খুব অল্পদামে 5G 108MP ফোন Redmi 13 5G আমাজন ও ফ্লিপকার্ট স্টোরে কবে পাবেন? Prices, Features

খুব অল্পদামে 5G ফোন কিনতে চান? তাও আবার 108MP ক্যামেরা ফোন, তাহলে আপনিও কিনতে পারেন 108MP ফোন Redmi 13 5G আমাজন ও ফ্লিপকার্ট স্টোর থেকে। এই ফোনটি Low Budget Phone যার দুর্দান্ত সব Features আপনাকে অবাক করে দেবে। এত অল্প দামে 108MP ক্যামেরা আপনাকে ছবি তুলতে গিয়ে একটি অন্য অনুভূতি দেবে। Redmi 13 5G ৯ই জুলাই launched করেছে কিন্তু আমাজন ও ফ্লিপকার্ট-এ কবে পাওয়া যাবে তা জেনে নিন। এই ফোনের Price ও Features জানলে আপনি অবাক হবেন।

Redmi 13 5G এর দাম ও মডেল ভেরিয়েন্ট

Redmi 13 5G এর দুটি মডেল ভেরিয়েন্ট—-

. ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ, এর দাম ১৩৯৯৯ টাকা

. ৮জিবি 128জিবি স্টোরেজ, এর দাম ১৫৪৯৯ টাকা

Redmi 13 5G কালার ভেরিয়েন্ট

Redmi 13 5G এর উপরের দুই ধরনের ভেরিয়েন্ট-এর ক্ষেত্রেই Orchid Pink, Black diamond, Hawaiian Blue কালারের মোবাইল পাওয়া যাবে।

Xiaomi Redmi 13 5G ফ্লিপকার্ট ও আমাজন স্টোরে কবে পাবেন?

Redmi 13 5G ফোন ১২PM, ১২ই জুলাই ২০২৪ থেকে Xiaomi online store এ পাবেন। তবে সম্ভবত তার পর থেকে Redmi 13 5G আমাজন (Amazon) ও ফ্লিপকার্ট (Flipkart) স্টোরে পাওয়া যাবে।

Redmi 13 5G Features

৬.৭৯ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে(FHD) ও ১২০Hz refresh rate display

dual glass back design (ব্যাকসাইডে দুই ধরনের গ্লাস ডিজাইন রয়েছে )।

Gorilla Glass 3 protection দেওয়া আছে।

স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 4 Gen 2 processor দেওয়া আছে।

জল ও ধুলোবালি প্রতিরোধের ক্ষেত্রে IP53 রেটিং পেয়েছে যা বেশ ভালোই।

৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ, এর দাম ১৩৯৯৯ টাকা।

৮ জিবি ১২৮ জিবি স্টোরেজ, এর দাম ১৫৪৯৯ টাকা।

৫০৩০mAh ব্যাটারি এবং ৩৩ ওয়াট চার্জার রয়েছে।

১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল depth sensor ৮ মেগাপিক্সেল ফন্ট ক্যামেরা আছে।

স্মার্টফোনটিতে Android 14 operating system আছে যা পরবর্তীকালে আরো upgrade করা যাবে।

অন্যান্য feature

এছাড়া ক্লিয়ার ভয়েস পাওয়ার জন্য নয়েজ ক্যান্সলেশনের ব্যবস্থাআছে। মোবাইলটি দেখতেও বেশ সুন্দর ইউজারদের মন করবে, এছাড়া সাইজেও অনেক বড়। এই দামের মধ্যে এই মোবাইলটি হয়তো বাজার মাতাবে।

কিভাবে কম দামে Redmi 13 5G আমাজন ও ফ্লিপকার্ট স্টোরে মোবাইলটি পাবেন ?

এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে Redmi 13 5G আমাজন ও ফ্লিপকার্ট স্টোরে মোবাইলটি কম দামে কিনতে পারবেন। আপনাদের কাছে যদি ICICI Bank Credit card বা HDFC Bank Credit card বা HDFC Bank Debit card থাকে তাহলে প্রায় এক হাজার টাকার কাছাকাছি ছাড় পাবেন এবং অ্যাক্সিস ব্যাংক ফ্লিপকার্ট ক্রেডিট কার্ড (Flipkart Axis Bank Credit Card) থাকলে আপনারা পাঁচ শতাংশ ছাড় পাবেন মোবাইলটি কিনতে গেলে।

Flipkart Axis Bank Credit Card কিভাবে ঘরে বসে পেতে পারেন?

Flipkart Axis Bank Credit Card ঘরে বসে পেতে গেলে আপনি ঘরে বসেই এপ্লাই করতে পারেন অনলাইনে। এক্ষেত্রে আপনি ফ্লিপকার্টের সাইডে গিয়ে লিংকে ক্লিক করে ফর্ম পূরণ করে apply করে দিলে অনলাইন ভেরিফিকেশন হবে এবং অল্প দিনের মধ্যে আপনি Flipkart Axis Bank Credit Card পেয়ে যাবেন।

আরো জানুন:

খুব কম টাকায় পান 5000 mAh ব্যাটারির মোবাইল- জানুন কিভাবে, Infinix Smart 8 HD Price in India

শেয়ার করুন:
ASIM BARAI

আমি ASIM,আমি ২০১৭ সাল থেকে লেখালেখির সঙ্গে ও আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে জড়িত ও ভিডিও তৈরি করি। যার সাবস্ক্রাইবার প্রায় ৯ লাখ। আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা ও তথ্য শেয়ার করব। ধন্যবাদ।

1 thought on “খুব অল্পদামে 5G 108MP ফোন Redmi 13 5G আমাজন ও ফ্লিপকার্ট স্টোরে কবে পাবেন? Prices, Features”

Leave a comment