একটি শিক্ষনীয় সিনেমা 12th fail full movie in Bengali review দেখুন খুব ভালো লাগবে

হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের বলব 12th fail full movie in bengali তে। সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে লেখা। এই সিনেমাটির গল্প আপনি এখানে শুনতেও পারবেন ও দেখতেও পারবেন। দেখতে পাবেন কিভাবে একটি 12th ফেল করা ছাত্র আইপিএস অফিসার হয়ে ওঠে। এমনকি এই গরিব ছাত্রটিকে আটার মিলে কাজ পর্যন্ত করতে হয়েছে এবং পড়াশোনা করার জন্য কি কি করেছে, সমস্ত কিছু কিছু পাবেন আজকে।

12th fail full movie in Bengali review

12th fail full movie কাহিনীর শুরুতেই দেখা যায় মনোজ নামে একটি ছেলে সে পরীক্ষায় নকল করার জন্য ছোট ছোট করে কাগজ কাটছিল, এমন সময় পোস্টমাস্টার আসে তাদের বাড়িতে। পোস্টমাস্টার তার বাবাকে একটি চিঠি দেয় সেই চিঠিটি ছিল মনোজের পিতার চাকরির সাসপেন্ডের চিঠি।

আসলে মনোজের বাবা যেখানে চাকরি করতো সেখানে মনোজের বাবার বস দুর্নীতি করলে তার প্রতিবাদ করে। যার ফলে মনোজের বাবাকে চাকরি হারাতে হয় কিন্তু মনোজের বাবা এটা মেনে নেয়নি।

মনোজের বাবা তিনি হাইকোর্টে কেস করার জন্য মনস্থির করেন। অন্যদিকে পরীক্ষার রুমে স্কুলের প্রিন্সিপাল বাচ্চাদেরকে নকল করতে নিষেধ করেন কিন্তু তিনি নিজেই বোর্ডের সব উত্তর লিখে দেন।

এই ঘটনার খবর পেয়ে ডিএসপি পুলিশ অফিসার চলে আসে এবং স্কুলের প্রিন্সিপাল ডিএসপিকে ঘুষ দেওয়ার চেষ্টা করলে প্রিন্সিপালকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে মনোজের বাবা শহরে যায় কোর্টে কেস করতে যাতে তার চাকরি ফিরে পায় মনোজ। সে ও তার ভাই সংসারের হাল ধরে এবং তারা অটো চালাতে থাকে কিন্তু অটো চালাতে গিয়ে এম এল এর বাস কন্ডাক্টরের সাথে তার ঝামেলা বাঁধে ও তাদেরকে থানায় ধরে নিয়ে যায় এবং রাত্রে বন্দী করে রাখে।

অবশেষে ওই এলাকার সেই ডিএসপি পুলিশ অফিসারের সাহায্যে ছাড়া পায়। মনোজে জানতে চায় বড় পুলিশ অফিসার হতে গেলে কি করতে হয়। পুলিশ অফিসার জানায় তোমাকে নকল করা ছাড়তে হবে।

এরপর মনোজ পরের বছর পরীক্ষায় কোন রকম নকলের সাহায্য ছাড়াই থার্ড ডিভিশন নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে। এরপর কেটে যায় আরো তিন বছর, মনজোএবার গ্রাজুয়েশন কমপ্লিট করে এবং সে পুলিশ হওয়ার জন্য তার ঠাকুমার কাছ থেকে টাকা নিয়ে বের হয়।

কিন্তু বাসে যাওয়ার সময় তার টাকা এক মহিলা নিয়ে পালিয়ে যায়। আর মনোজ তখন ঘুমাচ্ছিল। অনেক খোঁজাখুঁজির পরেও সেই মহিলার কোন খবর পায় না।

অন্যদিকে dsp হতে শহরে এসে সে জানে ডি এস পি এর নিয়োগ তিন বছর ধরে বন্ধ আছে তাই তার মন খারাপ হয়ে যায়। সে অনেকদিন না খেয়ে আছে সে একটি হোটেলে যায় এবং খাবার খায়। হোটেল মালিক তাকে পয়সা না দিয়ে খেতে দেয়।

কিন্তু সে পয়সা না দিয়ে খেতে চায় না সে মালিকের কাছে একটি কাজ চায় কিন্তু মালিক কাজ না দিয়ে থাকে বিদায় করে দেয় সে জোরজবস্তি করলে পাশে এক ছাত্র যে ওই হোটেলে খাচ্ছিল সে তার খাবারের দাম দিতে চায় এবং সে মনোজকে জানায় সেও ডিএসপি হওয়ার জন্য এখানে এসেছিল।

কিন্তু তার কোন পথ না থাকায় সে এখন দিল্লি যাবে আইপিএস অফিসার হতে কিন্তু মনোজ তখন জানতো না আই পি এস অফিসার মানে কি? কিভাবে তা হওয়া যায়?

এরপর সেই ছেলেটির কাছ থেকে সে সব জানে এবং মনোজ জানায় আইপিএস হতে চায় এবং অনুরোধ করে এবং মনোজের অনুরোধ সে মেনে নেয় এরপর দুজনে মিলে দিল্লি চলে আসে। এই সিনেমার পরবর্তী অংশ বা উপরে বলা সিনেমার ঘটনা আপনি নিচের ভিডিওটিতে দেখতে পারেন।

আরো জানুন-

Mirzapur Season 3 in bengali | মির্জাপুর ওয়েব সিরিজ ৩

বাজাজ পালসার ১২৫ সিসি ঘরে নিয়ে যান শুধুমাত্র এই কয়টি কিস্তির মাধ্যমে

শেয়ার করুন:
ASIM BARAI

আমি ASIM,আমি ২০১৭ সাল থেকে লেখালেখির সঙ্গে ও আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে জড়িত ও ভিডিও তৈরি করি। যার সাবস্ক্রাইবার প্রায় ৯ লাখ। আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা ও তথ্য শেয়ার করব। ধন্যবাদ।

1 thought on “একটি শিক্ষনীয় সিনেমা 12th fail full movie in Bengali review দেখুন খুব ভালো লাগবে”

Leave a comment