দক্ষিণ ২৪ পরগনার বলরামপুর এম এন বিদ্যামন্দির (Balrampur M N Vidyamandir) নেপালগঞ্জ, জয়েনপুরের এই স্কুলে আচমকা এক দল দুষ্কৃতি বিদ্যালয় প্রবেশ করে এবং শিক্ষক শিক্ষিকাদের বেধড়ক মারধর করছে বলে এই ভিডিওটিতে দেখা যায়|
আবারও স্কুলে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের বেধড়ক মার সেই ভিডিওই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে উঠেছে- দেখে নিন ভিডিও| সূত্রের খবর ঘটনাটি এই আজকেই ঘটেছে আজকে বিদ্যালয় খোলা থাকাকালীন এই নির্মম ঘটনাটি ঘটিয়েছে একদল দুষ্কৃতী।
বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা আক্রান্ত হয়ে হাসপাতালেও ভর্তি হয়| এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় শিক্ষা মহল| অবিলম্বে তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার এবং কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানায়| এবং শিক্ষক মহল সর্বত্র প্রতিবাদের সোচ্চার হয়|
ফেসবুকসহ সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি ভাইরাল হয়ে উঠেছে| কিছুদিন আগেও হাওড়া জেলাতে এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছিল সেখানে প্রবেশ করে এক শিক্ষককে মা মারধর করে|
ভিডিওটি আমাদের অফিশিয়াল ফেসবুক পেজেদেখতে পাবেন।
আজকের ঘটনার সম্পূর্ণ বৃত্তান্ত এখনো জানা যায়নি| ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে ভিডিওটি সত্যতা যাচাই করা হয়নি|
আরো জানুন:
SSC ৪৫৯৯ জনের সুপ্রিম কোর্টে নাম জমা দিল, বেআইনি চাকরি মেনে নিয়ে এসএসসি সুপ্রিম কোর্টে নাম জমা দিল
আজও ২০২৪ সালে কি নেতাজি সুভাষ চন্দ্র বসু বেঁচে আছেন? জেনে নিন
জানলে অবাক হবেন ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস কেন পালিত হয়
আরো এমন খবর পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থাকুন।