সোশ্যাল মিডিয়ায় খবর ছড়াচ্ছে শোয়েব মালিকের জেল ( Shoaib Malik Jail ) হতে পারে। প্রাক্তন বিখ্যাত ক্রিকেটার শোয়েব মালিক যার সঙ্গে ভারতের বিখ্যাত টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার বিবাহ হয়েছিল ২০১০ সালে। যদিও শোয়েব মালিকের সঙ্গে সানিয়া মির্জার বিবাহ শোয়েব মালিকের প্রথম বিবাহ ছিল না। এটি ছিল শোয়েব মালিকের দ্বিতীয় বিবাহ। সোশ্যাল মিডিয়ায় শোয়েব কয়েকটি ছবি পোস্ট করে তার তৃতীয় বিবাহের খবর ছড়িয়ে দেয়।
টুইটারে পোস্ট করা এই ছবিতে দেখা যাচ্ছে তিনি পাকিস্তানের বিখ্যাত অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিবাহ করেছেন। এরপরই শুরু হয় জল্পনা। এখন প্রশ্ন হচ্ছে তবে কি শোয়েব মালিকের এবার জেল (Shoaib Malik Jail) খাটতে হবে? নাকি পাকিস্তানে মুসলিমদের তিনটে বিয়ে করার আইনি রয়েছে।
শোয়েব মালিকের জেল হবে কিনা?
সোশ্যাল মিডিয়ায় শোয়েবের তৃতীয় বিয়ের ( Shoaib Malik Third marriage ) খবর ছড়াতেই জল্পনা উঠেছে শোয়েব সানিয়া মির্জার সঙ্গে সঠিকভাবে ডিভোর্স (Sania Mirza divorce) নিয়েছেন? যদিও পাকিস্তানে মুসলিম পুরুষেরা তালাকের মাধ্যমে ও নারীরা খুল্লার মাধ্যমে বিবাহ বন্ধন থেকে আলাদা হতে পারে।
যদি কোন পুরুষ দ্বিতীয়বার বিয়ে করতে চায় তাহলে হয় তাকে তালাক নিতে হবে, না হলে প্রথম স্ত্রীর কাছে অনুমতি নিতে হবে। এইভাবে একজন পাকিস্তানি মুসলিম পুরুষ চারবার বিয়ে করতে পারবে এবং প্রত্যেকবার তার আগের বইয়ের কাছে অনুমতি নিতে হবে আর অনুমতি না নিলেই ঘটতে পারে নানান সমস্যা এমনকি তার জেলও হতে পারে বলে জানা গেছে।
পাকিস্থানে বহু বিবাহের নিয়ম কি বলছে?
পাকিস্তানে যদি আগের স্ত্রী কোন মুসলিম পুরুষকে বিবাহ করতে অনুমতি না দেয় তাহলে সে আদালতের দ্বারস্থ হতে পারে। আসলে ২০০২ সালে মুসলিম পুরুষকে তার স্ত্রীর জীবিত কালে এই দ্বিতীয়বার বিবাহের অনুমতি দিয়েছে, সে ক্ষেত্রে দ্বিতীয় স্ত্রীর অনুমতি অবশ্যই প্রয়োজন।
যদিও এ বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে অনেক মতভেদ রয়েছে। অনেকে মনে করে এতে নারীর স্বাধীনতা ও অধিকার নষ্ট হয় এবং তাদের জীবন নষ্ট হয়। আবার অনেকে মনে করেন এতে প্রথমবার বিয়ে করে সুখ না পেলে দ্বিতীয়বার বিয়ে করার সুযোগ থাকে। এবং ইসলাম ধর্মেও চারবার বিবাহকে মান্যতা দেওয়া হয়।
শোয়েব মালিকের তাহলে কি হবে?
যদি কোন ব্যক্তি পাকিস্তানে স্ত্রীর অনুমতি ব্যতীত আবার বিয়ে করে তাহলে তার জেল এবং 5 লক্ষ টাকা জরিমানা যেকোনো একটি বা উভয় হতে পারে এবং পুনরায় বিয়ে করলেও যদি তালাক না দেয় তাহলে তাকে অবশ্যই এই শর্তে বিয়ে করতে হবে যে সে তার সব স্ত্রীকে সমান মর্যাদা দেবে। শোয়েব মালিককেও তাই করতে হবে, না হলে তার কপালেও জুড়বে জেলের ভাত।
সানিয়া মির্জার বাবার বক্তব্য
এত জল্পনার মাঝে সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা জানিয়েছেন সানিয়া মির্জা ও শোয়েব মালিকের সঙ্গে খুল্লার মাধ্যমে তালাক হয়েছে। খুল্লা হলো একটি অধিকার যেটি পাকিস্তানের মুসলিমদের রয়েছে এর মাধ্যমে সে তার স্বামীর সঙ্গে বিচ্ছেদ হতে পারে এবং সেই অনুযায়ী তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে।
1 thought on “Shoaib Malik Jail? জেল হলো শোয়েব মালিকের সানিয়া মির্জা কে ছেড়ে আবার বিয়ে করায়? কি বলছে আইন?”