শিয়ালদহ-ডায়মন্ড হারবার ট্রেনে আগুন (Sealdah diamond harbour train fire) লেগে ট্রেন বন্ধ হয়ে রইল। ঘটনাটি ঘটেছে আজ রবিবার ২৮ শে জুলাই দুপুর ১২টা ৪০ মিনিটে। শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার ১১:৪২ মিনিটের ট্রেন শিয়ালদা স্টেশন থেকে যথা সময়ে রওনা দেয় ডায়মন্ড হারবার এর উদ্দেশ্যে। সুভাষ গ্রাম ষ্টেশনে আসার পর হঠাৎ করে ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে। তাই নিয়ে যাত্রীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়।
Table of Contents
কেনো ধোঁয়া ট্রেনে?
জানা যায় ট্রেনটির ইঞ্জিনের গোলযোগের কারণে ইঞ্জিনিয়ারের ইঞ্জিন থেকে বারবার চালানোর চেষ্টা করলেও ট্রেনের চাকা জাম হয়ে যায় এবং আরো বেশি করে দোয়া বেরোতে ফোনর ট্রেনের জাতিদের মধ্যে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয় এই নিয়ে বেশ লোকজনও জড়ো হয়ে পরে ট্রেনের প্রথম কম্পার্টমেন্টের ইঞ্জিনের কাছে।
কখন ট্রেন চালু হবে?
ট্রেনটি চালু করার জন্য বার বার চেষ্টা করা হয়েছে কিন্তু ট্রেনটি কোনো মতেই চালু করা যাচ্ছে না। ট্রেনের চাকা বার বার জ্যাম হয়ে আর ট্রেনের চাকা ঘুরছে না। দুপুর ২.৩০ মিনিট পর্যন্তও ট্রেনটি চালু করা যায় নি।
যাত্রীদের দুর্ভোগ
ট্রেনটি দীর্ঘক্ষণ সুভাষ গ্রাম ষ্টেশনে দাঁড়িয়ে আছে। যাত্রীরা এই দুপুরের প্রচণ্ড গরমে খুব কষ্ট ভোগ করছে তারওপর ট্রেনের ইঞ্জিনের গোলযোগের কারণে ট্রেনটির ভিতরের ফ্যান গুলি বন্ধ।
বার বার চেষ্টা করেও ব্যর্থ
রেল কর্মচারীরা বার বার করে ট্রেনটি চালু করার চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছেন তারা। বার বার করে শিয়ালদহ-ডায়মন্ড হারবার গামী ট্রেন বন্ধ হয়ে যাচ্ছে।
শিয়ালদহ-ডায়মন্ড হারবার ট্রেন রুটের অবস্থা
ট্রেনের এই যান্ত্রিক গোলযোগের কারণে যেমন শিয়ালদহ-ডায়মন্ড হারবার ট্রেন রুট বন্ধ হয়ে আছে অন্য দিকে শিয়ালদহ সাউথ রুটের ক্যানিং, নামখানা রুটের ট্রেনও বন্ধ হয়ে আছে।
আরো পড়ুন: আমলকি খাওয়ার নিয়ম ও উপকারিতা ২৮ টি
গভীর ভালোবাসার কবিতা Love Poem
গর্ভাবস্থায় মুড়ি খেলে কি হয় ও ডায়াবেটিসে মুড়ি খাওয়া যাবে কি? না জানলে বিপদে পড়তে পারেন
ভিডিও দেখুন:
অবশেষে বিকেল ৩.৩৫ নাগাদ শিয়ালদহ ডায়মন্ড হারবার ট্রেনটি যাত্রী বোঝাই করে রওনা দিলো।
1 thought on “ট্রেনে আগুন-শিয়ালদহ-ডায়মন্ড হারবার ট্রেনে আগুন-ট্রেন বন্ধ। Sealdah diamond harbour train fire”