হৃদয় জুড়ানো গভীর প্রেমের কবিতা, ১৫টি নতুন ভালোবাসার কবিতা

গভীর প্রেমের কবিতা হোক বা ভালোবাসার কবিতা। কবিতা লিখতে বা পড়তে কে না ভালোবাসে? কবিতা পড়ে আমাদের অদ্ভুত এক সুন্দর অনুভূতি হয় মনের মধ্যে। “ভালোবাসা” কথাটি বড়ই অদ্ভুত। ভালোবাসা আবেগ-অনুভূতি-মায়া দিয়েই তৈরি হয়। আমরা আমাদের প্রতিটি প্রিয়জনকেই ভালোবাসি কিন্তু আমাদের মনের মানুষ হয় একজন।

এই একজন মানুষের প্রতি আমাদের আবেগ ভালোবাসা অনুভূতিগুলো নিবিষ্ট থাকে। সেটা আমরা কাউকে বলে কিংবা অনুভূতিগুলো প্রকাশ করে কখনো বোঝাতে পারি না। এই ভালোবাসাগুলো মনের গোচরোই চিরকাল চিরন্তন থাকে। পৃথিবীর সেরা প্রেমের কবিতা, তোমরা যাতে প্রিয়জনকে প্রেমের কবিতা উপহার দিতে পারো, তার জন্যই ২০২৪এ একগুচ্ছ 15টি আধুনিক ভালোবাসার কবিতা(love-poem) তোমাদের জন্য আজকে রইল-

একে একে ১৫টি গভীর প্রেমের কবিতা তুলে ধরা হলো-

১.কবিতার নাম: হৃদয়ের বাঁধন

যে কথা বলব বলে একান্তে তোমাকে ডেকেছি

যত্নে গেঁথেছি ফুলের রাশি

পরিয়ে দিয়েছি তোমার ওই এলো চুলে

আজ তোমার চোখে আমি আমাকে দেখেছি।

যে কথা বলবো বলে তোমারে আপন করেছি

এই হৃদয়ে তোমার আসন করেছি

অনাগতের অসম্ভবকে স্বপ্ন করেছি

আজ আমার দুই হাত তোমার হাতে রেখেছি|

যে কথা বলবো বলে যতনে হৃদয়ে রেখেছি

অশ্রু আবেগের বাঁধ দিয়েছি

হৃদয় তারে তোমার নামের যে সুর

যে গান আমি রাত দিন গুনেছি|

যে কথা বলবো বলে আজ তোমারে ডেকেছি

তবুও মুখ পানে চেয়ে ও জানালে জেনেছি

শব্দ সাজিয়েছি কত দিন ধরে,

সে কবিতা আজ তোমারে বলেছি।|

নিজেরে হারিয়ে আমি তোমারি পেয়েছি

হৃদয়ের বাঁধনে তোমারে বেঁধেছি

যে কথা বহু কাল আমি নিজেরে কহেছি

সে কথা আজ আমি তোমারে বলেছি|

২.কবিতার নাম: হারানো ভালোবাসা

কিছু কিছু কথা যা চিরদিন নীরবে রয়ে যায়

কিছু কিছু ব্যথা যা কখনো হার মানিতে না চায়

কিছু কিছু স্মৃতি যা সদাই ভুলে যেতে চাই

কিছু কিছু কথা যা কুম্ভ মনে নাহি পরাজয়|

তাও চলেছি পথেই জীবনে জানি নেই আলো

বলিতে পারিনা মুখে তবু যাই থাক ভালো

জীবনের স্রোতে যে মায়া ছাড়িলে সাথে

তারই মাঝে মিশে আছি আমি

যদি অন্তর দিয়ে কভু দেখো

যে প্রদীপ নিভে গেছে আঁধারে

আগুনে না ভালোবাসা দিয়ে তা জ্বালো।

.৩.কবিতার নাম: তোকে ছাড়াই

জানি, তোকে ছাড়াই আমার কেটে যাবে কয়েকটা বছর, কয়েকটা যুগ

তোকে ছাড়াই-.

শুনতে পাব ভোরের আকাশে উড়ন্ত পাখির কলরব-

দেখতে পাবো ধুধু করা মাঠের পাশে বয়ে চলা যৌবনা নদী

তবুও,

আমি হারিয়ে যাব তোকে খোঁজার ছলে,

নিরুদ্দেশের দেশে।

জানি,

এক টুকরো ভালোবাসা খুঁজে পাব দূর আকাশের নিচে-

তারার মাঝে গাংচিলেরা এসে নিয়ে যেতে চাইবে,

দিগন্তের ওপারে !

শুভ্র বরফের মাঝে কোন এক এক্সিমোরা আমাকে নিয়ে গান লিখবে।

তবুও,

তোকে ভুলবো না কোনদিন, শুধু একটিবার তোকে ছুঁয়ে দেখার আশায়।

তোর অপেক্ষায় চাতক হয়ে মরতে চাই আমি-

তোর জন্য আমার চির বসন্তের দেশে যাওয়ার স্বপ্ন ঘুচে যাবে।

তোর জন্য হয়তো বা কষ্ট আর বেদনারা হবে আমার প্রতিবেশী।

তবুও,

স্বপ্নে বিভোর হয়ে উদ্ভ্রান্ত মেঘের সাথে দল দেব না আর,

শুধুই তোকে চাইবো,আর বলব একবার বেড়াতে-

এসো সুখ ! আমার ঘরে।

.৪.কবিতার নাম: কৈশোরের ভালোবাসা

জীবনের মধ্যাহ্নে এসে যখন ভাবি বসে একা

স্মৃতির অতলান্ত হতে ভেসে আসে পুরনো দিনের কথা।

কত শত শৈশবের স্মৃতি নিয়ে কাটানো মধুর বেলা

হারিয়ে গেছে কত আজ সময় স্রোতে

বর্তমান হয়ে গেছে যা অতীতের হাতে

হৃদয় বিদ্ধ হয় শৈশবের পুরনো স্মৃতির তীরে

ইচ্ছে করে যেতে আবার শৈশবের পথে ফিরে|

এ ফেরা হবেনা অনন্তকাল

তবুও মনের মাঝে রয়ে যাবে এই ফেরার বাসনা চিরকাল।

৫.কবিতার নাম: অন্ধ প্রেম

অতীতের নেপথ্য হইতে

অযাচিত করুণার মতো,

এসেছিল হাসিতে হাসিতে।

ভুলাইতে পথক্লেশ যত|

কি জানি কি রহস্য জড়িত?

এই অন্ধ মানব জীবন!

কোন দিব্য প্রেমে নিয়ন্ত্রিত

পর কেন হয় গো আপন?

অযাচিত অতিথির কাছে

মুক্ত করি হৃদয় ভান্ডার

সুখ দুঃখ সঞ্চিত যা আছে

সমাদরে দিল উপহার|

নিরাশায় হয়ে প্রতি হত

তব পাশে আসিনো যখন,

মায়াময়ী জননীর মতো

স্নেহাঞ্চলে করিলে ব্যঞ্জন|

যদি এই আশ্রিতে তোমার

হারিয়েছো স্নেহের নয়নে,

তবে এরে ভুলিও না আর

আর জন্মান্তরে যুগ আবর্তনে|

৬.কবিতার নাম: হৃদয়ের ভালোবাসা

অন্তরে আলো জ্বেলে রেখো-দৃষ্টিকে গেছ শুধু আঁধারে তে ঢেকে

নিজেকে প্রশ্ন করে দেখনা, যার নাম তুমি আর লেখ না।

কেন তাকে ধরে আছো হৃদয়ে বিদায়ের পথ কেন ছাড়োনি?

কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি?

তুমিও কি একটুও হারোনি-

তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ আমি দিতে পারিনি|

যে পথে আর কোনদিনও ফেরা হবেনা

সেই পথ ধরে আর হাঁটতে যেও না।

সেখানে পাবে শুধু হৃদয় বিদির্ণ করা ক্ষত

রয়ে যাবে এই ব্যথা চিরত|

৭.কবিতার নাম: গোপনে ভালোবাসা

আমার দেওয়া ফুলে ধুলো যদি লাগে ভুলে

আমার কথার কুসুম ম্লান হবে না কোনো কালে,

জীবনের যত অভিমান ভুলায়ে তুমি-

ছুঁয়ে দিও আমারে তোমার কোমল হাতের ডালে|

তোমাকে না দেখে আমি তোমার ছবি আঁকতে পারি,

তোমার সাথে না দেখা করে আমি তোমার ব্যথা অনুভব করতে পারি,

আমি তোমায় এতটাই ভালবাসি যে!

তোমার মন খারাপে আমি আমার চোখে জল দেখাতে পারি|

৮.কবিতার নাম: বিচলিত হৃদয়

আকাশে বহমান এ ধূমকেতু যে আগুনের

যে আগুন তীব্র প্রেমাস্ফিতের ফল|

আকাশের হৃদয়ে চলেছে ধেয়ে

পৃথিবীর বুকে জল হয়ে আছড়ে পড়বে

এতে তার বিরহ বেদনার বিগলিত অশ্রু জল|

চির বিচলিত হৃদয় শান্ত হবে

প্রেমের অনুভূতি জাগবে চিরতরে হৃদয়|

৯.কবিতার নাম: স্নেহের পরশ

যখন ভালোবাসা বহু পথ ঘুরে

চলে যায় দূর হতে দূরে

বন্ধুর দরজাতে যত কিছু করাঘাত

যায় বিফলে,

কে যেন হঠাৎ বলে

আয় কোলে আয়,,

আমি তো আছি, ভুলিনি তা কি

মা গো, সে কি তুমি?

১০.কবিতার নাম: স্বপ্নভঙ্গ

স্বপ্ন যত চোখের পাতায়

হৃদয় বাজে প্রেমের সুর

দীর্ঘ রাত্রি তোমার ছোঁয়ায়

মলিন সুধার অমৃতের রূপ|

ঝরাপাতা আর হাতটা তোমার

কাজল চোখে লাগে অপরূপ

স্বপ্ন ভাঙার শেষে দেখি

তুমি কাছে নাই আর আমি চুপ|

১১.কবিতার নাম: চোখের ভাষা

এত কথা কি গো কহিতে জানে

চঞ্চল ওই আঁখি-

নিরব ভাষায় কি যে কয়ে যায়

ও সে মনের বনের পাখি|

বুঝতে পারি না ঐ আঁখির ভাষা !

জলে ডুবে তবু মেটে না পিপাসা,

আদর সোহাগ প্রেম ভালোবাসা

অভিমানে মাখামাখি|

মুদিত কমলে ভ্রমরের প্রায়

বন্দী হইয়া কাঁদিয়া বেড়ায়।

চাহিয়া চাইয়া মিনতি জানায়-

সুনীল আকাশে ডাকি|

১২.কবিতার নাম: মায়ার বন্ধন

জীবনে যদি মরে কাছে ডাকিতে নাহি পারো

মরনে আমারে তুমি তোমার করিয়া নিও

যতদিন আছি আমি তোমারি হয়ে আছি

বোঝো না তাও, তুমি আমার কত প্রিয়।

হৃদয়ে দিয়েছিস স্থান তোমারি চিরতরে

দিলে না তুমি ওগো তারে যে কোন মান

অসহায় হয়ে আমি আছি, তব মুখ চেয়ে

পারো যদি ভালবেসে দিও ওগো তার দাম|

হঠাৎ যদি আমি হারিয়ে যাই চিরতরে,

ভাঙ্গে যদি ভুল তব বেদনার সুর ধরে-

ডাকিও আমারে তুমি তব মুখে নাম লয়ে-

সার্থক হবে নাম তোমার মুখে প্রিয়।

অশ্রু আসে যদি তোমার আঁখিতে ওগো কখনো,

ঝরিও আচ্ছাঅঝোরে তুমি আমার স্মৃতি লাগে-

থাকিবো না হয়তো আমি সেদিন তোমার কাছে

বোঝো না তাও ,তুমি আমার কত প্রিয়।

১৩.কবিতার নাম: স্বপ্ন রঙিন

যখন তোর বাড়ির সামনে দিয়ে হোলির দিনে

রং কিনে নিয়ে যাব আমি

দাঁড়িয়ে থাকিস তুই ব্যালকনিতে

রঙের থালা সাজিয়ে নিয়ে

উড়িয়ে দিস তোর হাতের ছোঁয়ায়-

রামধনুর ওই সাতটি রং, হৃদয়ে প্রেমের আবেগ নিয়ে

মাখবো আমি গায়ে,

মুখে রঙিন হব আমিও রঙে আকাশ বাতাস খেলবে হোলি,

সঙ্গে তোকে সাথে নিয়ে

বসন্তের এই প্রেমের বেলায় মুছে দে যত মনের গ্লানি-

পলাশ ফুলের গাঁথা মালা আনবো আমি নিজের হাতে

খোপায় দেব একটি পলাশ আলিঙ্গনে বদ্ধ করে|

মন মেতেছে প্রেমের নেশায় , সামলে রাখিস আমায় দুহাত ধরে-

উৎসবের এই রঙিন দিনে মধুর প্রেমের মিলন খনে

মাখিয়ে দে আজ এমন রঙ

সে যেন মোর মর্মে লাগে|

আরোও পড়ুন

গভীর ভালোবাসার কবিতা Love Poem

দুঃখের কবিতা- কাছে এসো তুমি- ব্যর্থ প্রেমের কবিতা

১৪.কবিতার নাম: সুখের দ্বীপ

আমার জীবন যদি তোমার সুন্দর আননে

দিতে পারে যদি সুখের ক্ষণিক আলো

জ্বালিয়ে রেখো সে প্রদীপ তোমার হৃদয়ে

আসিব আমি ওই আলোর পথ ধরে|

১৫.কবিতার নাম: অপেক্ষা

জানিনা তোমায় পাবো কিনা প্রিয় আমি

আমার এ জীবনে হয়তো আর

ভাগ্যে আমার কোনদিনই ছিলে না তুমি

তবু কেন দেখা কুহেলির মত

ক্ষণিকের দেখা দিয়ে কেন মোরে বাঁধিলে তুমি আমায় প্রনয়ের ডোরে,

আশায় তোমার আজও আছি একা-

যদি আসো ফিরে এ অভাগীর নীড়ে।

১৬. কবিতার নাম: পৃথিবীর সেরা প্রেমের কবিতা

এ যেন এক অনন্য অনুভূতি

স্পর্শ করে যায় মনের  গহরে

চোখ যায়  দিগন্ত থেকে দিগন্তে-

ততই মন হয় হন্তদন্ত।

ঝড়ো হাওয়া বয়ে যায়

মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্তে-

গাছের  দোদুল দুলুনি

দেখে মন হয় দিশেহারা।

প্রেম মলিন হয় 

পৃথিবীর সেরা প্রেমের কবিতা হয়ে।

রাত গভীর থেকে গভীরতর হয়,

গাছের  দুলানি তবুও থামেনা-

হাওয়াতে  দোদুল দুলতে থাকে

জোসনার এক ফালি চাঁদের কিরণে।

দূরের ঐ দিঘির জল হয়েছে  আশ্ফালন,

চোখের কোনে চিক চিক করে ওঠে

মনের গহরে কোন এক ব্যাথার কারণ।

দুরের ওই   স্নিগ্ধ করা আলো।

যেন বুঝিয়ে দিয়ে যায়

 খিন হলেই হয় না কখনো

তার ভেতরে থাকা গভীরতা ছোট।

কবিতাগুলি পড়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।

শেয়ার করুন:
Titli Ray

আমি Titli Ray,,আমি ২০১৭ সাল থেকে লেখালেখির সঙ্গে এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে জড়িত ও ভিডিও তৈরি করি। আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা ও তথ্য শেয়ার করব। ধন্যবাদ।

3 thoughts on “হৃদয় জুড়ানো গভীর প্রেমের কবিতা, ১৫টি নতুন ভালোবাসার কবিতা”

Leave a comment