আমরা প্রায় সবাই কমবেশি বাংলা কবিতা পড়তে ভালোবাসি। অনেক মানুষেরই পছন্দের তালিকায় রয়েছে জনপ্রিয় বাংলা কবিতা। কেউ কেউ তো আবার নিজের মনের সুখ দুঃখ ভালো বাংলা কবিতা-র সাথেই ভাগ করে নেয়। কিছু কিছু মানুষের নিজের জীবনের একটি অধ্যায় জুড়েই কবিতা থাকে। কবিতা মানুষের ভালবাসাকে জাগ্রত করে। কবিতা মনকে ভেতর থেকে আনন্দে এবং খুশিতে রাখে। তাই বাংলা কবিতার আসর সাজিয়ে আজকে আমি হাজির হয়েছি। এই নতুন ভালো জনপ্রিয় বাংলা কবিতা (janapriya bangla kobita) পড়লে আপনাদের অবশ্যই মন ভালো হয়ে যাবে।
আপনি যে অংশ পড়তে চান, নিন্মে সেই অংশে ক্লিক করুন
কবিতার প্রকারভেদ
কবিতা বিভিন্ন প্রকারের হয়। যেমন- প্রেমের কবিতা কিংবা ভালোবাসার কবিতা, বাংলা কবিতা, জনপ্রিয় বাংলা কবিতা, ভালো বাংলা কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা, বিদ্রোহী কবিতা, কিংবা অসমীয়া কবিতা। যার যেটা ভালো লাগে সেটাই যদি আমরা পড়ি তাহলে আমাদের মন বেশ ভালো থাকে। আজ আমি আপনাদের সাথে নতুন ভালো জনপ্রিয় বাংলা কবিতা শেয়ার করছি, এই ২০২৪ সালের ২০টি নতুন কবিতা গুলো খুবই রোমান্টিক। আশা করছি আপনাদের কবিতাগুলো মর্মস্পর্শী হবে। অবশ্যই কবিতাগুলো পড়ুন।
এবার শুরু করছি ২০টি নতুন ভালো বাংলা কবিতা। এই জনপ্রিয় বাংলা কবিতা গুচছ নিয়ে আজ সাজাবো বাংলা কবিতার আসর।
জনপ্রিয় বাংলা কবিতা: কৈশোরের প্রেম
আসলে তোমাকে বলবো কিভাবে বল?
এখন তো নও, সেই কবেকার দিনে
লুটিয়ে পড়েছি শাড়ির পুচির খানেক….
বাকিটা কিশোরী আলগা সেফটিনে
কিভাবে বলবো অনেক আগের কথা ….
এফএম স্টেশনে যে মেয়ে থমকাতো..
বৃষ্টি হলেই ছুটে যেত রোদ্দুরে
পসলা বিকেলে পুরোনো বইয়ের মত।
তুমি কি জানতে সেই পথের গলিটার কথা কথা?
একা একা সেই বাস থেকে নেমে যেত..
বন্ধু কি ছিল তখন তার পিছু?
নাকি, আসলে একা একা বলে যেত?
আচ্ছা, সে কি দেখেছিল কখনো তোমায়?
দেখেছিল খুব প্রথম বর্ষের দিনে?
হাত দিয়ে চুল মুছিয়ে দিতে যদি..
সবটুকু জল চোখের পাতায় চিনে…
হয়তো এসব প্রলাপের মতো হাওয়ায়
অন্য কারো ছোট্ট পোশাক পরা
এতটা পথ ঠিক কবে হেঁটেছিলাম..
এতটা দুঃখ কেন তুমি দিয়েছিলে?
তুমি কি তারা?
তারা কি তুমি ছিলে?
আমি কি আগেও বলেছি তোমার কথা?
যে গান তুমি খাওনি কখনো আগে…
কেন মনে হয়
সেই গান তুমি গিয়েছিলে।
আজও আমার কানে
শুধু তোমার সেই গানই ভাসে।
জনপ্রিয় বাংলা কবিতা: যতনে সোহাগে
যেখানেতে দেখি যাহা
মায়ে-র মতন আহা
একটি কথায় এত সুধা মেশা নাই,
মায়ের মতন এত
আদর সোহাগ সে তো
আর কোন খানে কেহ পাইবে না ভাই ।
হেরিলে মায়ের মুখ
দূরে যায় সব দুখ
মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরান,
মায়ের শীতল কোলে
সকল যাতনা ভুলে
কত না সোহাগে মাতা বুক টি ভরাণ।
জনপ্রিয় বাংলা কবিতা: ভালোবাসার নয়ন
আমি কতবার তোমাকে দেখেছি
তবুও আমার নয়ন তৃষ্ণা আজও মিটিলো না,
সীমিত এই হৃদয়ে আমি অসীম প্রেম রেখেছি
তোমার সৌন্দর্য সাগরে নিজেকে সিক্ত করেছি
আমি অপলক হয়ে শুধু তোমাকেই দেখেছি সারাদিন।
কতবার এই দুর্বল মন আরো বল হীন হয়ে পড়েছে রোজ
হয়তো রাত জাগা স্বপ্ন এ নয়নে সাজিয়ে রেখেছি
অজানা ভয়ে যে নাম আমি জব করেছি প্রতিনিয়ত
তোমাকে সামনে পেয়ে নয়নচকর হয়েছি
আমি অপলক হয়ে শুধু তোমাকেই দেখেছি।
রুপ রস গন্ধ স্পর্শ শব্দে তুমি আমার সর্বত্র বিরাজিত
যেদিকে তাকাই আমি অনুভবেই শুধু তোমাকেই পাই
শব্দের যে মালা নিজে হাতেই রোজ গেঁথেছি
অঙ্কিত অধরে উষ্ণ সাসে সে মন্ত্র তোমারে বলেছি।
তোমার মুখে হঠাত ভালোবাসি এই ধ্বনি শুনে
আমি অপলক হয়ে শুধু তোমাকেই দেখেছি ।
জনপ্রিয় বাংলা কবিতা: তেজস্বিনী নারী
নদীর মতন হয় না কিছু
তেমন স্রোতস্বিনী
জলের নামের চরিত্রদের
বৃষ্টি নামেই চিনি।
হওয়ার মত হয় না কিছু
তেমন বাউন্ডুলে
ঢাকতে এসে দুলিয়ে দেবে
আটকে রাখা চুলে।
গানের মত হয় না কিছু
তেমন গলার স্বর
যারা ভীষণ দুঃখপ্রবন
সন্ধ্যাকালীন জ্বর।
আলোর মতন হয় না কিছু
তেমন বাঁধনহারা
সেসব আলো লাগলে চোখে
অন্ধ হবে যারা।
স্মৃতির মতো হয় না কিছু
তেমন খোলাম খুঁজি
দু এক মুঠো পুরনো চলে
ভাতের বয়স বুঝি।
চিঠির মতন হয় না কিছু
তেমন শিরোনাম
ইতি দিয়ে স্বাক্ষরিত
গন্ধবণিক নাম।
ঘুমের মতন হয় না কিছু
তেমন নীরব আপস
বুকের ভিতর জাগিয়ে রাখে
আপাতকালীন সাহস।
কথার মতন হয় না কিছু
তেমন স্পর্শকাতর
শব্দ যেন সেই অভিঘাতে
দূরের থেকে আদর।
মাটির মতন হয় না কিছু
তেমন পিছুটান
মূর্তি যাকে গড়ে
তাকেই ভাঙলে হয় অভিমান।
প্রেমের মতন হয় না কিছু
তেমন অবহেলা
বাঁচায় কিংবা মারে
এমন ভয়ঙ্কর এর খেলা।
তোমার মতন নেই তো তেমন
এমন অবুঝ কোন বেলা
এলিয়ে দিয়ে হেলিয়ে দিয়ে
তোমার দিকেই চলা..
তোমার মতন নয় তো কেউই
এমন সুখের পাশে জল
বইতে গিয়ে বাড়িতে গিয়ে
পড়শী মেঘের দল..
কতই অসস্তিদায়ক ছিল
কতই যুদ্ধকালীন কালে
যাদের ঘরের হদিশ জানা –
ছিল, বন্ধু সৃজন গালে।
তেমন বুবুক্ষু এক মেয়ে
ছিল খাঁচার কাছাকাছি
ওড়ার মতো আকাশ
তাকে উড়িয়ে দিলেই বাচি।
পাখির মতন হয় না কিছু
তেমন আকাশ সংকুল
আসলে সব মিথ্যে কথাই
এক অপূর্ব ভুল…
যা মানুষ প্রতিনিয়ত করে চলে,
বুঝতেও পারে না।
জনপ্রিয় বাংলা কবিতা: ভালোবাসার ব্যবধান
ভালো নাই বা বাসলে তুমি আমায়,
কিন্তু আমি তো তোমায় রেখেছি ,আমার মনের মনিকোঠায়।
তুমি আমায় অপছন্দ করতেই পারো
কিন্তু আমি তো তোমার ছবি মনে মনে আঁকি।
তুমি আমায় কেনই বা ভালবাসবে বা পছন্দ করবে?
হয়তো যে যে গুণ আমার মধ্যে থাকা দরকার
যেগুলি বিচার করে তুমি আমায় ভালবাসবে
হয়তো সে সব গুন আমার মধ্যে কিছুই নেই।
কিন্তু আমায় দ্যাখো, কিন্তু কখনো আমার ভাবনাতেই সব আসেনি—-
কী রূপ কী গুণ, কী হবে ওসব নিয়ে মাতামাতি করে?
দু’দিনের জন্য তো পৃথিবীতে আসা
তার মধ্যে এত কিছু বাদ-বিচার করতে গেলে তো সময়ই ফুরিয়ে যাবে
তখন তো আর ভালোবাসার সময় থাকবে না।
জনপ্রিয় বাংলা কবিতা: মায়াবী
তখন থেকেই সে বিচ্ছিন্ন।
কালো গোল মরিচের মত দুটো চোখ।
তাকে জিজ্ঞাসা করলাম,
হাওয়ায় এসে বলল-
সে অনেক কথা
রাজার যেমন মুকুল খসে,
ঘুমের যেমন স্বপ্ন..
পাখির যেমন পালকটি যায়…
তারও তেমন অল্প,
অল্প করে দিন কেটে যায়
ঘাটের থেকে মাঝি-
ওহে মাঝি, চলে যাচ্ছো?
তখন থেকেই সে আলাদা।
সে আলাদা তার নারীটির থেকে।
ভালো জনপ্রিয় বাংলা কবিতা: নিঃসঙ্গতা
দূরত্ব বেড়ে যায় প্রিয়
কথাটা আজ বড়ই নিশ্চুপ
হেলায় পড়ে থাকা সেই মেয়েটি
আজ বড়ই অদ্ভুত।
এই ঝলসানো চোখে তাকাও না প্রিয় তার দিকে
তোমাকেও নিঃশেষ করে দিতে পারে।
বরং তুমি থাকো নিজের মতই।
নিজের আগুনে পুড়তে থাকো রোজ রোজ
যে ফাঁকি তুমি আজ দিয়েছো তাকে
হয়তো একদিন এক আকাশ ফাঁকে
দাঁড়িয়ে থাকবে তুমি একা.. শুধুই একা
যে স্বপ্নের জাল তুমি বুনেছিলে একদিন
সেই স্বপ্নেই বেঁচে থাকুক তোমার প্রিয়া।
জনপ্রিয় বাংলা কবিতা: ভালোবাসার বয়স
খানিক বড়, খানিক বেশি।
বয়স কিংবা ঘাসের রং।
ফর্সা নাকের নাকছড়িতে
রুপোর ওপর সোনার জল।
এমনি-অমনি, ভালই…
যেমন ফড়িং লাফায় অজান্তেই
ঠিক গোড়ালির বাঁদিকেতে
অজ্ঞাত এক ধান ক্ষেতে
একটু জেদি। একটু লাজুক।
আরে যা কিছু ধার বাকি
শাড়ির গিটে গৃহস্থলী
চোখ লাফালে আনলাকি।
রোদের কিছু গয়না জমায়।
খুব যেন সে নৃতাত্ত্বিক
পাঠ করে সে আলনা গোছায়
আর যা কিছু শুভার্থী।
ইচ্ছে করে,
ইচ্ছে হতো,
ইচ্ছে যেন রাজার রোগ
নাম কি ছিল আদৌ কিছু?
শূন্য নামেই পূর্ণ হোক।
কথা ছিলো
বিকেল বিকেল।
ফিরতি পথে যেমনটা হয়।
ঘাড় বাঁকানো তেছড়া লিপে দাদারা কিংবা কাহারবায়।
দুষ্টু ছেলে, ভয় নেই তোর?
জানিস কত বড় হই?
কান খুলে শোন, মন্দ বলে, লোকের যেমন ইয়ার্কি।
বলেই দেবো সকাতরে,
আমি মোটেও ছোট নই..
ভালো লেগেছে। বেয়াক্কেলে।
ভালোলেগেছে চোখের ঝিল
ভাল্লাগেনা অংক কষে
ভালো লেগেছে এটাই মিল।
বলিনি আর সেসব কথা
চুপ থেকে সে কথার স্রোত
নুনু আমার সব কথারা
বাড়ায় খিদে, খিদের ক্রোধ
এখন আমি অনেক বড়।
হয়তো দ্বিগুণ। হয়তো আরো।
হয়তো তোমার হাতের রেখায়-
আমায় তুমি চিনতে পারো?
ভালোলাগা খাওয়ার তরোণ।
ঝাপট লাগে আচমকাই
চোখের মিনার যে দ্বীপ জলে
তোমার বয়স তেমনটাই…
জনপ্রিয় বাংলা কবিতা: তরুণীর স্পর্শ
রেখেছে যে
কবিতার মত….
আধো আলো, আধো উদ্বত।
মিশে যাবে মোলায়েম জলে
গাছ- গুল্ম- লতা।
নতজানু হরিণীর চোখ।
যেন শিকারি নেই…
শুধু মাঠে মাঠে পড়ে আছে অর্ধেক চাঁদ আর রাত্রের বাসর।
তরুণীর মত নরম হাতের বোল, ঘুরে ঘুরে বাজে
অস্তগামী কবিতায়।
আর কিছুক্ষণ পরেই মা এসে যায়…..
জনপ্রিয় বাংলা কবিতা: আক্ষেপ
কত লোকে কত কিছুই না বলে
তাদের কথা হওয়ার পাগলামি
যে কাঠুরে কাঠ কেটেছে আজও
সেও তো কোন ফুলের ছিল মালি।
প্রাণের যেমন মাটির ভেতর বাস
সেই মাটিতেই দাফন করে খোদায়
সুখ ও শোকের পরাগভূমি একই
তৃপ্তি মেটে অনেক খানি ক্ষুধায়
তোমার শরীর স্বপ্ন ছুঁয়ে পাওয়া
কেউ জানে না। সেই তো কেবল জানে।
বিজ্ঞাপনের মতন যে-সব মুখর
দম্ভ তাদের বাংলা অভিধানে।
শূন্য সেটাই আসলে যাওয়া অধিক
বিরাট যেমন অনুরাগের কথন
বাতাস তখন উঁচুতে- উদ্ভাসে
মেঘের যখন অশ্রু সজল ওজন…
যে পথে যুদ্ধ জাহাজ ওড়ে
সেই পথেতেই ফিরতি দলের গান
মানুষ যাকে প্রার্থনা তে রাখে
তারই জন্য এত চোখের জল…
জনপ্রিয় বাংলা কবিতা: অফুরন্ত ভালোবাসা
এমন প্রগলভা শেষ কবে এনেছিল তারারা মনে নেই,
আকাশে বিছিয়ে গেছে মধুকরি চাঁদনী তখন।
পৃথিবীর চারিদিকে লোডশেডিং হয়তোবা
নিভিয়ে দিয়েছে সব আলো,
তখন ফুলেছে কারা লোককথা স্রোত আকাশেতে।
আমাদের কথা শিউলির মত ঝরে বিছাতো যেদিনে-
সেসব এর থেকে মাইলমাইন দূরে হেঁটে চলে এসে
আজ,
সহসা আখর গুলি ছড়িয়েছে আঁচলের দীর্ঘ
গিট খসে পাথরের উপরে।
এমনি হেমন্ত নীল মরা রোদে,
শিথিল বাতাসে।
আজ ফের মনে হয়, ফুরায়নি পাথেয় আমাদের।
সে শুধু শুনুক বসে সমুদ্রের পাড়ে,
এক একটা ঢেউ এসে রেখে যায় কত বিচিত্রতা।
তবে শব্দ জেগে ওঠে আজকের অন্ধকারে,
শিলার চিবুকে।
শুধু সে এসেছে বলে ঝড় এসে মুহূর্ত হোক হেথা,
শুধু এসেছে বলে হৃদয় মুখর হোক অফুরান ধ্বনিতে।
জনপ্রিয় বাংলা কবিতা: মিষ্টি হাসি
যদি তুমি আয়না হও
আমি হব তোমার প্রতিচ্ছবি
সুখে দুখে স্বপনে
ছায়ার মতো থাকবো তোমার পাশে।
এক ফালি চাঁদ তোমায় ভালোবেসে দিতে পারি
যদি তুমি আমার জ্যোৎস্না হয়ে থাকো।
মিষ্টি হাসি হেসে
তোমার সব দুঃখ ভুলিয়ে দিতে পারি
যদি তুমি আমার , পাশে এসে বসো।
তোমার মনের ঝড় থামাতে পারি
যদি তুমি ভালোবেসে, আমার কাছেই থাক।
জনপ্রিয় বাংলা কবিতা: পাগল করা প্রেমের কবিতা
যতই তুমি আমাকে কষ্ট দাও
যম যাতনা দূর করে
তোমার কাছেই থাকব প্রিয়।
ভালোবাসার এই অদ্ভুত লীলা
তোমায় দেখেই উদ্ভাসিত।
উত্তেজনা করা ভালোবাসা
তোমার কাছে সেই আমি পাই প্রিয়
তখনই পড়তে ইচ্ছে করে
তোমার দেওয়া পাগল করা প্রেমের কবিতা।
জনপ্রিয় বাংলা কবিতা: ভালোবাসার চিঠি
একটি দিন আমাদের থেকে যায় গল্প হয়েই,
ভালো লাগা মন্দ লাগা
সবকিছুতেই তোমার থাকা।
নিকট থেকে নিকটতর হওয়া-
সরল থেকে সরলতর
রোজ লিখে যাই তোমার মনে
একটুখানি আমায় নিয়ে ।
অলসতা আমায় কামড়ে ধরে
হাতের থেকে পায়ে ,
খাতার উপর জমছে ধুলো
চিলেকোঠার ওই ছাদেতে।
মন ডুবুরি আমায় নিয়ে
ভাব থাকেই দিনে রাতে,
কবি কবি ভাব তোমারই,
বলো কিসের অভাব তোমার আমারই?
কেউ জোটেনি যার জন্যে
এক পৃথিবী লিখবো –
তাই তো শেষে হয়না লেখা
লিখতে কোথায় শিখবো!
আজ ভাবছি, কাল ভাববো
ভাববো পরশুদিনও
অল্প কিছু আদর দিয়ে
আমায় মুড়িয়ে নিও।
জনপ্রিয় বাংলা কবিতা: ভালোবাসাই আশা দেখায়
কুয়াশাচ্ছন্ন ভোর
জীবনের সবটুকু এলোমেলো করে দেয়
আবার ফিরে আসে রাত হয়ে
একা যখন ভয়ে কাঁপতে থাকি…
তখন রাত ফিরে আসে সকাল হয়ে।
উলটপালট সব কিছু
ঠিক করে দেয় আবারো।
ছোট্ট ছোট্ট ইচ্ছে গুলো যখন ডানা মিলতে চায়
হঠাৎ এই ডানায় কেউ যেন এসেই ঢিল ছুড়ে
তখনই ডানা ঝাপটা তে ঝাপটাতে ..
পাখিটি পড়ে যায়।
ছোট্ট ছোট্ট ইচ্ছে গুলো
এভাবেই, মাছ মাঠে ডানা ঝাপটা তে ঝাপটাতে ..
দূর আকাশ থেকে মাটিতে এসে পড়ে।
তখনই পাশে এসে
দুটো নরম হাত আমার দিকে কেউ যেন বাড়িয়ে দেয়।
তার সাথেই আমরা-
জীবন গাথার স্বপ্ন বুনি।
জনপ্রিয় বাংলা কবিতা: কল্পতরু
রাগের অনুরাগ
কল্পতরু বেয়ে যায়।
শাখা প্রশাখা ছড়িয়ে
বিস্তৃত হয় করে তার ভাব
লীলাভূমি মাঝে দোদুল দুলে যায়।
হৃদয়ের কল্পতরু
নির্দ্বিধায় বলে যায় কথা
নির্মম বিস্তৃত হৃদয়
খামখেয়ালি দিয়ে ঘেরা।
স্মৃতি দিয়ে সাজানো সেথায়
স্বপ্ন মাখা রঙিন ফেরা।
যার স্বপ্নের মাঝে
খেলা করে শুধুই এই কল্পতরু।
জনপ্রিয় বাংলা কবিতা: সোহাগ চুম্বন
স্বপ্ন তোমায় নিয়ে অনেক দেখি
তাই তো তোমায় দিনে রাতে স্বপ্নে দেখি।
আজ নয় কাল
সত্যিকারের যখন তুমি আমার হবে,
পাখা মেলে উড়িয়ে নিয়ে যাব
দূর দেশের ওই দ্বীপান্তরে।
তোমায় নিয়ে থাকবো সুখে
অল্প আদর দিনে রাতে।
ছোট্ট করে চুম্বনেতে
জড়িয়ে দেব সোহাগ রাতে।
সবশেষে
তোমার আমার বাঁধন হবে অটুট বেঁধে।
জনপ্রিয় বাংলা কবিতা: ভালোবাসার স্বপ্ন
আমার চোখে চোখ মিলিয়ে
নির্ভেজাল স্বপ্ন আঁকো
দুঃস্বপ্নেরা উকি দিলে আজ
খেয়াল তাদের দিকেই একটু রেখো।
আপনারা হয় স্বার্থপর
ঘুম ও কেড়ে নেয় আপন পর
দু চোখে হাজারো স্মৃতি
স্বপ্নেরা তাই হয় বিস্তৃতি।
ভালোবাসার স্মৃতি দিয়ে
ভালো তুমি আমায় রেখো।
সুখের পাখি উড়িয়ে নিয়ে
একটুখানি রাঙিয়ে দিও।
তোমার রঙে মলিন হব,
দুচোখের এই অতল জলে-
ডুব দেবো আমি এক নিমেষে।
ভালোবাসার কাঙ্গাল আমি
তাই জন্যই তো তোমায় নিয়ে স্বপ্ন বুনি।
জনপ্রিয় বাংলা কবিতা: আবেগি মন
আবেগি মন সারাদিনই তোমায় চায়…
আলতো ছোঁয়া পেয়ে,
এক নিমেষেই মন হারায়।
দূরে কেন ঠালো আমায়
একটুখানি আঁকলে নিয়ে-
দূর দেশে রই দেশে চলো।
ভালোবাসার মন নিয়ে
একটুখানি ভালোবেসো।
আমি না হয় সেরা হলাম
তুমি তো আমার চোখে রাজা থেকো ..
হাজার হাজার বছর ভালোবাসার
নিষ্পাপ সাক্ষী হয়ে থেকো।
আকাশ পাহাড় সাক্ষী রেখে
তোমার মনেই আমায় রেখো।
রাখবো তোমায় মনের সিংহাসনে
মনের গভীর অতল জলে রাঙিয়ে দেবো তোমায়।
আমাদের এই আবেগি মনের ভালোবাসা
বাধা থাকবে সারা জীবন এই ছোট্ট ঘরে।
নতুন জনপ্রিয় বাংলা কবিতা: ভুলে গেছো তুমি
ভুলে গেছো তুমি রেখেছি মনে শুধু আমি
জানি ভুলে গেছো পুরনো সব কথা
তাই হয়তো হয়না কোনো তোমার মনে ব্যাথা।
মনে কি আছে? পার্কে বসে তুমি আর আমি,
লুকিয়ে লুকিয়ে প্রথম খেয়েছিলাম হামি।
প্রথম যেদিন রেখেছিলে আমার হাতে হাত
সেই দিন ঘুমাতে পারিনি সারারাত।
আর আজ ভুলে গেছ শুধু তুমি, ভুলিনি কেবল আমি।
জনপ্রিয় বাংলা কবিতা গুলো পড়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। কবিতাগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।
আরো পড়ুন: গর্ভাবস্থায় মুড়ি খেলে কি হয় ও ডায়াবেটিসে মুড়ি খাওয়া যাবে কি? না জানলে বিপদে পড়তে পারেন
আমলকি খাওয়ার নিয়ম ও উপকারিতা ২৮ টি
আপনাদের কি ধরনের কবিতা ভালো লাগে?
ভালোবাসার, দুঃখের, রোমান্টিক- কমেন্ট করে জানাতে পারেন।
2 thoughts on “জনপ্রিয় বাংলা কবিতা- নতুন ভালো বাংলা কবিতা ২০টি”