মাত্র এক বছরে ১৭০ শতাংশ এর বেশি রিটার্ন মিউচুয়াল ফান্ড থেকে পেতে পারতেন

আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রায় ১৭০ শতাংশ এর বেশি রিটার্ন মিউচুয়াল ফান্ড-টি (High return mutual funds)। এই Mutual Fund (মিউচুয়াল ফান্ডটি)-তে ইনভেস্ট করলে আপনিও মাত্র এক বছরে ১৭০ শতাংশ রিটার্ন পেতেন। ভারতের শেয়ার বাজারের এক দুর্দান্ত সেক্টরে এই ফান্ডটি তাদের ইনভেস্ট করে। তাই বেশি রিটার্ন পেতে এই মিউচুয়াল ফান্ডটি কাজে লাগতে পারে।

১৭০ শতাংশের বেশি রিটার্ন মিউচুয়াল ফান্ড

মাত্র এক বছরে ১৭০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে এই মিউচুয়াল ফান্ড শুধু তাই নয়। বিগত পাঁচ বছরে যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে যা অন্যান্য ফান্ডের তুলনায় অনেকটাই বেশি। এই মিউচুয়াল ফান্ডটি বিগত পাঁচ বছরে প্রায় ৫৯% রিটার্ন দিয়েছে, এটা অকল্পনীয় হলেও সত্য। এই মিউচুয়াল ফান্ডটি নিফটি ইন্ডিয়া ডিফেন্স (Nifty India Defence Index) সেক্টরে তাদের ইনভেস্ট করে।

Nifty India Defence Index- রিটার্ন

মাত্র এক বছরে ১৭০ শতাংশের বেশি রিটার্ন পেতে এমন মিউচুয়াল ফান্ড-এ নিয়োগ করতে হতো যে মিউচুয়াল ফান্ডটি নিফটি ইন্ডিয়া ডিফেন্সকে ফলো করে কারণ নিফটি ইন্ডিয়া ডিফেন্স ইনডেক্স এই দুর্দান্ত রিটার্নটি দিয়েছে গত এক বছর ও পাঁচ বছরে।

কিভাবে নিফটি ইন্ডিয়া ডিফেন্স ইনডেক্স-এ ইনভেস্ট করবেন?

সরাসরি নিফটি ইন্ডিয়া ইনডেক্সে ইনভেস্ট করা যায় না, তবে হতাশ হবেন না। এই ইনডেক্সে ইনভেস্ট করার জন্য বর্তমানে দুটি মিউচুয়াল ফান্ড আছে। যেগুলি সাধারণত নিফটি ইন্ডিয়া ইনডেক্স-কে ফলো করে। নিফটি ইন্ডিয়া ইনডেক্সে ইনভেস্ট করার জন্য দুটি মিউচুয়াল ফান্ড হলো- ১. এইচ ডি এফসি ডিফেন্স ফান্ড (HDFC Defence Fund) ও ২. মতিলাল ওসওয়াল নিফটি ইন্ডিয়া ডিফেন্স ইন্ডেক্স ফান্ড (Motilal Oswal Nifty India Defence Index Fund),

১. HDFC Defence Fund (এইচ ডি এফসি ডিফেন্স ফান্ড)

এই HDFC Defence Fund-টি Nifty India Defence Index-কে ফলো করে। এই মিউচুয়াল ফান্ডটি গত এক বছরে ১৪৭ শতাংশ রিটার্ন দিয়েছে। এই ফান্ডটি এয়ারস্পেস ও ডিফেন্স সেক্টরে ৫৭.৯৩%, কেমিক্যাল এন্ড পেট্রোকেমিক্যাল সেক্টরে ১২.৩৫%, ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারে ৯.০৫%, কনস্ট্রাকশন সেক্টরে ৬.২৯%, এগ্রিকালচার, কমার্শিয়াল অ্যান্ড কনস্ট্রাকশন ভেহিকেল সেক্টরে ৫.৮৮%, ইলেকট্রিক্যাল ইকুপমেন্ট সেক্টরে ৪.০৮%, ট্রান্সপোর্ট সার্ভিস সেক্টরে ৩.৪৩% হারে হোল্ডিং করে রেখেছে বা ইনভেস্ট করে রেখেছে।

২. Motilal Oswal Nifty India Defence Index Fund (মতিলাল ওসওয়াল নিফটি ইন্ডিয়া ডিফেন্স ইন্ডেক্স ফান্ড)

Motilal Oswal Nifty India Defence Index Fund-টি Nifty India Defence Index Fund-কে অনুসরণ করে চলবে বলে জানিয়েছে। আসলে এই মতিলাল ওসওয়াল নিফটি ইন্ডিয়া ডিফেন্স ইন্ডেক্স ফান্ডটি ২০২৪ সালের ৮ই জুলাই ১০টাকার NAV নিয়ে Mutual Fund-এর বাজারে লঞ্চ করেছে। যেহেতু এটি একটি Index Fund তাই নিশ্চয়ই এটি Nifty India Defence Index Fund-কে অনুসরণ করে চলবে আশ্বস্ত করেছে এই মিউচুয়াল ফান্ড এর পক্ষ থেকে।

এই মিউচুয়াল ফান্ড দুটিতে কিভাবে নিয়োগ করবেন তার উপায় বলে দিচ্ছি।

এই দুটি মিউচুয়াল ফান্ড Angel one, groww প্রভৃতি মিউচুয়াল ফান্ডের প্রায় সব অ্যাপস বা কোম্পানিতে পেয়ে যাবেন। এই দুটি ফান্ডের মধ্যে HDFC Defence Fund এস আই পি(SIP) করার সুযোগ দিচ্ছে (কমপক্ষে ১০০ টাকা), তবে LUMSUM বা ONE TIME ইনভেস্ট করার সুযোগ আপাতত দিচ্ছে না অন্যদিকে Motilal Oswal Nifty India Defence Index Fund এস আই পি(SIP) ও LUMSUM বা ONE TIME ইনভেস্ট করার সুযোগ দিচ্ছে (কমপক্ষে ৫০০ টাকা)।

ভবিষ্যতে কি পরিমান রিটার্ন পেতে পারেন?

বিগত বছরের রিটার্ন দেখে ভবিষ্যতে রিটার্নের ধারণা করা না গেলেও ভারতের যে অর্থনৈতিক ও সামরিক কাঠামো তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তা প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি আগেই ঘোষণা করেছেন। একদিকে তিনি ভারতকে অর্থনৈতিক দিক থেকে পৃথিবীর মধ্যে তৃতীয় স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে ভারতকে সামরিক দিক থেকে স্বদেশী করণের ওপর জোর দিয়েছেন। তাই ডিফেন্স সেক্টর এর আরও অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

আরো পড়ুন: কোন মিউচুয়াল ফান্ড ভালো? সেরা ৭টি মিউচুয়াল ফান্ড ২০২৪- Best Mutual Fund

Disclaimer: উপরোক্ত বিষয়গুলো মানতে sangbad10 কাউকে বাধ্য বা অনুরোধ করে না। নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন বা মিউচুয়াল ফান্ড কেনার আগে আপনার ফান্ড ম্যানেজারের সঙ্গে পরামর্শ নিন।

শেয়ার করুন:
ASIM BARAI

আমি ASIM,আমি ২০১৭ সাল থেকে লেখালেখির সঙ্গে ও আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে জড়িত ও ভিডিও তৈরি করি। যার সাবস্ক্রাইবার প্রায় ৯ লাখ। আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা ও তথ্য শেয়ার করব। ধন্যবাদ।

2 thoughts on “মাত্র এক বছরে ১৭০ শতাংশ এর বেশি রিটার্ন মিউচুয়াল ফান্ড থেকে পেতে পারতেন”

Leave a comment