানিয়েছেন,Mudra Loans ১০ লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকা করা হবে।

Next Generation Geforms:

সরকার পাঁচ বছরে ১ কোটি যুবককে Top কোম্পানিগুলোতে Internship দেওয়ার জন্য Scheme চালু করবে।

Education Development:

Govermant উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত লোনের জন্য আর্থিক সহায়তা করার কথা ঘোষণা করেছেন।

Manufacturing andServices (FMG এবং Services):

ফ্রেশার্সদের জন্য এক মাসের Wage

কর্মসংস্থান সৃষ্টি In Manufacturing

Support to Employers

Innovation Research and Development :

দেশের প্রতিষ্ঠানগুলিতে উচ্চ শিক্ষায় পড়ুয়াদের ১০ লাখ পর্যন্ত ঋণ দেওয়ার আর্থিক সাহায্যের ঘোষণা। এজন্য ই ভাউচারের প্রস্তাবনা রয়েছে। উচ্চ শিক্ষায় এই ঋণ প্রতি বছর ১ লাখ পড়ুয়াকে দেওয়া হবে। আর এই ঋণ খুবই অল্পসুদে দেওয়া হবে। মাত্র ৩ শতাংশ সুদের হারে এই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে, বলে ঘোষণা করেন নির্মলা সীতারামন।

শেয়ার করুন:
Titli Ray

আমি Titli Ray,,আমি ২০১৭ সাল থেকে লেখালেখির সঙ্গে এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে জড়িত ও ভিডিও তৈরি করি। আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা ও তথ্য শেয়ার করব। ধন্যবাদ।

Leave a comment