বেসরকারি চাকরির খবর কলকাতা- Private Job News

কলকাতার একটি নামিদামি কোম্পানিতে বিনা অভিজ্ঞতায় আপনি স্থায়ী চাকরি পেতে পারেন। বেসরকারি চাকরির খবর কলকাতা-য়, কলকাতার মাদার ডেয়ারি এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এই কোম্পানিতে বেশ কিছু অনভিজ্ঞ কর্মী নিয়োগ করা হবে। বেতনও যথেষ্ট ভালো, সঙ্গে রয়েছে থাকার ও খাওয়ার ব্যবস্থা। কেউ চাইলে ফ্যামিলি নিয়েও থাকতে পারেন।

বেসরকারি চাকরির খবর কলকাতা-র বিষয়ে সমস্ত তথ্য

মাদারডেয়ারিতে কাজের বিষয়ে সমস্ত তথ্য নিম্মে আলোচিত হলো—–

কোথায় কোথায় কাজ করতে পারবেন?

মাদারডেয়ারি কোম্পানিতে যেখানে যেখানে কর্মী নিয়োগ করা হবে তা হলো— ধুলাগর, হাওড়া, উলুবেরিয়া, মালদা, পার্ক স্ট্রিট, বেহালা, নিউ টাউন, নদীয়া, নর্থ ২৪ পরগনা এবং কলকাতা সমস্ত জায়গায়।

কি কাজ করতে হবে?

মাদার ডেয়ারিতে নিযুক্ত কর্মীরা খুবই হালকা কাজ করতে পারবেন। কোন ভারী কাজ করানো হবে না বলে বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে। যেমন ধরুন মাদার ডেয়ারির বিভিন্ন প্যাকেটিং যেমন– দই প্যাকেটিং, দুধ প্যাকেটিং, বিল তৈরি করা, সিকিউরিটি গার্ড, লেভেল বসানো ইত্যাদি।

শূন্যপদ

শূন্যপদ বেশ ভালই। বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে প্রায় 140 জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে। আরো বেশ কিছু শূন্যপদ বাড়তে পারে বলে সূত্রের খবর।

কত ঘন্টা কাজ করতে হবে?

এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কত ঘন্টা কাজ করতে হবে? বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে এই কোম্পানিতে কাজের সময়সীমা নয় ঘন্টা (9 Hours) প্রতিদিন। এই ৯ ঘণ্টার মধ্যে আবার এক ঘন্টা টিফিন বিরতি পাবেন। এছাড়া সপ্তাহে আপনি একদিন ছুটি পাবেন। সঙ্গে পাবেন ন্যাশনাল হলিডের ছুটি গুলো। ছুটির দিনের কোন টাকা বেতন থেকে কাটা হবে না।

শিক্ষাগত যোগ্যতা

মাদার ডেয়ারির এই কাজে কোন কাজের অভিজ্ঞতা দরকার নেই শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলেই হবে। ছেলে মেয়ে উভয়ই এই চাকরির জন্য আবেদন করতে পারেন।

বেতন- Salary

এই মাদার ডেয়ারিতে নিযুক্ত কর্মীদের বেতন দেওয়া হবে– প্রতিমাসে 14000-23700 টাকা কাজের বিভিন্নতা অনুসারে বিভিন্ন ডিপার্টমেন্টে এই পরিমাণ বেতন দেওয়া হবে। যদিও প্রতিবছরই বেতন বৃদ্ধি পাবে বলে বিজ্ঞপ্তিতে জানা গেছে। তাই এরকম একটি কাজের সুযোগ কখনোই হাতছাড়া না করে অবশ্যই আবেদন করবেন। এছাড়া পাচ্ছেন OT, BONUS, PF, প্রতি ঘন্টা ওভার ডিউটিতে 86 টাকা করে পাবেন।

থাকার ও খাওয়ার ব্যবস্থা

কোম্পানির পক্ষ থেকে থাকার জন্য খুবই ভালো ব্যবস্থা থাকবে। এছাড়াও থাকবে স্বল্পমূল্যের ক্যান্টিন। যেখানে আপনি অল্প দামে খাবার পেয়ে যাবেন।

কিভাবে আবেদন করবেন?- How to Apply

এই মাদার ডেইরি তে চাকরির জন্য আপনাকে অফলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার কোন ব্যবস্থা নেই। এই মাদার ডেয়ারিতে আপনি ফোন করে আবেদনের বিষয়ে জানতে পারবেন। মাদার ডেয়ারির অফিসিয়াল ফোন নাম্বারটি হল- 098364 25292, Customer Service: +911 800 180 1018, এছাড়া এই ফোন নাম্বারে আপনি ফোন করে সমস্ত ডিটেলস জানতে পারবেন।

এই পোস্টটিকে আপনি আপনার বন্ধু-বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করতে পারেন যাতে তারাও এই কাজটি পেয়ে ও উপকৃত হয়।

শেয়ার করুন:
ASIM BARAI

আমি ASIM,আমি ২০১৭ সাল থেকে লেখালেখির সঙ্গে ও আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে জড়িত ও ভিডিও তৈরি করি। যার সাবস্ক্রাইবার প্রায় ৯ লাখ। আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা ও তথ্য শেয়ার করব। ধন্যবাদ।

2 thoughts on “বেসরকারি চাকরির খবর কলকাতা- Private Job News”

Leave a comment