এবার বিডিও অফিসে আইবুড়ো ভাত- BDO Bardhaman ভাইরাল নিউজ

বিডিও অফিসে আইবুড়ো ভাত খাওয়ানো হলো- কি ঘটনাটি শুনে চমকে গেলেন তো? চমকে যাওয়ার কিছু নেই, সরকার থেকে এরকম কোন স্কিম বের করা হয়নি। ঘটনাটি ঘটেছে আজই একটি ব্লক ডেভেলপমেন্ট অফিসে। ঘটনাটি নিয়ে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার টুইটার একাউন্ট থেকে এরকমই একটি ভিডিও পোস্ট করেছেন।

বিডিও অফিসে আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছে কোথায়?

বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন বর্ধমান বিডিও অফিসের (BDO Bardhaman-1) মধ্যেই বিডিও অফিসার কে আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছে।

কারা করলো ওই বিডি অফিসে আইবুড়ো ভাত খাওয়ানোর অনুষ্ঠানের আয়োজন?

শুভেন্দু অধিকারী টুইটারে টুইট করে জানিয়েছেন এই আইবুড়ো ভাত খাওয়ানোর অনুষ্ঠানের আয়োজন করেছেন ঐ ব্লক তৃণমূল পঞ্চায়েত সমিতির লিডার এবং তার অন্যান্য সদস্যরা।

আইবুড়ো ভাত খাওয়ানো নিয়ে কেন বিতর্ক?

সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে এই যে একজন দায়িত্ববান বিডিও অফিসার কিভাবে রাজনৈতিক দলের হাত থেকে বিডিও অফিসের মধ্যে এরকম অনুষ্ঠান এর আয়োজন করল বা হতে দিল। সমালোচকরা আরো বলেছেন এই ব্যক্তিগত অনুষ্ঠান যদি কোন হোটেলে বা কোন বাড়িতে করত তাহলে বিতর্কে কোন কথা ছিল না। যেখানে রাজনৈতিক ব্যক্তি ও সরকারি কর্মচারী সরকারি অফিসে এরকম ধরনের আচরণ করে সেখানে সাধারণ মানুষ রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিডিও অফিসারের কাছে যাবে কোন আশায়? তার ওপর বিডিও অফিসার বিডিও অফিসের মধ্যে একজন নেত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করছেন।

সমালোচকরা আরো জানিয়েছে পশ্চিমবঙ্গের অনেক বিডিও অফিসার রাজনৈতিক নেতাদের কাছ থেকে টাকার বিনিময় নানান ধরনের টেন্ডার পাস করিয়ে দেয়। বিডিও অফিসে এই ধরনের ঘটনা সাধারণ মানুষের মনে নানা ধরনের প্রশ্নের জন্ম দেবে।

আরো পড়ুন: আমলকি খাওয়ার নিয়ম ও উপকারিতা ২৮ টি

গভীর ভালোবাসার কবিতা Love Poem

গর্ভাবস্থায় মুড়ি খেলে কি হয় ও ডায়াবেটিসে মুড়ি খাওয়া যাবে কি? না জানলে বিপদে পড়তে পারেন

শেয়ার করুন:
ASIM BARAI

আমি ASIM,আমি ২০১৭ সাল থেকে লেখালেখির সঙ্গে ও আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে জড়িত ও ভিডিও তৈরি করি। যার সাবস্ক্রাইবার প্রায় ৯ লাখ। আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা ও তথ্য শেয়ার করব। ধন্যবাদ।

2 thoughts on “এবার বিডিও অফিসে আইবুড়ো ভাত- BDO Bardhaman ভাইরাল নিউজ”

Leave a comment