সংবাদ সূত্রের খবর আজকে এসএসসি ৪৫৯৯ জনের বেআইনি চাকরি মেনে নিয়ে সুপ্রিম কোর্টে নাম জমা দিয়েছে। তবে SSC সুপ্রিম কোর্টের যে তালিকা জমা দিয়েছে সেই নামের সংখ্যা ৪৫৯৯ জনকে ছাড়িয়ে আট হাজারের কাছাকাছিও যেতে পারে বলে অনেকে মনে করছে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন স্বীকার করে নিয়েছে যে তাদের নিয়োগে দুর্নীতি হয়েছে।
এখন বর্তমান রাজ্য সরকার যেখানে বারবার বলে আসছিল যে নিয়োগের ক্ষেত্রে কোন দুর্নীতি হয়নি, সে ক্ষেত্রে নিয়োগ কর্তৃপক্ষ অর্থাৎ এসএসসি নিজেই যখন দুর্নীতিগ্রস্ত চাকরিরতদের নাম দিয়েছে সেখানে প্রমাণিত হয়ে যায় এসএসসি কি রকম পরিমাণ অর্থের বিনিময়ে নিয়োগ করেছে। এর ফলে অবশ্যই শাসকদল অস্বস্তিতে পড়বে কারণ বর্তমানে চাকরিতে চাকুরীরত সেইসব অযোগ্য প্রার্থী যাদেরকে মুছলেখা দিতে বলা হয়েছে যে তারা যারা যাদের চাকরি যাবে তাদের অবশ্যই বেতনের সব টাকা ১২ শতাংশ সুদ সমেত ফেরত দিতে হবে। আরো বেশি চিন্তায় পড়বে দুর্নীতিগ্রস্ত চাকরিরতরা।
বিরোধীপক্ষ বারবার সরকারের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে যদিও রাজ্য সরকার এখন উল্টো গান গাইছে । এখন প্রশ্ন হল এই টাকা, এই যে এই নিয়োগ, এই নিয়োগ প্রক্রিয়ার পিছনে কোন বড় বড় আধিকারি বা নেতা জড়িত তাদেরও কি খুঁজে বের করা হবে ? যাই হোক তদন্ত চলছে। ভবিষ্যতে কি হয় তাই আমারা দেখার অপেক্ষায়।
আরো জানুন- বেসরকারি চাকরির খবর কলকাতা- Private Job News
অন্যদিকে ক্রমশ চাপ বাড়ছে সেই সব চাকরিরত শিক্ষকদের যাদেরকে মুছলেখা দিতে বলা হয়েছে কারণ এমন কার বুকের পাটা আছে যারা দুর্নীতি করেও লিখিত দেবে যে সে টাকা না দিয়েই চাকরি পেয়েছে এবং সে চাকরি গেলে বেতন বারো শতাংশ সুদ সমেত ফেরত দেবে।
এখন প্রশ্ন হচ্ছে এসএসসি রাজনীতির বেড়াজাল টপকে শুধুমাত্র কি যোগ্যদের পাশে দাঁড়াতে পারবে? নাকি রাজনীতির চক্করে পড়ে অন্য একটি তালবাহানা দিতে চাইবে। যদিও আমাদের সকলের জানা হাইকোর্ট পুরো প্যানেলটাকেই বাতিল করে দিয়েছিল এর ফলে যথেষ্ট চাপে পড়েছে একদিকে যেরকম এসএসসি অন্যদিকে বর্তমান রাজ্য সরকারও।
সমস্ত শিক্ষককুল শিক্ষক নিয়োগ ব্যবস্থার এরকম দুর্নীতিতে বারবার ক্ষোভ প্রকাশ করেছে। এই দুর্নীতিগ্রস্ত নিয়োগ প্রক্রিয়ার ঘটনা সত্যিই শিক্ষকসহ সমাজের সকলের কাছেই লজ্জাকর।
অন্যদিকে বিখ্যাত উকিল ফিরদৌস শামীমের মতে এসএসসি হাইকোর্টে যে তথ্য দিয়েছিল সেই তথ্যের উপর ভিত্তি করেই কোর্ট নির্দেশ দিয়েছিল টাকা ফেরতের। যদিও রাজ্য সরকার ঠিক মতন এই অযোগ্যদের তালিকা বা সংখ্যা বলতে পারেনি। সেটা যদি দেয় তাহলে সমস্যাটা অনেকটাই মিটে যাবে এবং যোগ্যরা তাদের চাকরিতে বহাল থাকবে।
শামীম বাবু আরোও বলেছেন যে সংস্থা অর্থাৎ এস এস সির ওপর দায়িত্ব পড়েছিল যোগ্যদের নিয়োগ করার সেই এসএসসি আজ কোর্টে তার তালিকা দিচ্ছে যে আমরা এতজন অযোগ্যদের নিয়োগ দিয়েছি। তার মতে যে এসএসসির ওপরে জনসাধারণ এতটা বিশ্বাস রাখতো সেই বিশ্বাসটা কি আর ধরে রাখতে পারবে ?
আরো জানুন:
আজও ২০২৪ সালে কি নেতাজি সুভাষ চন্দ্র বসু বেঁচে আছেন? জেনে নিন
জানলে অবাক হবেন ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস কেন পালিত হয়
1 thought on “SSC ৪৫৯৯ জনের সুপ্রিম কোর্টে নাম জমা দিল, বেআইনি চাকরি মেনে নিয়ে এসএসসি সুপ্রিম কোর্টে নাম জমা দিল”