বাজাজ পালসার ১২৫ সিসি ঘরে নিয়ে যান শুধুমাত্র এই কয়টি কিস্তির মাধ্যমে

বাজাজ পালসার ১২৫ সিসি ( Bajaj Pulsar 125 ) মোটরসাইকেলটি বাজাজ কোম্পানির বাইকের মধ্যে কোহিনুর হিরে বলে মনে করা হয়। এই মোটরসাইকেলের চাহিদা দেশের মধ্যে অনেক। তাই অনেকেরই এই মোটরসাইকেল কেনার স্বপ্ন আছে।

বাজাজ পালসার 125 ডাউন পেমেন্ট

Bajaj Pulsar 150 এর মাইলেজ ব্যাপক, যার দাম ভারতীয় বাজারে 98,740 টাকা থেকে শুরু হয় (দিল্লির রাস্তায়)। আপনি যদি এটি 10,999 টাকার সর্বনিম্ন ডাউন পেমেন্ট দিয়ে কিনে থাকেন তবে আপনার EMI হবে 3,022 টাকা। আপনি 3 বছরের মেয়াদে প্রতি মাসে 3,022 টাকা ইএমআই (EMI) হিসাবে পেমেন্ট করে বাজাজ পালসার 125 আপনার বাড়িতে নিয়ে যেতে পারেন। এই সম্পর্কিত আরও তথ্যের জন্য, আপনার নিকটস্থ বাজাজ ডিলারশিপের সাথে যোগাযোগ করুন।

বাজাজ পালসার 125 specification

  • Bajaj Pulsar 125 এ রয়েছে 124.4 cc ইঞ্জিন।
  • উভয় চাকায় ডিস্ক এবং ড্রাম ব্রেক পাবেন
  • Bajaj Pulsar 125 এর ওজন 140 kg
  • তেল ট্যাঙ্ক ক্ষমতা 11.5 লিটার।
  • প্রতি লিটারে ৫০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ।
  • সিঙ্গেল সিট এবং স্প্লিট সিট উভয় ভেরিয়েন্টে পাবেন।
ইঞ্জিন4-স্ট্রোক,১২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কোলেড
সর্বোচ্চ পাওয়ার11.64 bhp ও 8,500 RPM
পিক টার্কিউ10.80 Nm ও 6,500 RPM
ট্রান্সমিশন5 স্পিড ম্যানুয়াল
সামনের ব্রেক240 mm ডিস ব্রেক
পিছনের ব্রেকড্রাম ব্রেক
সামনের সাসপেনশন ফ্রন্টটেলিস্কোপিক ফ্রন্ট ফ্রক
পেছনের সাসপেনশনগ্যাস চার্জ টুইন রেয়ার স্প্রিং
তেল ধারন ক্ষমতা11.5 লিটার
মাইলেজ50 কিমি প্রতি লিটার
ওজন140 কেজি
হেড ল্যাম্প
সিস্টেম
DC, 12V, 4Ah VRLA
(Low/High বিম ওয়াটস)
HS1 (12V 35/35W)
উপরোক্ত ফিচার ছাড়াও আরো কিছু ফিচার রয়েছে:

আরো কিছু ফিচার

  • ফুয়েল গেজ,
  • সার্ভিস ইন্ডিকেটর,
  • স্ট্যান্ড অ্যালার্ট,
  • সময় দেখার জন্য ঘড়ি,
  • টার্ন লাইট ইন্ডিকেটর,
  • ব্যাটারি লাইট ইন্ডিকেটর
  • চার্জ করার জন্য একটি USB পোর্ট।

( আরো পড়ুন- Ola s1 pro কত টাকা দাম জানলে অবাক হবেন

কোন মিউচুয়াল ফান্ড ভালো? সেরা ৭টি মিউচুয়াল ফান্ড ২০২৪- Best Mutual Fund

খুব কম টাকায় পান 5000 mAh ব্যাটারির মোবাইল- জানুন কিভাবে, Infinix Smart 8 HD Price in India )

এই বাজাজ পালসার 125 মোটরসাইকেলটির প্রতিদ্বন্দ্বী মার্কেটে খুঁজে পাওয়া খুব কষ্ট, যদি থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।

শেয়ার করুন:
ASIM BARAI

আমি ASIM,আমি ২০১৭ সাল থেকে লেখালেখির সঙ্গে ও আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে জড়িত ও ভিডিও তৈরি করি। যার সাবস্ক্রাইবার প্রায় ৯ লাখ। আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা ও তথ্য শেয়ার করব। ধন্যবাদ।

2 thoughts on “বাজাজ পালসার ১২৫ সিসি ঘরে নিয়ে যান শুধুমাত্র এই কয়টি কিস্তির মাধ্যমে”

Leave a comment