কোন মিউচুয়াল ফান্ড ভালো? সেরা ৭টি মিউচুয়াল ফান্ড ২০২৪- Best Mutual Fund

কোন মিউচুয়াল ফান্ড ভালো? বা ২০২৪সালের Best Mutual Fund কোনটি? এই প্রশ্ন অনেকের মনেই জেগে ওঠে। বর্তমান সময়ে দাঁড়িয়ে ব্যাংকে বা পোস্ট অফিসে বা এলআইসিতে টাকা জমানার চেয়ে অনেকেই মিউচুয়াল ফান্ড-কে বেছে নিয়েছেন। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ২০২৪ এর পারফরম্যান্স করা সেরা ৭টি মিউচুয়াল ফান্ড (Best Mutual Fund) অনেক বেশি লাভ দেবে।

সেরা ৭টি মিউচুয়াল ফান্ড ও তার বর্ণনা

1. Quant Small Cap fund- কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড

আপনাদের মনে যে প্রশ্ন, আসলেই কোন মিউচুয়াল ফান্ড ভালো ? সেই প্রশ্নের উত্তরে প্রথম যে মিউচুয়াল ফান্ডের নাম উল্লেখ করছি তার নাম কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড। Quant Small Cap fund রিটার্নের দিক থেকে প্রথম স্তরে রয়েছে। কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড বিগত এক বছরে প্রায় ৭৩% রিটার্ন দিয়েছে এবং বিগত তিন বছরে ৪১% রিটার্ন দিয়েছে, বিগত পাঁচ বছরে রিটার্ন দিয়েছে ৪১% এবং লাইফটাইম ২০% এরও বেশি রিটার্ন দিয়েছে।

2. Nippon India Small Cap Fund- নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ

Nippon India Small Cap Fund দুর্দান্ত একটি মিউচুয়াল ফান্ড। বিগত এক বছরে প্রায় ৬২% রিটার্ন দিয়েছে এবং বিগত তিন বছরে ৩৭% রিটার্ন দিয়েছে, বিগত পাঁচ বছরে রিটার্ন দিয়েছে ৩২% এবং লাইফটাইম ২৮% এরও বেশি রিটার্ন দিয়েছে।

3. Quantum mid cap Fund- কোয়ান্ট মিড ক্যাপ ফান্ড

Quantum mid cap Fund টি মিডক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে রিটার্নের দিক থেকে সেরা। বিগত এক বছরে প্রায় ৭৩% রিটার্ন দিয়েছে এবং বিগত তিন বছরে ৩৯% রিটার্ন দিয়েছে, বিগত পাঁচ বছরে রিটার্ন দিয়েছে ৩৫% এবং লাইফটাইম ২১% এরও বেশি রিটার্ন দিয়েছে।

4. Aditya Birla Sun Life PSU equity fund- আদিত্য বিড়লা সান লাইফ পিএস ইউ ইকুইটি ফান্ড

কোন মিউচুয়াল ফান্ড ভালো? আপনাদের সেই প্রশ্নের উত্তরে আরেকটি গুরুত্বপূর্ণ মিউচুয়াল ফান্ডের কথা আলোচনা করছি। বর্তমান কেন্দ্রীয় সরকার তার অধীনস্থ কোম্পানিগুলিকে ক্রমাগত উৎসাহ দিয়ে যাচ্ছে ফলে এর দ্রুত উন্নয়ন হচ্ছে। সরকারের অধীনস্থ যে সব সংস্থা রয়েছে সেইসব কোম্পানিগুলিতে বা সংস্থাগুলিতে Aditya Birla Sun Life PSU equity fund বিনিয়োগ করে। এই মিউচুয়াল ফান্ডটিও দুর্দান্ত রিটার্ন দিয়েছে। বিগত এক বছরে প্রায় 99% রিটার্ন দিয়েছে এবং বিগত তিন বছরে ৩৮% রিটার্ন দিয়েছে, এই মিউচুয়াল ফান্ডটির বয়স এখনো পাঁচ বছর হয়নি তাই পাঁচ বছরের রিটার্ন দিতে পারলাম না তবে এর লাইফ টাইম রিটার্ন ৩৬% কাছাকাছি।

5. HSBC Small Cap Fund- এইচ এস বি সি স্মল ক্যাপ ফান্ড

HSBC small Cap Fund টি অন্যতম সেরা মিউচুয়াল ফান্ড। বিগত এক বছরে প্রায় ৫৪% রিটার্ন দিয়েছে এবং বিগত তিন বছরে ৩৫% রিটার্ন দিয়েছে, বিগত পাঁচ বছরে রিটার্ন দিয়েছে ২৭% এবং লাইফটাইম ২৪% এরও বেশি রিটার্ন দিয়েছে।

6.HDFC Small Cap Fund- এইচ ডি এফ সি স্মল ক্যাপ

HDFC Small Cap Fund মিউচুয়াল ফান্ডের বাজারে অন্যতম একটি জনপ্রিয় মিউচুয়াল। এইচ ডি এফ সি স্মল ক্যাপ ফান্ডটি বিগত এক বছরে প্রায় ৪৭% রিটার্ন দিয়েছে এবং বিগত তিন বছরে ৩২% রিটার্ন দিয়েছে, বিগত পাঁচ বছরে রিটার্ন দিয়েছে ২৬% এবং লাইফটাইম ২১% এরও বেশি রিটার্ন দিয়েছে।

7. SBI Contra Fund- এস বি আই কন্ট্রা ফান্ড

HDFC Small Cap Fund মিউচুয়াল ফান্ডের বাজারে অন্যতম একটি জনপ্রিয় মিউচুয়াল। এইচ ডি এফ সি স্মল ক্যাপ ফান্ডটি বিগত এক বছরে প্রায় ৪৭% রিটার্ন দিয়েছে এবং বিগত তিন বছরে ৩২% রিটার্ন দিয়েছে, বিগত পাঁচ বছরে রিটার্ন দিয়েছে ২৬% এবং লাইফটাইম ২১% এরও বেশি রিটার্ন দিয়েছে।

আরো পড়ুন- মাত্র এক বছরে ১৭০ শতাংশ এর বেশি রিটার্ন মিউচুয়াল ফান্ড থেকে পেতে পারতেন

খুব কম টাকায় পান 5000 mAh ব্যাটারির মোবাইল- জানুন কিভাবে, Infinix Smart 8 HD Price in India

এছাড়াও মতিলাল ওসওয়াল মিডক্যাপ ফান্ড, এইচ ডিএফ সি মিড ক্যাপ ফান্ড, এসবি আই পিএস ইউ ফান্ড, ডি এস পি স্মল ক্যাপ ফান্ড, এস বি আই স্মল ক্যাপ ফান্ড প্রভৃতি ফান্ডগুলো ভালো পারফরম্যান্স করছে।

Income Tax ছাড়

এছাড়াও ইনকাম ট্যাক্স ছাড় পাওয়া যাবে এমন কতগুলো মিউচুয়াল ফান্ড এর নাম আপনাদের সঙ্গে শেয়ার করছি- SBI long term equity fund, Bandhan elss tax saver fund, quanti elss tax saver fund, HDFC elss tax saver fund, Tata elss tax saver fund প্রভৃতি।

Disclaimer: উপরোক্ত বিষয়গুলো মানতে sangbad10 কাউকে বাধ্য বা অনুরোধ করে না। নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন বা মিউচুয়াল ফান্ড কেনার আগে আপনার ফান্ড ম্যানেজারের সঙ্গে পরামর্শ নিন।

শেয়ার করুন:
ASIM BARAI

আমি ASIM,আমি ২০১৭ সাল থেকে লেখালেখির সঙ্গে ও আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে জড়িত ও ভিডিও তৈরি করি। যার সাবস্ক্রাইবার প্রায় ৯ লাখ। আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা ও তথ্য শেয়ার করব। ধন্যবাদ।