স্থায়ী ভাবে ৩ দিনে ফর্সা হওয়ার উপায় How to get fair skin

ফর্সা, সুন্দর এবং উজ্জ্বল বর্ণের হওয়ার আশা সকল মানুষেরই থাকে। স্থায়ী ভাবে ৩ দিনে ফর্সা হওয়ার উপায় আপনাদের হাতের মুঠোয়| একদিন ব্যবহারের পরেই নিজের ত্বক কতটা সুন্দর মসৃণ হয়ে গিয়েছে সেটা অনুভব করতে পারবেন|নিখুঁত, মসৃণ, স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের মালকিন হয়ে উঠতে পারবেন মাত্র ৩ দিনে|এমন কেউ কি আছেন, যিনি সুন্দর ত্বক পেতে চান না। বাজার চলতি কোন ক্রিম ব্যবহার না করে স্থায়ী ভাবে ৩ দিনে ফর্সা হওয়ার উপায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব|

দাগহীন ও উজ্জ্বল ফর্সা ত্বক কে না চায় বলুন তো? আর ৩ দিনে ফর্সা হওয়ার উপায় যদি নিজের হাতের মুঠোয় এবং আপনার রান্না ঘরেই থাকে,তাহলে আর দেরি করছেন কেন চলুন আজকেই ত্বক সুন্দর,ফর্সা, উজ্জ্বল করার উপায়টি জেনে নিন| অর্থাৎ আজকের ব্লগ পোষ্টের বিষয় হল How to get fair skin in 3 days? মসৃণ উজ্জ্বল পরিষ্কার ত্বকই যেন মুখের সাথে সাথে মনের বয়সটাও অনেকটা কমিয়ে দেয়| আমাদের সারাদিন শেষে নিজের মুখটা আয়নায় কালো দেখতে কারোরই ভালো লাগেনা, তাই ত্বকের যত্ন আমাদের অবশ্যই নিতে হবে (skin care)| চলুন তাহলে জেনে নিন স্থায়ীভাবে ৩ দিনে ফর্সা হওয়ার উপায়টি-

দিনের পর দিন অযত্নের ফলে মুখের লাবণ্য যেন কোথায় হারিয়ে যায়, চোখের কোণে কালি জমে, অকালেই উঁকি দেয় বলিরেখা বা নরম গালে এসে যায় ব্রণের দল। আয়না দেখতে গিয়ে মনটাই তো খারাপ হয়ে যায় আমাদের! আর মন খারাপ না করে ৩ দিনেই স্থায়ীভাবে ফর্সা হয়ে ওঠার উপায়টি জেনে নিন।

৩ দিনে ফর্সা হওয়ার উপায়
৩ দিনে ফর্সা হওয়ার উপায়

আপনি যেভাবে নিজের নিত্য নৈমিত্তিক কাজগুলো করেন সেরকমই নিজেকে টাইম দিন সারাদিনের 10 মিনিট। তাহলেই দেখবেন নিজের ত্বক সব থেকে সুন্দর উজ্জ্বল মসৃণ হয়ে উঠবে মাত্র তিন দিনে। মনও থাকবে সর্বদা ফুরফুরে|

আজকে আমি আপনাদেরকে বলবো ; সেগুলো মাত্র10 মিনিট করে ৩ দিন নিয়মিত ব্যবহার করুন, তফাৎ নিজেই বুঝতে পারবেন |স্থায়ী ভাবে ৩ দিনে ফর্সা হওয়ার উপায় এখন আপনার নাগালের মধ্যেই|How to get fair skin in 3 days| এছাড়াও আশে পাশের মানুষদের থেকে প্রশংসা পাবেন ঝুড়ি ঝুড়ি। কোনও দামী প্রসাধনী নয় , এসব রূপচর্চার সব সামগ্রী পাবেন আপনার সাধের রান্নাঘরেই। Tips for good skin| এই টোটকাগুলির উপকরণ সবসময় আপনার হাতের কাছেই পাবেন আর বানানোও ভারি সহজ। টোটকাগুলি জেনে আজ থেকেই শুরু করুন ত্বকের পরিচর্যা|

সুন্দর উজ্জ্বল মসৃণ ত্বক পাওয়ার ঘরোয়া উপায় (very useful Home Remedies)

#1. ফ্রুট ফেস প্যাক (Fruit face pack):

৩ দিনের ফর্সা হওয়ার উপায় এর মধ্যে অন্যতম হলো ফ্রুট প্যাক|আমরা তো প্রতিদিন কিছু না কিছু ফল খেয়েই থাকি|যে ফলই খান সেই ফলেই মুখে লাগান| এসব ফলে থাকা শক্তিশালী ভিটামিন সি ও এন্টিঅক্সিডেন্ট মুখের মরা কোষ দূর করে ও ত্বক ফর্সা করে।ত্বক সজীব হয়ে ওঠে।Tips for good skin|বলিরেখা দূর হবে| ত্বক উজ্জল ও মসৃণ হবে| এইভাবে ৩ দিন ব্যবহার করুন তাহলে ত্বক ফর্সা হয়ে যাবে

কীভাবে বানাবেন প্যাকটি? (How will you make this pack?)

  • আপনার প্রয়োজন মত ফলগুলি কেটে নিন।
  • মিক্সিতে পেস্ট বানিয়ে নিন
  • 2-3 ফোঁটা পাতিলেবুর রস ও এক চা চামচ মধু ভালো করে মিশিয়ে নিন।
  • মুখে ও গলায় পুরো প্যাকটি ভালো করে লাগান।
  • শুকনো শুকনো হয়ে আসলে ধুয়ে নিন|

কত বার প্যাকটি লাগাবেন? (How apply?)

সপ্তাহে তিনবার লাগালেই হবে সন্ধ্যেবেলা|

#2. মধু ও পেঁপের প্যাক(Honey face pack):

৩ দিনে ত্বক ফর্সা করতে মধুর এই প্যাকটি খুব উপকারী| মধু তে থাকা ৪৫টি উপাদান ত্বকের নানা সমস্যা দূরীভূত করে ত্বক কে মসৃণ উজ্জ্বল শক্তিশালী করে। পেঁপে তে আছে ভিটামিন এ , ভিটামিন সি , ম্যাগনেসিয়াম ,পটাশিয়াম, প্রোটিন আর প্রচুর পরিমাণ ফাইবার তাই ত্বকের সমস্যায় পেঁপের কাজের জুড়ি মেলা ভার|

কীভাবে বানাবেন প্যাক? (How will you make this pack?)

প্রথমে লম্বা করে একপিস পেঁপে কেটে নিন|

মিক্সিতে পেঁপের পেস্ট বানিয়ে নিন|

এক চামচ মধু ও পেঁপের পেস্টি মিশিয়ে নিন ভালো করে|

তারপর মুখে গলায় প্যাকটি ভালো করে লাগান|

১৫ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন|

কত বার প্যাকটি লাগাবেন? (How apply?)

সপ্তাহে একবার লাগালেই হবে সন্ধ্যেবেলা|

#3.মুলতানি মাটির প্যাক(Multani clay pack):

মুলতানি মাটি ব্যবহার করে স্থায়ীভাবে ৩ দিনে ফর্সা হয়ে উঠতে পারেন খুব সহজেই| মুলতানি মাটিতে থাকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড|যার ফলে ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে প্রাকৃতিকভাবে ভিতর থেকে ত্বককে মসৃণ উজ্জ্বল ও পুনর্গঠন-এ সাহায্য করে|

কীভাবে বানাবেন প্যাক? (How will you make this pack?)

মুলতানি মাটি এক চামচ জলের সাথে মিশিয়ে নিন|

ঠান্ডা জল দিয়ে দশ মিনিট পর ধুয়ে নিন|

কত বার প্যাকটি লাগাবেন? (How apply?)

সপ্তাহে দুবার লাগালে ভালো হয়|

#4. চন্দনের গুঁড়ো ও নারকেল তেলের প্যাক(Coconut oil Pack):

চন্দনে প্রচুর পরিমাণ এন্টিঅক্সিডেন্ট থাকে|যা ত্বককে রুক্ষতার হাত থেকে রক্ষা করে মসৃণ উজ্জ্বল করে|

কীভাবে বানাবেন প্যাক? (How will you make this pack?)

এক চামচ চন্দনের গুড়ের সাথে এক চামচ নারকেল তেল মিশিয়ে নিন|

তারপর মিশ্রনটি মুখে গলায় ভালো করে মেখে নিন|দশ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে মুখটি ধুয়ে নিন|

সুন্দর ও আকর্ষণীয়
সুন্দর ও আকর্ষণীয়

কত বার প্যাকটি লাগাবেন? (How apply?)

সপ্তাহে একবার লাগালে ভালো হয়|

আরও পড়ুন:( কফি দিয়ে ফর্সা হওয়ার উপায় ১০ টি। কফি দিয়ে রূপচর্চা )

কালো থেকে ফর্সা হওয়ার উপায়। মুখ স্থায়ী ফর্সা হওয়ার উপায়

ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্ন 20 টি কার্যকরী হেয়ার কেয়ার টিপস

#5. বেসন ও দুধের প্যাক(Milk face Pack):

বেসনে থাকে প্রচুর পরিমাণে আয়রন পটাশিয়াম ম্যাগনেসিয়াম থাকে| পুষ্টিকর আহার কিংবা ত্বকের পরিচর্যায় বেসনের উপকারিতার জুড়ি মেলা ভার|আর আমরা তো জানি দুধ সুষম খাওয়ার এতে সব রকম ভিটামিন প্রোটিন থাকে| তিন দিনে ফর্সা উজ্জ্বল ত্বক পেতে ব্যাসন ও দুধের ব্যবহার বিশেষ তাৎপর্যপূর্ণ|

কীভাবে বানাবেন প্যাক? (How will you make this pack?)

এক চামচ বেসন দুই চামচ দুধ ভালো করে মিশিয়ে নিন

তারপর মিশ্রণটি মুখে ঘাড়ে গলায় মেখে নিন

১৫ মিনিট পর নরমাল জল দিয়ে ধুয়ে নিন। নিজেই বুঝতে পারবেন ত্বক কতটা মসৃণ আর উজ্জ্বল হয়েছে|

কত বার প্যাকটি লাগাবেন? (How apply?)

সপ্তাহে দুইবার লাগালে ভালো হয়|

আর্টিকেলটি পুরোটা পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ| আর্টিকেলটি পড়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন|

Disclaimer: উপরোক্ত বিষয়গুলো মানতে sangbad10 কাউকে বাধ্য বা অনুরোধ করে না। নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন। ব্যবহারিক প্রয়োগের আগে চিকিৎসকের পরামর্শ নিন।

শেয়ার করুন:
Titli Ray

আমি Titli Ray,,আমি ২০১৭ সাল থেকে লেখালেখির সঙ্গে এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে জড়িত ও ভিডিও তৈরি করি। আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা ও তথ্য শেয়ার করব। ধন্যবাদ।

Leave a comment