দুঃখের কবিতা- কাছে এসো তুমি- ব্যর্থ প্রেমের কবিতা

প্রেম ভালোবাসা আমাদের জীবনের একটি বড় অংশ। আজকে আমি দুঃখের কবিতা “কাছে এসো তুমি” নিয়ে হাজির হয়েছি যা সুন্দর ব্যর্থ প্রেমের কবিতা। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রেমে অনেক সময় অনেকেই ব্যর্থ হয়ে থাকে।  প্রেম ভালবাসা আবেগ সব সময় আমাদের হাতে থাকে না ।তাই অনেক সময় আমরা এই ভালোবাসার মানুষের জন্য জীবনও দিয়ে দিতে পারি। এরকম প্রেম কিংবা ভালোবাসায় অনেক সময় মানুষ ব্যর্থ হয়ে কবি হয়ে যায়। 

অতি পরিচিত কবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্যর্থ প্রেমের কবিতার জন্য বিশেষভাবে পরিচিত| আর এই রবীন্দ্রনাথ ঠাকুরকে বাচ্চা থেকে বুড়ো আমরা সবাই চিনি| রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যর্থ প্রেমের কবিতাও আমাদের কাছে বড্ড প্রিয় হয়ে আছে|

দুঃখের কবিতা- কাছে এসো – ব্যর্থ প্রেমের কবিতা

আমি কতবার তোমাকে দেখেছি

তবুও আমার নয়ন তৃষ্ণা মিটিলো না

সীমিত এ হৃদয়ে আমি অসীম প্রেম রেখেছি,

তোমার সৌন্দর্য সাগরে নিজেকে সিক্ত করেছি,

আমি অপলক হয়ে তোমাকেই শুধু দেখেছি।

কতবার এই দুর্বল মন আরো বলহীন হয়ে পড়েছে।

কত রাত জাগা স্বপ্ন এই নয়নে সাজিয়ে রেখেছি,

অজানা হয় যে নাম আমি চিরজীবন জপ করছি,

আজ তোমাকে সামনে পেয়ে নয়ন চকোর হয়েছি।

আমি অপলক হয়ে তোমাকেই শুধু দেখেছি।

রুপ রস গন্ধ স্পর্শ শব্দে তুমি আমার সর্বত্র রয়েছ..

যেদিকে তাকাই আমি অনুভবে তোমার এই পেয়েছি,

শব্দের যে মালা নিজে হাতে আমি গেঁথেছি,

কম্পিত অধরে উষ্ণ সাসে সে মন্ত্র তোমারে বলেছি।

তোমার মুখে হঠাৎই ভালোবাসি ধ্বনি শুনে,

আমি নিজেকেই হারিয়েছিলাম।

সেই তুমি আমায় তোমার থেকে আলাদা করে,

আমাকে চিরজীবন আমার থেকেই আলাদা করে দিলে।

দুঃখের কবিতা- মিলনের বাসন

মিলনের লাগি নয়ন সিক্ত করে

পেতেছি আসন একাকী পথের কিনারে

মায়ার কবলে আজ পথহারা আমি

জানিনা কিভাবে খুঁজিবো তাকে।

যারে পেলে আর থাকে না অন্য পাওয়া

আমার মনের কথা যত হৃদয়ের ব্যথা

জানিনা কিভাবে জানাবো তাকে।

বাসোন আর জাল বিছায়েছ নিপুন

বন্দী করে রেখেছ আমারে

ছবিলাম আজি এ প্রাণ দেহ মর মন

তেজলাম হৃদয়ের বাসনার খনি

পেতে চাই আমি কাঙ্গালের ধন

বলে দাও আজ কিভাবে ডাকি তোমারে ডাকি।

দুঃখের কবিতা- প্রেমের দহন

আর যে পারিনা সহিতে

সীমাহীন পথে ক্লান্তি আমায় কত হবে আর বহিতে,

পথ চেয়ে চেয়ে দ্বীপ নিভে আসে আমি কাঁদি আর নিয়তি যে হাসে

ধূপের মত নিজেরে জলেছি তিলে তিলে শুধু দহিতে।

এত যে ডেকেছি এত যে কেঁদেছি ,

ওগো দিলে না গো তুমি ছাড়া।

এ হৃদয় তাই পাষানী বেধেছি ওগো

শুধু পলে পলে ধরে গেছে মালা।

আমি জানি মন বুকে কি যে আছে জ্বালা ,

তোমার আলোয় নিলে না তুমি ডেকে

আধারে দিলে রহিতে।

দুঃখের কবিতা- ব্যর্থ প্রেম

আজ আবার প্রেম এসেছে আমার দরগোড়ায়|

কাজল কালো চোখ তোমার,

নীলাভ আঁচল আমার মন ছুয়ে যায়|

তোমাকে এক বিন্দু দেখার অভিলাসে হৃদয় কম্পিত বারংবার.

বসন্তের কোকিলের ডাক, আমার মনে তোমার বার্তা দিয়েছে অনবরত|

তুমি-আমি পাশাপাশি তবুও অলীক দূরত্ব বজায় রাখি।

তোমাকে নিজের করে পাওয়ার বাসনায়

আজ আমি ক্লান্ত হয়েছি….

তোমার ভালোবাসার পথ চেয়ে আজও বসে আছি

তোমার দেখা আজ কিংবা কাল আমি পাবই এই আমার অকাল বাসনা।

জীবন আমার মধ্যে আমি তোমার ভালবাসাকে লালন পালন করব

এই জীবনে আর লালিত ভালোবাসা, আর পাওয়া হলো না আমার।

দুঃখের কবিতা- ব্যর্থ ভালোবাসার কবিতা

তোমার সাথে দূরত্বটা রাখতে হয় রোজ,

ভয় করে, যদি এই মনের পেয়ে যাও খোঁজ;

বাইরে দেখো যতটা কঠিন, ভিতরে ততটাই তরল,

এক সমুদ্র আবেগ নিয়ে বলছি অবিরল।

তুমি তো জানো, আমি কিছুই বুঝিনা।

বুঝি, ধরা দিলেই খেলবি নিয়ে আমার দুর্বলতা।

তোমার নানান ছেলেমানুষী অথবা পাগলামি,

তুমি ভাবো কিছুই বুঝিনা কিন্তু সবই বুঝি আমি।

কত রকম ফন্দি নিয়ে সীমানা ছাড়াতে চাও।

গণ্ডি আমায় টানতে হয় রুখতে সর্বনাশ।

তোমার দৌড় আমি বুঝে গেছি, বুঝে গেছি তোমার চাওয়া।

বুঝতে দেই না তোমায় নিয়ে আমার ভয় পাওয়া।

নৌকা আমাকে সামলাতে হয়, টানতে হয় রাস

ভয় করে যদি তুমি অন্যের নদীতে হারিয়ে যাও তুমি..

তাহলে হবে আমার সর্বনাশ|

দুঃখের কবিতা- ভালোবাসায় হতাশা

এই পৃথিবীতে ভালোবাসা বড় নিষ্ঠুর।

দাম নেই কোন ভালো মানুষের

সবাই খোঁজে ভালো মুখোশধারী মানুষকে।

ভালো হয়ে পৃথিবীতে দুঃখ ছাড়া আর কিছুই পাওয়া যায় না

তাই আর ভালো হয়ে কোন কাজ নেই।

ব্যক্তি বিশেষ নিকৃষ্ট হয়েছে লোম চামরের মত,

নিঃশেষ করে দিয়েছে আমার জীবনটা।

আমার অন্তরে বাইরে বিষন্নতা

ভরিয়ে দিয়েছে।

জীবনে আমার খুব আশা , হয়তো কেউ একজন আসবে ,

আসতেই হবে তাকে।

হয়তো এসেছে আমার আঙ্গিনায় ধরা দেবে বলে,

শুধু আমার একটু ছুয়ে দেখার অপেক্ষা।

দুঃখের কবিতা- অসহায় পরিচিত ভালোবাসা

ভেবেছিলাম তুমি আমার পাশেই আছো..

বড্ড নিজের করে তোমাকে ভালোবেসেছিলাম

আর সেই তুমি আমায় বোকা বানালে

যদিও আমি ভালোবেসে এক সমুদ্র বোকা হতে পারি শুধু তোমার জন্য..

ভেবেছিলাম তোমায় ভালোবেসে,

ভরসা রেখে এক সমুদ্র পাড়ি দেবো।

এক সমুদ্রতো দূরে থাক এক মিনিটে তুমি পাশে থাকলে না

জানো ! তোমার কথা আমার বড্ড মনে পড়ে

তখনই বুকের পাশে হাত রেখে বলি, তুমি আমার পাশেই আছো।

তোমার সাথে যদি আমার দেখা না হতো,

তাহলে আমি এই অসহায় পরিচিত ভালোবাসার সাথে

কখনোই পরিচিত হতাম না।

সত্যি বলতে ভালোবাসায় কোনোদিন কেউ ঠকে না-

ভালবাসা কোনদিন কাউকে ঠকায় না,

ঠকায় শুধু নির্মম, সুমিষ্ট কথা বলা পাশের মানুষটি।

যে কোনদিন কোন ভাবেই আমাদের হাত ধরে এগোতে শেখায়নি..

শিখেছে কিভাবে ভালবেসে ঠকিয়ে পাশের মানুষটির হাত ছেড়ে চলে যেতে হয়।

আরো পড়ুন:

হৃদয় জুড়ানো গভীর প্রেমের কবিতা, ১৫টি নতুন ভালোবাসার কবিতা

শেয়ার করুন:
Titli Ray

আমি Titli Ray,,আমি ২০১৭ সাল থেকে লেখালেখির সঙ্গে এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে জড়িত ও ভিডিও তৈরি করি। আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা ও তথ্য শেয়ার করব। ধন্যবাদ।

1 thought on “দুঃখের কবিতা- কাছে এসো তুমি- ব্যর্থ প্রেমের কবিতা”

Leave a comment