গঙ্গাসাগর মেলার অজানা অনেক ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করব

গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থলকে বলা হয় গঙ্গাসাগর। আর এই গঙ্গাসাগরকে কেন্দ্র করে প্রতিবছর বসে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গঙ্গাসাগর মেলার অজানা অনেক ইতিহাস। গঙ্গাসাগর মেলার জনপ্রিয়তা ব্যাপক। এটি একটি প্রাচীন মেলা।

দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মোক্ষ লাভের আশায় গঙ্গা সাগরে ভিড় জমিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। গঙ্গাসাগর মেলা 2024 অর্থাৎ এই বছর কনকনে শীতের মধ্যেও গঙ্গাসাগর মেলা সাগরদ্বীপে লক্ষ লক্ষ মানুষ স্নান যাত্রা করতে এসেছেন।

গঙ্গাসাগর মেলার ইতিহাস

পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রাচীনতম তীর্থস্থান গঙ্গাসাগর। যুগ যুগ ধরে মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগর মেলা হয়। এমনকি এই গঙ্গাসাগর মেলার উল্লেখ রামায়ণ ও মহাভারতেও পাওয়া যায়।

এই গঙ্গাসাগর মেলা টি সুন্দরবনের সাগরদ্বীপে হয়। সুন্দরবন পরিবেষ্টিত একটি সুন্দর নির্মল জায়গা এই সাগরদ্বীপ। গঙ্গাসাগর মেলাটি নিয়ে বহু প্রাচীনকাল থেকেই অনেক লোককথা রয়েছে।

কবে কখন গঙ্গাসাগর মেলা হয়?

পৌষ সংক্রান্তির দিন অর্থাৎ মকর সংক্রান্তির দিন (Makar Sankranti) এই গঙ্গাসাগর মেলা সাগরদ্বীপে হয়। পৌষ মাসের শেষ দিন পালন করা হয় পৌষ সংক্রান্তি। এ বছর লিপিয়ার হওয়ায় পৌষ সংক্রান্তি 2024 অর্থাৎ মকর সংক্রান্তি 2024 পালিত হবে ১৫ জানুয়ারি রবিবার।

তবে পৌষ সংক্রান্তি ২০২৩ সালে ১৪ জানুয়ারিতে পালিত হয়েছিল, এমনকি প্রতি বছর পৌষ সংক্রান্তি পালিত হয় ১৪ জানুয়ারিতে।ঋতু পরিবর্তনের সময়ে যখন শীতের বিদায় হয়ে যাওয়ার পর যখন বসন্তের আগমন ঘটে তখনই গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়।

এই গঙ্গাসাগর মেলায় প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। বহু শতাব্দীর পর আজও গঙ্গাসাগর মেলা, প্রতিটি মানুষের কাছে একটি আবেগ তাই জন্য অনেক দূর দূরান্ত থেকে বহু মানুষের আগমন ঘটে এই গঙ্গাসাগর মেলায়।বহু মানুষের বিশ্বাস রয়েছে সাগরদ্বীপে গঙ্গাসাগর মেলাতে স্নানযাত্রা করলে পূর্ণ হয় এবং সেই দিন সূর্যদেব ও কপিল মুনির উদ্দেশ্যে অর্ঘ্য দান করেন লক্ষ লক্ষ মানুষ।

জনশ্রুতি

লক্ষ লক্ষ মানুষ এই স্নানযাত্রার সময় বিপদে পড়েন। বিপদে পড়েন এ কথা শুনেও বহু মানুষ প্রত্যেক বছর স্নানযাত্রা করতে যান নিজের মনকে শান্তি দিতে এবং পূর্ণ করতে। লোকোমুখে শোনা যায়, এই মেলার সময় নদীতে এত বেশি পরিমাণ টাকা পয়সা মানুষেরা দেন একটি বস্তা ভর্তি হয়ে যেতে পারে।

আরো পড়ুন

পৌষ সংক্রান্তির অজানা ইতিহাস

গঙ্গাসাগর মেলার কিংবদন্তি

গঙ্গাসাগরে, আদি প্রবক্তা কপিল মুনির আশ্রম বহু পুরান থেকেই ছিল।। একদিন কপিলমুনির ক্রোধাগ্নিতে সগর রাজা 60 হাজার পুত্র ভস্মীভূত হন এবং তাদের আত্মা নরকে নিক্ষিপ্ত হয়। সগর রাজার পৌত্র ভাগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে এসে সগরপুত্রদের ভস্মের অবশেষ ধুয়ে ফেলেন এবং তাদের আত্মাকে মুক্ত করে দেন। এই কিংবদন্তি কথাটি বহু প্রাচীনকাল থেকেই লোকোমুখে প্রচলিত আছে।


শেয়ার করুন:
Titli Ray

আমি Titli Ray,,আমি ২০১৭ সাল থেকে লেখালেখির সঙ্গে এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে জড়িত ও ভিডিও তৈরি করি। আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা ও তথ্য শেয়ার করব। ধন্যবাদ।

3 thoughts on “গঙ্গাসাগর মেলার অজানা অনেক ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করব”

Leave a comment