পৌষ সংক্রান্তি 2024 ও শুভ মকর সংক্রান্তি 2024 ( Makar Sankranti ) আমাদের জীবনে নতুন আশা ও উৎসবের মেজাজ নিয়ে আসে প্রতিবছর। তাই এবারও ব্যতিক্রম হবে না আশা করি। পৌষ সংক্রান্তি 2023 ও শুভ মকর সংক্রান্তি 2023 আগের বছর যেমন নিয়ে এসেছিল আমাদের মধ্যে উৎসবের এক নতুন মেজাজ, তাই আশা করছি পৌষ সংক্রান্তি ২০২৪ ও শুভ মকর সংক্রান্তি ২০২৪ এই বছরও পৌষ মাসের সমাপ্তির মধ্য দিয়ে আমাদের জীবনে ভালই কিছু নিয়ে আসবে। তাই সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি শুভেচ্ছা ও পৌষ সংক্রান্তির শুভেচ্ছা।
Table of Contents
পৌষ সংক্রান্তি 2024 সময়
পৌষ মাসের শেষ দিন পালন করা হয় পৌষ সংক্রান্তি। এ বছর লিপিয়ার হওয়ায় পৌষ সংক্রান্তি 2024 অর্থাৎ মকর সংক্রান্তি 2024 পালিত হবে ১৫ জানুয়ারি রবিবার। এদিন থেকে শুরু হয় সূর্য উত্তরায়ণ। মকর কথাটি বা মকর শব্দটি এসেছে মকর রাশি থেকে। তবে পৌষ সংক্রান্তি ২০২৩ সালে ১৪ জানুয়ারিতে পালিত হয়েছিল, এমনকি প্রতি বছর পৌষ সংক্রান্তি পালিত হয় ১৪ জানুয়ারিতে।
পৌষ সংক্রান্তির পরিচয়
পৌষ মাসের পৌষ সংক্রান্তির এই উৎসব মকর সংক্রান্তি ছাড়াও নবান্ন উৎসব নামেও পরিচিত। এছাড়াও পৌষ পার্বণ ও পিঠেপুলি উৎসব নামেও কোন কোন জায়গায় পরিচিত। পৌষ সংক্রান্তি বিষয়ে হিন্দু ধর্মে অনেক গল্প গাথা শোনা যায়। Makar Sankranti ‘ এর সংক্রান্তি’ কথাটির অর্থ “গমন করা”। নিজ কক্ষপথ থেকে সূর্যের মকর রাশিতে প্রবেশ করাকে সংক্রান্তি বলা হয়। শুভ কাজগুলি এদিন থেকেই শুরু হয়। আবার নতুন ফসল তোলার উৎসবই মকর সংক্রান্তি।
মকর সংক্রান্তি/ পৌষ সংক্রান্তি সম্বন্ধে প্রচলিত লোককথা
- শোনা যায়, মকর সংক্রান্তির এই বিশেষ দিনে দেবতাদের সঙ্গে অসুরের যুদ্ধ শেষ হয়েছিল। অসুরদের বধ করে তাদের কাটা হিন্দু মুন্ড মন্দিরা পর্বতে পুঁতে দেওয়া হয়েছিল। সেজন্যেই এইদিনে অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা হয় বলেই বিশ্বাস করেন অনেকেই।
- আবার শোনা যায় সূর্য এদিন নিজের ছেলে মকর রাশির অধিপতি শনির বাড়ি এক মাসের জন্য ঘুরতে গিয়েছিলেন।
- মহাভারতে পিতামহ ভীষ্ম শরশয্যায় ইচ্ছামৃত্যু গ্রহণ করেছিলেন মকর সংক্রান্তিতে।
গঙ্গাসাগর মেলা ও পৌষ সংক্রান্তির/ মকর সংক্রান্তির উৎসব
প্রতি বছরের ন্যায় এই বছরেও বিভিন্ন স্থানে পৌষ সংক্রান্তি 2024 পালন করা হচ্ছে
- দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরদ্বীপে প্রত্যেক বছর আয়োজন হয় গঙ্গাসাগর মেলার। কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করে পুণ্যস্নান ও বিরাট মেলা লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় দেশের বিভিন্ন প্রান্ত তথা বিদেশ থেকেও। করোনার সময় সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রাখার জন্য ঘরে বসেই ‘ই-স্নান’ -এর ব্যবস্থা করা হয়েছিল।
- পৌষ সংক্রান্তির এই বিশেষ দিনটিতে গ্ৰাম বাংলার ঘরে ঘরে উৎসবের মহল তৈরি হয়। বাড়িতে আলপনা দেওয়ার সাথে সাথে ঘরে ঘরে পিঠে- পুলি-পায়েস তৈরি করে নতুন মাসকে স্বাগত জানানো হয়। এই পৌষ সংক্রান্তিতে মূলত চালের গুড়ো, ময়দা, নারকেল, দুধ, গুড় দিয়ে বিভিন্ন পিঠে তৈরি হয়। আবার কোথাও কোথাও এই বিশেষ দিনটিতে শুধু পিঠে খেয়ে থাকারই রীতি প্রচলন আছে পৌষ সংক্রান্তির দিনটিতে ভাত খাওয়া যায় না।
- বীরভূমের কেন্দুলি গ্রামে এদিনটি জয়দেবের মেলা হয়। এই মেলায় বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে চলে বাউল গান। এই বাউল গান মেলার অন্যতম আকর্ষণ।
- এই দিনই টুসু উৎসব বা মকর পরবে মেতে ওঠে ও নাচে গানে মাতোয়ারা হয়ে ওঠেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। টুসু বা মকর উপলক্ষ্যে এলাকায় একাধিক মেলাও বসে। সূত্রের খবর পৌষ সংক্রান্তি 2024 সালে বাঁকুড়া, পুরুলিয়া ও সংলগ্ন এলাকায় বিশেষভাবে পালিত হবে।
পৌষ সংক্রান্তি 2024 অনলাইন উৎসব:
পৌষ সংক্রান্তি 2024-কে কেন্দ্র করে মানুষের মধ্যে সম্প্রীতি সহানুভূতি সহযোগিতা প্রভৃতি বৃদ্ধি পায়। করোনার প্রভাবে করোনার বছর থেকেই অনলাইনে এই উৎসবকে কেন্দ্র করে অভূতপূর্ব উৎসাহ দেখা যায়। এই বছরে পৌষ সংক্রান্তি অনলাইনেও অনেক আলোকিত হয়েছে। প্রযুক্তির সাথে সম্প্রতি প্রস্তুতি করা এবং অনলাইন উৎসবে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়েছে। যা পৌষ পার্বণের উৎসবকে এক অন্য মাত্রা দান করে।
আরো পড়ুন
( মাত্র ২১ দিনে টাকা ডবল পুঁজি মাত্র 2000 টাকা Money doubled in just 21 days )
গঙ্গাসাগর মেলার অজানা অনেক ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করব
নতুন আশা ও উদ্দীপনা:
আশা করি পৌষ সংক্রান্তি 2024 সারাবছর আমাদের জীবনে নতুন আশা, নতুন সমৃদ্ধি এবং নতুন উদ্দীপনা নিয়ে আসবে। সেই সঙ্গে বছরের পরবর্তী দিনগুলি সকলের ভাল কাটবে এই আশা রাখি।
পৌষ সংক্রান্তিতে সেরা পিঠের নাম
বাঙালিরা পৌষ পার্বণে বিভিন্ন ধরনের পিঠে তৈরি করে এবং তা খেতে পছন্দ করে। যেমন ভাপা পিঠে, পুলি পিঠে, পাটিসাপটা পিঠে, সাজের পিঠে, ভেজানো পিঠে, গোকুল পিঠে, মালপোয়া ইত্যাদি। দুর্দান্ত স্বাদের এই পিঠেগুলি খেতে খুব ভালো। ওই পিঠে গুলি স্বাদের সঙ্গে সঙ্গে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি বহন করে। পৌষ সংক্রান্তি 2024 উৎসবে এসব পিঠে নিশ্চয়ই আপনারাও ঘরে তৈরি করে খাবেন।
1 thought on “পৌষ সংক্রান্তি”