rath yatra accident: রথ টানতে গিয়ে মৃত্যু হলো অনেকের- রথযাত্রায় এক্সিডেন্ট- বগুড়া বাংলাদেশ

৭ই জুলাই ২০২৪, আজ বিকেলে রথযাত্রায় রথ টানতে গিয়ে মৃত্যু হলো অনেকের। রথযাত্রায় এক্সিডেন্ট হয়েছে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বগুড়া জেলায়। রথযাত্রা উপলক্ষে হিন্দু ধর্মের অনেক ভক্তের ভিড় ছিল এই সময়। অনেকেই এই রথ যাত্রার মেলায় একত্রিত হয়েছিল, রাস্তায় বেরিয়েছিল এবং ইলেকট্রিক দুর্ঘটনায় প্রায় ৫ জন মৃত এবং ২০ জনের মতো আহত হয়েছেন।

রথযাত্রায় এক্সিডেন্ট কোথায় হয়েছে বিস্তারিত খবর

বাংলাদেশের বগুড়া জেলায় সেউজগাড়ী এলাকায় এই ভয়ঙ্কর রথযাত্রায় এক্সিডেন্ট ঘটেছে। আজ বিকেলে রথযাত্রা উপলক্ষে রাস্তায় রথ টানা হচ্ছিল। ভক্তরা সেই রথের দড়ি ধরে টানছিল, অনেকে রথে বসেও ছিল। আবার রথের গায়ে হাত দিয়ে অনেকে টানছিল ও ঠেলছিল। পুরো রথের বেশিরভাগটাই লোহা দিয়ে তৈরি আর রথযাত্রার রথের উচ্চতাও ছিল যথেষ্ট কিন্তু রাস্তার ওপর দিয়ে হাই ভোল্টেজের ইলেকট্রিক তার ছিল সেই তারের সঙ্গে সংস্পর্শে রথ আসলে পুরোটাই কারেন্ট হয়ে যায়।

কি হয়েছিল রথযাত্রায়?

আজ বিকেলে বাংলাদেশের বগুড়া জেলায় রথ যাত্রার উপলক্ষে রথ নিয়ে অনেক ভক্তই রাস্তায় বেরিয়েছিল কিন্তু রাস্তার মাঝে হাই ভোল্টেজের যে ইলেকট্রিক তার গেছে মাথার ওপর দিয়ে তা হয়তো লক্ষ্য করেনি ভক্তরা ও প্রশাসন এবং সেই হাইভোল্টেজের ইলেকট্রিক তারের সংস্পর্শে এসে রথযাত্রায় আগত ভক্তবৃন্দরা বিপদে পড়ে। কিছু বোঝার আগেই অনেকেরই ইলেকট্রিক শক লাগে। ফলে রথযাত্রায় এক্সিডেন্ট ঘটে।

কেন এমন বিপদ হল?

রথযাত্রায় ভিড় ছিল যথেষ্ট এবং রথের উচ্চতাও ছিল বেশ ভালো রথ কিছুদূর ভালই টানা হয় কিন্তু রথ চলতে চলতে পথের মাঝে মাথার ওপরে যে ইলেকট্রিক তার আছে তা হয়তো কেউ খেয়াল করেনি বা প্রশাসকের পক্ষ থেকেও কোন সতর্ক করা হয়নি। যার ফলে রথযাত্রায় এক্সিডেন্ট- এমন বিপদ ঘটেছে। রথের উপরে বসে থাকা কিছু ব্যক্তি এবং রথকে স্পর্শ করে থাকা অনেক ভক্ত এই দুর্ঘটনার কবলে পড়েছে। যদিও যারা দড়ি ধরে রথ টানছিল তাদের কোন বিশেষ ক্ষতি হয়নি।

রথযাত্রায় এক্সিডেন্ট-এ মৃত ও আহত

এখনো পর্যন্ত সূত্রের খবর রথযাত্রায় এক্সিডেন্ট-এ প্রায় পাঁচ জনের মতন মানুষ মারা গেছে এবং প্রায় কুড়ি জনের মতন আহত হয়ে হসপিটালে ভর্তি। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুধু তাই নয় ভাইরাল ভিডিও থেকে দেখা যাচ্ছে অনেকেই রাস্তার মাঝে আহত অবস্থায় পড়ে আছে।

প্রশাসনিক কাজে গাফিলতির অভিযোগ

রথযাত্রায় দুর্ঘটনার জন্য অনেকেই প্রশাসনিক কাজের গাফলিতির অভিযোগ এনেছে। অনেকের মতে প্রশাসক যদি সচেতন হত তাহলে এমন রথযাত্রায় এক্সিডেন্ট হতো না। কারণ এত বড় একটা রথের যাত্রায় পুলিশ প্রশাসন অবশ্যই উদ্যোগ নিতে পারত এবং আগে থেকেই সতর্ক করলে নিশ্চয়ই রথের সঙ্গে বিদ্যুতের তারের সংস্পর্শ করতো না। কারণ রথের উচ্চতা যথেষ্ট হওয়ায় তা বিদ্যুতের তারে লেগে গেছে।

সতর্কীকরণ

এমনিতই কথা আছে “রথযাত্রায় লোকারণ্য” কিন্তু বেশি লোক এক জায়গায় হলে সেখানে অনেক রকম সমস্যা সৃষ্টি হতেই পারে। তাই উপস্থিত ভক্তদেরও যথেষ্ট সতর্ক থাকা উচিত ছিল। অন্যদিকে প্রশাসনের দায়ও এড়ানো যায় না। কারণ প্রশাসন যদি সতর্ক থাকতো তাহলে এই ধরনের বিপদ হয়তো হতো না।

আরো পড়ুন: এবার বিডিও অফিসে আইবুড়ো ভাত- BDO Bardhaman ভাইরাল নিউজ

আমলকি খাওয়ার নিয়ম ও উপকারিতা ২৮ টি

গভীর ভালোবাসার কবিতা Love Poem

গর্ভাবস্থায় মুড়ি খেলে কি হয় ও ডায়াবেটিসে মুড়ি খাওয়া যাবে কি? না জানলে বিপদে পড়তে পারেন

শেয়ার করুন:
ASIM BARAI

আমি ASIM,আমি ২০১৭ সাল থেকে লেখালেখির সঙ্গে ও আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে জড়িত ও ভিডিও তৈরি করি। যার সাবস্ক্রাইবার প্রায় ৯ লাখ। আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা ও তথ্য শেয়ার করব। ধন্যবাদ।

Leave a comment