ঘুরতে যেতে চান? সাবধান- লোনাভালা এক্সিডেন্ট- Lonavala

ঘুরতে তো আমরা সকলেই ভালবাসি কিন্তু ঘুরতে গিয়ে যদি আমাদের বিপদ ঘটে তাহলে সেই দুঃখের আর শেষ থাকেনা এমনই একটি ঘটনা ঘটেছে গতকাল মহারাষ্ট্রের পুনে জেলার লোনাভালা নামক জায়গায়। লোনাভালা ঝর্না (lonavala waterfall) দেখতে পর্যটকদের অনেক ভিড় হয়। তারপর আবার দিনটি ছিল রবিবার। মহারাষ্ট্রের এক পরিবার লোনাওয়ালা ঝর্ণা দেখতে গিয়েছিল কিন্তু তাদের জীবনে নেমে আসে মৃত্যুর কালো ছায়া

লোনাভালা বিখ্যাত কেন?

মহারাষ্ট্রে অবস্থিত নীলগিরি পার্বত্য অঞ্চল আর এই এলাকায় রয়েছে লোনাভালা ঝর্না। মহারাষ্ট্রের পুনে জেলায় অবস্থিত লোনাভালা পর্যটন কেন্দ্র হিসেবে বিখ্যাত কারণ এখানে রয়েছে লোনাভালার বিখ্যাত ঝর্ণা ও এই লোনাভালা ঝর্ণার আগেই অবস্থিত ভুসি ড্যাম বা বাঁধ। এইসব এলাকা কেন্দ্র করেই গড়ে উঠেছে এখানকার পর্যটন কেন্দ্র আর এই পর্যটন কেন্দ্রকে কেন্দ্র করেই পর্যটকদের ভিড় জমে। বসে অনেক দোকান ।

লোনাভালা ঝর্ণায় অ্যাক্সিডেন্টের কবলে পরিবার

লোনাভালা ঝর্ণা দেখতে গিয়ে অ্যাক্সিডেন্টের কবলে একটি পরিবার কিভাবে পড়ল এবং তাদের বর্তমান অবস্থা কি? সে সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল—–

লোনাভালা ঝর্ণায় কেন এমন বিপদ হল?

রবিবার রাত্রে ও দিনে লোনাভালায় প্রচন্ড বৃষ্টি হয়। এই বৃষ্টির জেরেই ভেসে গিয়েছিল লোনাভালা। আর লোনাভালা ঝর্ণার কাছে অবস্থিত ভুসি ড্যাম ভেসে যায়। এমনিতে লোনাভালা ঝর্ণা বিপদজনক নয়। কারণ এখানে পর্যটকরা এসে প্রায় সেলফি নেয়। ঝর্ণার জল না থাকলে বা কম থাকলে নিচে নেমে পর্যটকরা দর্শন করে। অন্যদিনের মতো এই দিন ছিল না। হঠাৎ করে ঝর্ণার জল বাড়তে শুরু করে ফলে বিপদ তৈরি হয়।

কি হয়েছিল পরিবারটির সাথে?

মহারাষ্ট্রের এক পরিবার ছুটি কাটানোর উদ্দেশ্যে ওই লোনাভালা ঝরনা দেখতে এসেছিল এবং তারা জল কম থাকায় নিচে নেমে যায় হঠাৎই ভুসিডামের বাঁধ ছাপিয়ে অনেক পরিমাণ জল নেমে আসে ঝরনা দিয়ে। ফলে জলের পরিমাণ এতটাই বেড়ে যায়, তারা উপরে ওঠার চেষ্টা করে। কিন্তু জলে আটকে যায়। ওইখানে অবস্থিত অন্যান্য পর্যটকরা সাহায্য করার চেষ্টা করেও ব্যর্থ হয়। অনেকে গাছের ডাল দিয়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করে। যাতে তারা গাছের ডালটি ধরে ডাঙায় আসতে পারে কিন্তু সে কাজেও তারা ব্যর্থ হয়েছিল। জলের পরিমাণ এতটাই বেড়েছিল তারা আর ওই স্থানে দাঁড়িয়ে থাকতে পারেনি। তারপর পরিবারটি ভেসে যায় ওই ঝর্ণার জলে।

পরিবারের মৃত ও জীবিত ব্যক্তির অবস্থা

এখনো পর্যন্ত যা খবর ওই পরিবারের সাত জন ব্যক্তি ছিল তাদের মধ্যে চারজন নিহত হয়েছে। তিনজনের দেহ রবিবার বিকালে উদ্ধার করা হয়েছে এবং পরের দিন সোমবার আরেকজনের দেহ খুঁজে পাওয়া যায়।যদিও একটি শিশুর দেহ এখনো উদ্ধার হয়নি। শিশুটি জীবিত আছে কিনা সে নিয়ে সংশয় আছে। আর দুজন সাঁতরে নিজের জীবনকে বাঁচিয়েছে। সে দুজনকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

প্রশাসনিক কাজে গাফিলতির অভিযোগ

লোনাভালা ঝর্না পর্যটন কেন্দ্রের এই মর্মান্তিক ঘটনায় অনেকেই প্রশাসনকে দায়ী করেছেন। অনেকের দাবি এই ঝর্ণা কেন্দ্রের নিচে যে কেউ নেমে যায়। নিরাপত্তাকে উপেক্ষা করে অনেকেই এই স্থানে গিয়ে ভিডিও করে ও সেলফি তোলে। এই ঝরনা কেন্দ্রে কোন নির্দিষ্ট ব্যারিকেড দিয়ে ঘেরা নেই। বেরিকেড দিয়ে ঘেরা থাকলে হয়তো এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটত না। এইভাবে নিষ্পাপ জীবন গুলো চলে যেত না।

সতর্কীকরণ

আমাদের জীবনকে উপভোগ করার জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ভ্রমণ করতে যাই কিন্তু ভ্রমণ করতে গিয়ে অনেক সময় আমাদের অসতর্কতার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই কোথাও ভ্রমণ করতে গেলে অবশ্যই আমাদের এসব বিষয়ে সচেতন থাকা উচিত। যাতে আমরা সুরক্ষিত আবার নিজের বাড়ি ফিরে আসতে পারি।

আরো পড়ুন: এবার বিডিও অফিসে আইবুড়ো ভাত- BDO Bardhaman ভাইরাল নিউজ

আমলকি খাওয়ার নিয়ম ও উপকারিতা ২৮ টি

গভীর ভালোবাসার কবিতা Love Poem

গর্ভাবস্থায় মুড়ি খেলে কি হয় ও ডায়াবেটিসে মুড়ি খাওয়া যাবে কি? না জানলে বিপদে পড়তে পারেন

শেয়ার করুন:
ASIM BARAI

আমি ASIM,আমি ২০১৭ সাল থেকে লেখালেখির সঙ্গে ও আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে জড়িত ও ভিডিও তৈরি করি। যার সাবস্ক্রাইবার প্রায় ৯ লাখ। আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা ও তথ্য শেয়ার করব। ধন্যবাদ।

Leave a comment