পুরনো সব দুঃখ গ্লানি মুছে ২০২৪ নতুন বছরকে আমরা আহ্বান জানাই। নতুন বছরের শুভেচ্ছা ২০২৪, আমরা সবাই আমাদের প্রিয়জনকে আনন্দ আর খুশিতে রাখার প্রতিজ্ঞা করব। আমাদের প্রিয়জন নতুন বছরের শুভেচ্ছা বার্তা আমাদের কাছ থেকে পেয়ে খুশির আনন্দে ভরে ওঠে। আর আমরা তো সবাই চাই আমাদের প্রিয় মানুষকে খুশি দেখতে আর খুশি রাখতে। সেজন্যই নতুন বছরের শুভেচ্ছা বার্তা ২০২৪ আমরা সবাইকেই জানাবো।
নতুন বছরের শুভেচ্ছা ২০২৪ এ আশা করি আমরা সবাই সুখে-দুখে একই সাথে থাকতে পাব। দুঃখ কান্না সব রকমের দুঃখজনক কাজকে বিদায় জানিয়ে, আমরা স্বাগত জানাই আমাদের নতুন দিনকে। নতুন বছরের দিনগুলোতে আপনারা সবাই খুব ভালো থাকুন, আপনাদের জীবনের সব রকম কামনা-বাসনা পূর্ণ হোক।
নতুন বছরের শুভেচ্ছা সম্বন্ধে এই আর্টিকেল এর সংক্ষিপ্ত তথ্য
#আমাদের প্রিয়জনকে পাঠানোর জন্য রইল ভালবাসার কথা, নতুন বছরের শুভেচ্ছা ২০২৪:
মা কে পাঠানো নতুন বছরের শুভেচ্ছা। মা আমার প্রণাম নিও। আশা করছি তুমি খুব ভালো আছো। নতুন বছর তোমার খুব ভালো কাটুক। নতুন বছরের প্রণাম নিও আমার কাছ থেকে। খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে মা।

প্রিয়জনের নাম, তোমাকে জানাই শুভ নববর্ষ! আমি আশা করছি তুমি ভালো আছো। তোমার নতুন বছর সুখ ও আনন্দে ভরে উঠুক। তুমি সাফল্যের শীর্ষে পৌঁছাও এটাই আমার কামনা।
প্রিয়জনের নাম, তোমার জন্য নতুন বছরের শুভেচ্ছা রইল। আশা করছি তুমি বেশ ভালো আছো। নতুন বছরে অনেক সুখি ও দুঃসাহসিক শক্তি নিয়ে এগিয়ে চলো। এটাই আমি মন থেকে কামনা করি।
পরিবারের প্রিয়জনকে পাঠানো ২০২৪ এর শুভেচ্ছা! আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের নতুন বছর সবার খুব ভালো কাটুক। আমার প্রণাম নিও তোমরা সবাই। নতুন বছরে তোমরা খুব সুখী হও আর স্বাস্থ্যকর হও। নিজের শরীরের সবাই খেয়াল রেখো।
নিজের সন্তানকে জানানো নতুন বছরের শুভেচ্ছা লিপি! আশা করি তুমি খুব ভালো আছো। সোনা, নতুন বছরে তোমাকে নতুন ভাবে অনেক কিছু শিখতে হবে। ধীরে ধীরে তোমাকে পৃথিবীর নানা শক্তি সঞ্চয় করে বড় হয়ে উঠতে হবে।
বিশেষ চিঠি,নতুন বছরের শুভেচ্ছা ২০২৪:
এ পুরনো বছরের সব দুঃখ কষ্ট ভুলে নতুন বছরের নতুন আশায় নতুন নববর্ষকে স্বাগত জানাই আমরা সবাই।
নতুন বছরের নতুন সূর্য ওঠা নতুন আলো নিয়ে আসুক সবার জীবনে নতুন বছরের নতুন পৃষ্ঠায় নতুন স্বপ্ন বুনক সকল মানুষ।
নতুন বছরের নতুন চ্যালেঞ্জগুলোকে আমাদের মোকাবেলা করার জন্য সবাইকে প্রস্তুত হতে হবে। নতুন বছর আমাদের সকলের জন্য খুব সুখ সমৃদ্ধ সফলতা নিয়ে আসুক।
নতুন বছরের নতুন যাত্রা নতুন পথচলা সবার শুভ হোক নতুন বছরের নতুন দিনগুলো সবার জীবনে আনন্দে ভরে উঠুক।
আনন্দ সফলতার সুখ দুঃখ সবকিছু নিয়েই নতুন বছর আমাদের সবার ভালো কাটুক সবাই ভালো থাকুক।
কবিতা, নতুন বছরের শুভেচ্ছা ২০২৪
1
আগামী বছর কাটুক তোমার শুভ আনন্দে
ভরে উঠুক তোমার জীবন নতুন ছন্দে
একটুখানি আশা রেখো আমার উপর
ভালোবাসায় ভরিয়ে দেবো এ আমার নির্ভর
ভালো থেকো তুমি
নতুন বছরের শুভেচ্ছা ২০২৪।
2
নতুন সূর্য নতুন গান
নতুন সুরের একটি প্রাণ
নতুন ঊষার নতুন আলো
নতুন বছর ডাকছে খুব ভালো।
3
ভালোবাসার একটি চিঠি দিলাম তোমায়
মিষ্টি হেসে,
রেখে দিও যত্ন করে তোমার
কোল বালিশে,
স্বপ্নের ওই দিনগুলি আসছে
আমাদের সামনে,
দিনগুলো বেশ কাটছে ভালো
রেখে দিও যতনে,
তোমায় জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ২০২৪।
4
নতুন বছরে সাজাও নতুন করে সাজাও
তোমার জীবন
সুন্দর হোক সবকিছু নতুন আগমনে
রাতের শেষে দিনের মতো উজ্জ্বল স্নিগ্ধতায় ভরে উঠুক তোমার জীবন
নতুন করে নতুন আশায় বেঁচে থাকো তুমি।
5
দুষ্টু মিষ্টি তোমার ঐ মুখের হাসি
চোখ দুটি অপলক তাকিয়ে থাকার মত
আছে যত স্বপ্ন তোমার সত্যি হোক আজই
নতুন বছরে জানাই তোমার অনেকখানি ভালোবাসা
জানাই তোমার আরো একবার
নতুন বছরের শুভেচ্ছা।
6
জীবনে চলার পথে অনেক খারাপ স্মৃতি
আমাদের মনের গজবে থেকে যায়
নতুন বছরের এই শুভক্ষণে সব খারাপ স্মৃতি কে মুছে দিয়ে
পুরনো দুঃখ হিসেবে ভুলে যেও প্রিয়
নতুন বছর শুরু হোক নতুন ভাবে নতুন আশা নতুন প্রতিজ্ঞা ভালবাসায়।
7
জীবনের প্রতিটি মুহূর্ত থেকে সমস্ত
খারাপ চিন্তা ভাবনা দূর হয়ে যাক
গ্লানি মুছে যাক আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে
প্রতিটি অসম্ভব কাজকেই আমরা ২০২৪ সালের সম্ভব করে তোলার চেষ্টা করব।
8
পুরনো বছরকে বিদায় জানিয়ে
নতুন বছরকে আহ্বান করি আমরা
তোমার সম্পূর্ণ বছরটা সুন্দর কাটুক।
সমস্ত খুশি আনন্দে ভরিয়ে তুলুক তোমায় ভগবান।
9
আকাশ বাতাস মুখরিত হোক নতুন ভালবাসায়
সব মানুষেরা খোলা চিঠি উড়িয়ে দিক তার ভালোবাসার মানুষের কাছে
ভালবাসার ডানা মেলুক নতুন বছরে।
প্রতিটি ভালবাসার মানুষ ভালো থাকুক
নতুন বছরে সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ২০২৪।
10
সবার হৃদয় জাগুক নতুন আনন্দের সুবাসে
জীবন সবার ভরিয়ে দিক নতুন ছন্দে নতুন গানে,
দূর করতে মোদের হবে সকল দুঃখ গ্লানি
এসো হে নতুন বসন্ত এস ডার খুলেছি কক্ষ খুলেছি গোপনে।
নতুন বছরের বাছাই করা গল্প, ছন্দ, কবিতা, বার্তা,নতুন বছরের শুভেচ্ছা ২০২৪
1
নতুন বছরের শুভেচ্ছা। অতীতকে ভুলে শিক্ষা নাও ,নতুন করে স্বপ্ন দেখো সাহস রেখে| নিজের জীবনকে রঙিন করে তোল| শুরু থেকেই শেষ করো, শেষ থেকেই জীবন গড়ে তোল।
2
ঝরা পাতার মত ঝরে যাচ্ছে“২১“, তো কি হয়েছে? বাকি “20” তো ঠিক আছে, আর “২১” ঝরে গিয়ে নতুন পাতা আসছে “২২” । “২০২৩” কে বিদায় দাও “২০২৪” কে স্বাগত জানাও”
3
পুরনো সব ভুলেই নতুনকে আহ্বান জানাও। মনের সব গ্লানি বিষাদ শত্রুতা দূর করে, ভালোবাসায় কাছে টেনে সকলকে ভালোবাসো। নতুন বছরের শুভেচ্ছা ২০২৪।
4
নীল আকাশের খামে ভরে নতুন চিঠি লিখে পাঠিয়ে দাও নতুন বন্ধুর কাছে। পুরনো নতুন সব বন্ধুকে একসাথে ভালোবাসায় মনে রাখো। নতুন বছরের শুভেচ্ছা ২০২৪ এ সবাইকে কাছে নিয়ে শত্রুতা ভুলে ভালোবাসায় বেঁধে রাখো।
5
অন্ধকারের আগে আলো, হৃদয়ের স্পন্দনের আগে, ভালোবাসার আগে প্রেম, দুঃখের আগে সুখ, আপনার এবং আপনার পরিবারের সামনে, শুভ নববর্ষের শুভেচ্ছা ২০২৪।
6
জীবন সাজাও রঙের ভেলায়, স্বপ্ন সাজাও নতুন মেলায়, আছে যত রঙিন স্বপ্ন মিলে ধরো নতুন বছরে।
7
ফিরে চলো মাটির টানে নতুন চালের আহ্বান, যতই শিকড় আলগা হোক ধরে রেখো তাকে শক্ত করে। নতুন বছরের শুভেচ্ছা ২০২৪।
8
বসন্তের আহহানে কোকিলের সুর, বর্ষার আহহানে ময়ূরের নাচ, ২০২৪ এর নতুন বছরের আহবানে মন হল ব্যাকুল। তাই তোমাকে শুভেচ্ছা জানাই আজকেই।
9
সুখের স্মৃতি মনে রেখো,দুঃখের স্মৃতি যেও ভুলে, মিশে থেকো আপনজনে , মান অভিমান সব ভুলে, আশার প্রদীপ রেখো জেলে, হাজার সূর্য তোমার চোখে, সবাই মিলে থেকো সুখে। নতুন বছরের শুভেচ্ছা।
10
নতুন বছরে থেকো তুমি এক গাল বুক ভরা হাসি নিয়ে, এই হাসি তোমার ঠোঁটের কোনায় লেগে থাকুক সারা জীবন। দুষ্টু মিষ্টি হাসি গুলো তোমায় স্বপ্ন দেখা নতুন করে। শুভ নববর্ষ।
11
নতুন বছর মানেই নতুন কে আহান। পুরনো সব ব্যর্থতা পুরনো সব গ্লানি পুরনো সব দুঃখ ভুলে যাওয়া। পুরনো চাদর কে সরিয়ে নতুন চাদর কে নতুন করে মুড়ি নিয়ে শীত নিবারণ কর। নতুন বছরের শুভেচ্ছা।
12
গেল একটি বছর চলে, নতুন সব তারা জ্বলে উঠুক রাতের আকাশে। দিনের সব আকাশ বাতাস জেগে থাকুক প্রতিনিয়ত। বাতাসে গাছেরা নিজের খেয়ালে দোদুল দুলুক প্রতিনিয়ত। নতুন বছরের শুভেচ্ছা জানাই ২০২৪।
13
সমস্ত তারা তোমাকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে, এমনকি চাঁদ তোমাকে গাইড করার জন্য উজ্জ্বল, কোনও ভয় নেই। শুভ নব বর্ষ।
14
পাখিরা ডানা মেলে উড়ে চলে প্রতিনিয়ত, ঠিক তেমনি তোমার নতুন স্বপ্নের দানাগুলোকে নিজের খুশি গুলো ডানা মেলে উড়িয়ে দাও ভোরের আকাশে। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা।
15
পুরনো বছরের পুরনো স্মৃতি ভুলে, নতুন বছরকে বরণ করে নাও নতুন আশা আর নতুন প্রতিজ্ঞা নিয়ে।
16
নতুন বছরের নতুন পাতায় লেখ নতুন নতুন স্বপ্ন। এই খাতার পৃষ্ঠা ভরে উঠুক তোমার স্বপ্নের বুনন দিয়েই। শুভ নববর্ষের শুভেচ্ছা।
17
নতুন বছর যেমন সমস্ত সুখ এবং সুসংবাদকে নতুন করে সঞ্চারিত করে, আশা করি আনন্দময় চেতনা চিরকাল আপনার জীবনে আলোর মতো জ্বলবে। শুভ নববর্ষ।
18
প্রিয় বন্ধু, তোমাকে নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা। আশাকরি, আমার সমস্ত প্রার্থনা এবং শুভ কামনা সবসময় তোমার সাথে থাকুক। আশাকরি এই বছরটি আমাদের বন্ধুত্বের জন্য আরও মজবুত হবে।
19
নতুন বছরে শুভ শক্তির সঞ্চার ঘটুক তোমার জীবনে সব অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তিকে জয় করো তুমি। শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তোমায়।
20
সবাই আমরা অপেক্ষার প্রহর গুনতে থাকি। কবে আসবে সেই শুভ দিনটি। যে দিনটিতে আমরা সব ব্যথা বেদনা ভুলে গিয়ে সুখের চাদরে ঢাকার জন্য অপেক্ষা করে থাকি। সেই দিনটি চলে এসেছে একদম আমাদের কাছে আজই সেই দিন সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা।
নববর্ষে তোমার উদ্দেশ্যে ভালোবাসার কথা:
নতুন বছরে ভালোবাসায় ভালোবেসে তোমার কাছেই থেকে যাব সারাটি জীবন। তুমি কাঁধে কাঁধ মিলিয়ে আমার সাথে কাজ কর নতুন শক্তি সঞ্চয় করে।
সুদক্ষ কাজ করে আমরা নতুন দিনের নতুন জগতের নতুন আলো ফুটিয়ে তুলতে পারব। মানুষের কাছে আমরা আমাদের পরিচিত করে তুলতে পারবো। এই প্রতিজ্ঞা করেই আমরা নতুন বছরের পথ চলা চলো শুরু করি।
1 thought on “নতুন বছরের শুভেচ্ছা ২০২৪”