আজকে আমি আপনাদেরকে ভারতের প্রধানমন্ত্রী জেল কেন, কবে, কত বছর হয় তা বলবো। এই জেল কোথায় ছিল,সেই জেলে থাকার ব্যবস্থা কেমন সবই আজকে জানতে পারবেন। এছাড়াও পৃথিবীর নানা অজানা তথ্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব।
১. তাজমহল:
তাজমহল নির্মাণের আত্মবোধন করেছিলেন পারস্যের অন্তর্গত সিরাজ অধিবাসী ওস্তাদ ইশা। তাজমহল তৈরি আরম্ভ হয় ১৬৩২ সালে আর শেষ হয় ১৬৫৩ সালে। ২১ বছর সময় লেগেছিল তাজমহল তৈরি করতে।
তাজমহল তৈরি করতে সর্বসাকুল্যে ১৫ হাজার মন পাথর সংগৃহীত হয়। এতে মূল্যবান পাথর ছিল চুনি ৫৪ মন, নিলা ৫৭ মন, নীলকান্তমণি ১৪৫ মন, নানান রঙের সংমিশ্রণের তৈরি মনি 174 মন, আকাশী রংয়ের অস্ব্যমণি ৮৫৭ মন, গোয়ালিয়র স্টোন ৯৪৫ মন, উজ্জল পাথর ৭৫ মন, চুম্বক লোহার আকর ৭৭ মন, এছাড়া আরও ২২৪ মন মূল্যবান পাথর দিয়ে তাজমহল তৈরি করা হয়। তখন কার দিনে সব মিলিয়ে সম্রাটের তহবিল থেকে ব্যয় হয় ৪ কোটি ১১ লক্ষ ৪৮ হাজার ৮০০ ২৬ টাকা ৭ আনা ছয় পাই।
২. চিড়িয়াখানার গোপন তথ্য:
নানা ধরনের প্রজাতির পশু পাখি দেখতে আমরা সবাই বেশ আগ্রহী। সেই পশুপাখি যেখানে থাকে তা হল চিড়িয়াখানা, আর আজকে আমি আপনাদেরকে বলবো কলকাতার সেই চিড়িয়াখানার কিছু গোপন তথ্য।
১৮৭৫ সালে বাংলার গভর্নর রিচার্ড টেমপাল এর সভাপতিতে একটি পশুশালা কমিটির গঠিত হয়।যার উদ্যোক্তা ছিলেন বর্ধমানের মহারাজা।আমাদের সবার প্রিয় কলকাতা চিড়িয়াখানা উদ্বোধন করেন সপ্তম এডওয়ার্ড। নানা প্রজাতির লুপ্তপ্রায় এবং অজানা পশু পাখি সংরক্ষণ করে রাখার জন্য তিনি এই সংগ্রহশালাটি স্থাপন করেন। বর্তমানে বাচ্চা থেকে বুড়ো সবারই খুব প্রিয় জায়গা কলকাতার এই চিড়িয়াখানা।বিভিন্ন জায়গার মানুষ এখানে এসে নানা ধরনের জানা-অজান- লুপ্তপ্রায় পশুপাখির সাথে পরিচিত হয়। কলকাতা চিড়িয়াখানার সুখ্যাতি বিশ্বজোড়া।
৩. মস্তিষ্কে স্নায়ু কোষ:
আপনি কি জানেন আপনার মস্তিষ্কে স্নায়িকোসের সংখ্যা কতগুলি? এটা জেনে রাখা কিন্তু অবশ্যই জরুরি ।চলুন জেনে নেয়া যাক আমাদের মস্তিষ্কে স্নায়ু ঘোষের সংখ্যা প্রায় ২০০০ কোটি। আর মগজের ওজন ১৩০০ গ্রাম নায়ক কোষের আকার ১ ইঞ্চির 2000 ভাগের এক ভাগ।
৪. মুজিবর রহমানের কান্ড:
১৯৭১ সালে ২৫শে মার্চ রাত্রে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াইয়া খান পূর্ববঙ্গে(পূর্ব পাকিস্থানে) যুদ্ধ আরম্ভ করেন। এই যুদ্ধের ফলে বহু জনগণ তথা নাগরিক রক্ত ক্ষরণের মাধ্যমে নিজের প্রাণ বলিদান দেয় এবং পূর্ববঙ্গ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পরবর্তীকালে পূর্ব পাকিস্তান নাম থেকে নাম পরিবর্তন হয়ে হয় বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হন মুজিবর রহমান। তার কিছুদিন পর ১৯৭৫ সালের ১৬ ই আগস্ট রাত্রে সেই খ্যাতিনামা ব্যক্তি মুজিবর রহমানের মৃত্যু হয়।
১৯৭৮ সালের ৫ জুলাই পাকিস্তানের সামরিক অদ্ভুত্থানের ফলে জিয়াউল হক প্রেসিডেন্ট হন। সেই সময় তিনি ভুট্টোকে জেলে পাঠান। ১৯৭৯ সালের ৪এপ্রিল বৃহস্পতিবার ভারতীয় টাইম রাত্রি ২:৫০ এ ভুট্টোর ফাঁসি হয়।
৫.কাশ্মীর ও পাকিস্তান:
আমাদের প্রিয় ভ্রমণের জায়গা কাশ্মীর। এই কাশ্মীরকে ১৯৪৭ সালে ২২ শে অক্টোবর পাকিস্তান আক্রমণ করেছিল। তারপর কাশ্মীর ভারতে যোগদান করে ১৯৪৭ সালে ২৬ শে অক্টোবর। তখন কাশ্মীরে রাজা ছিল হরি সিং।
১৯৪৯ সালে পয়লা জানুয়ারি ইন্ডিয়া পাকিস্তান এবং রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি দল যুদ্ধ বিরোধী চুক্তি সই করে। যুক্তি সই অনুসারে ইন্ডিয়ার বা কাশ্মীরের ৩১ হাজার ২৫০ বর্গমাইল জায়গা বেআইনিভাবে দখল করে।কাশ্মীরের আয়তন ৮৬ হাজার ২৩ বর্গমাইল যুদ্ধবিরতির সীমারেখা প্রায় ৪৭০ মাইল।
৬. এভারেস্ট জয় করার সময়:
পৃথিবীর উচ্চতম শৃঙ্গ এভারেস্ট। এটি চীন আর তিব্বত সীমান্তে অবস্থিত। এর উচ্চতা ৮৮৪৮ মিটার। ১৯৫৩ সালে ২৯ মে এভারেস্ট শৃঙ্গে প্রথম আরোহন করেন ভারতীয় নাগরিক শেরপা তেনজিং নোরগে এবং নিউজিল্যান্ড বাসি এডমন্ড হিলারি। ভারতীয় ঘড়িতে তখন টাইম ছিল ঠিক দুপুর ১:৪৫ মিনিট।
৭. প্রথম মহিলা এভারেস্ট জয়ী:
১৯৭৫ সালে ১৭ই মে জাপানি মহিলা জনকে তাবি প্রথম এভারেস্ট শীর্ষে আরোহন করেন। প্রথম ভারতীয় মহিলা হিসাবে বাচেন্দ্রি পাল ১৯৮৪ সালে এভারেস্টে আরোহন করেন। বিশ্বের পঞ্চম তম মহিলা হিসাবে তিনি এভারেস্ট জয় করেন।
৮.মহাকাশযান:
১৯৭১ সালে ৩০ শে জানুয়ারি তিনটি মৃতদেহ নিয়ে রুশ মহাকাশযান ফিরে আসে। রুশ মহাকাশযান সয়ুজ ১১কে মাটিতে নামিয়ে আনা হলে দেখা যায়,তার তিনজন মহাকাশচারী লেফটেন্যান্ট কর্নেল, জর্জি দরাভলস্কি ও ফ্লাইং ইঞ্জিনিয়ার ভাদিস্লাভ টেস্ট ইঞ্জিনিয়ার ভিক্টর পাত সাহেব মারা গিয়েছেন।এই তিনজন মহাকাশচারী ২৪ দিন মহাকাশের থেকে নূতন রেকর্ড করে সয়ুজ ১১ যাত্রা করে 6 জুন ১৯৭১।
৯.কোথায় প্রথম রকেট আবিষ্কার হয়?
১২৩২ সালে চীনে প্রথম রকেট আবিষ্কার হয়।তারপর ১৯৫৭ সালে ৩ অক্টোবর রাশিয়া সর্ববৃহৎ রকেট আবিষ্কার করে। উহা ১৯৫৯ সালে ১০ সেপ্টেম্বর চাঁদে পাঠানো হয়।
১০.ইন্দিরা গান্ধী জেল:
ইন্দিরা গান্ধী হলেন ভারতবর্ষের একমাত্র মহিলা, যিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। পারিবারিক পরিচয় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কন্যা ছিলেন ইন্দিরা গান্ধী। ১৯৬৬ সালের জানুয়ারি থেকে ১৯৭৭ সালের মার্চ এবং পুনরায় ১৯৮০ সালের জানুয়ারি মাস থেকে ১৯৮৪ সালের অক্টোবরে নিহত হওয়ার দিন পর্যন্ত তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদে ছিলেন। ১৯৭৮ সালে ১৯ ডিসেম্বর সন্ধ্যে আটটা ১৫ মিনিটে ইন্দিরা গান্ধীকে তিহার জেলে পাঠানো হয়। আর ২৭ ডিসেম্বর ৯:১০ মিনিটে উনি তিহার জেল থেকে ছাড়া পান।
১১. পৃথিবীর প্রথম উপগ্রহ:
পৃথিবীর প্রথম উপগ্রহ রাশিয়ার পুটনিক ওয়ান এর ওজন ছিল মাত্র ৮৪ কেজি।
আমেরিকার প্রথম উপগ্রহ x-এর ওজন ছিল মাত্র ৮ কেজি।
১২.মহাকাশ যান তথ্য:
১৯৭৫ সালে কুড়ি এপ্রিল ইন্ডিয়ার প্রথম মহাকাশযান আর্যভট্ট, মহাকাশে প্রেরিত হয় রাশিয়ার বৈকানুর মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে।
১৩.হাওয়াই দ্বীপপুঞ্জ :
হাওয়াই দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে বহু ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত। এই হাওয়াই দ্বীপপুঞ্জ প্রত্যেক বছর ৪ ইঞ্চি করে ক্রমশ জাপানের দিকে সরে যাচ্ছে।
১৪. জীবাশ্ম:
কয়লা অতি গুরুত্বপূর্ণ একটি খনিজ পদার্থ, যা প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি হয়।কয়লা একটি জীবাশ্ম যা বাড়ির রান্নার কাজ ও কলকারখানার কাজে ব্যবহৃত হয়।
১৫. জিরাফ:
আরবি শব্দ যারাফা মানে দাগ যুক্ত এই যারা পা থেকে এসেছে জিরাফ নামটি।
আরো নিত্য নতুন গোপন তথ্য জানতে Sangbsd10 এর সাথে থাকুন।পুরো আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। লেখাটি পড়ে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।