কালো থেকে ফর্সা হওয়ার উপায়। মুখ স্থায়ী ফর্সা হওয়ার উপায়

নিজেকে সবসময় সুন্দর ও আকর্ষণীয় রাখাটা যেন জীবনেরই একটা অংশ। আজকে আমাদের বিষয় হল-কালো থেকে ফর্সা হওয়ার উপায় সাত দিনেই। আমরা সবাই চাই নিজেকে আয়নার সামনে সুন্দর ও ফর্সা দেখতে তাই সাত দিনে মুখ স্থায়ী ফর্সা হওয়ার উপায় জানতে আপনাকে সম্পূর্ণ ব্লগটি মন দিয়ে পড়তে হবে। তার জন্য আমাদের সহজ ও ঘরোয়া কতগুলো উপায় ব্যবহার করতে হবে। তাহলেই আপনারা এক সপ্তাহের মধ্যেই কালো থেকে ফর্সা হয়ে উঠবেন| চলুন তাহলে আলোচনা করা যাক সাত দিনে স্থায়ী ফর্সা হওয়ার উপায় সম্পর্কে।

আধুনিকযুগে এ কথার সত্যতা অনস্বীকার্য যে,নারী বা পুরুষের একটি সুন্দর মুখের অবস্থান সর্বত্র গ্রহণযোগ্য। আর আপনি যদি দেখতে ভালো না হন তাহলে কেউ আপনাকে সহজে গ্রহণ করবে না। আর আপনি যদি সুন্দর ফর্সা রূপের অধিকারী হন তাহলে সকলের মাঝে কিংবা কোন মানুষের মনে সহজেই জায়গা করে নিতে পারেন। আর আমরা তো সবাই চাই নিজেকে সবার মনে জায়গা করে নিতে| তাই আসুন আমরা জেনে নেই মুখ কালো থেকে ফর্সা হওয়ার উপায় সম্পর্কে বা স্থায়ী ফর্সা হওয়ার উপায় সম্পর্কে।

বাজারের নানা ফর্সাকারী ক্রিম ব্যবহার করে আপনাদের ত্বকের নানা ক্ষতি হতে পারে। ত্বক ফর্সা ও স্বাস্থ্যজ্জল করার জন্য অবশ্যই ঘরোয়া কিছু উপায় মেনে চলুন| কালো থেকে ফর্সা হওয়ার ঘরোয়া উপায় খুব সহজেই তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব|

কালো থেকে ফর্সা হওয়ার উপায়
কালো থেকে ফর্সা হওয়ার উপায়

Table of Contents

#১.কালো থেকে ফর্সা হওয়ার উপায় এর ক্ষেত্রে কাঁচা হলুদ

আমাদের রূপচর্চাতে হলুদ অনেক সহায়তা করে। হলুদ আপনার গায়ের রং ফর্সা করতে সহায়তা করবে। বিশেষ করে কালচে ছোপ দূর করতে হলুদ খুবই কার্যকর। সরাসরি হলুদ মাখলে অনেক সময় ত্বকে ফুসকুড়ি কিংবা এলার্জি হতে পারে| আপনারা কাঁচা হলুদের ফেসপ্যাক বানিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন|

হলুদের ফেসপ্যাক বানানোর জন্য আপনার প্রথমেই দরকার- 2 টেবিল চামচ দই, 1 টেবিল চামচ লেবুর রস, এবং কাঁচা হলুদ বাটা এক চামচ । তিনটি উপকরণকে ভালো করে মিশিয়ে নিন এই মিশ্রণটি আলতো হাতে ত্বকে লাগিয়ে রাখুন এবং কিছু সময় আরাম করুন তারপর শুকিয়ে এলে হালকা ঠান্ডা জল দিয়ে মুখ পরিষ্কার করে নিন এবং পাতলা গামছা বা তোয়াল দিয়ে মুছে নিন। এভাবে সপ্তাহে একবার মিশ্রণটি ব্যবহার করলে আপনার ত্বকের বা মুখের কালো ছোপ গুলো বা কালো দাগ, রুক্ষতা, শুষ্কতা এগুলো নিমেষে দূর হয়ে যাবে । মনে রাখবেন হলুদের মিশ্রণটি ব্যবহার করার পর কখনোই রৌদ্রের তাপে যাবেন না এবং হলুদের মিশ্রণটি মাখার পর কখনোই গরম জল দিয়ে মুখ ধোবেন না। এই নিয়মগুলি মেনে চললে অবশ্যই খুব সহজেই কালো থেকে ফর্সা হওয়া যায়

#২.হলুদ ও অ্যালোভেরা জেল

আমাদের ত্বকের পুড়ে যাওয়া কালো দাগ কিংবা কালো ছোপ দূর করতে হলুদের ও অ্যালোভেরার কোন তুলনা নেই|অ্যালোভেরায় থাকা অ্যামিনো এসিড, এনজাইম ত্বকের ক্যান্সার প্রতিরোধ করে এবং ত্বককে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে| ত্বকের যে কোন কালো দাগ,কেটে যাওয়ার দাগ, রুক্ষতা সব সমস্যা থেকে সমাধান পেতে পারেন এলোভেরা জেল ও হলুদের মিশ্রণ ব্যবহার করে|

এই প্যাকটি বানানোর জন্য 2 টেবিল চামচ এলোভেরা জেল ও দুই টেবিল চামচ হলুদের পেস্ট নেবেন। এই দুটি মিশ্রণকে ভালো করে মিশিয়ে নিয়ে ত্বকে আলতো হাতে মেখে নিন। ১৫ মিনিট ত্বকে রেখে দিন। তারপর নরমাল জল দিয়ে মুখটি পরিষ্কার করে ধুয়ে নেবেন। সাথে সাথেই আপনারা বুঝতে পারবেন ত্বক কতটা মসৃণ ও ফর্সা হয়ে উঠেছে।

মুখ স্থায়ী ফর্সা হওয়ার উপায়
মুখ স্থায়ী ফর্সা হওয়ার উপায়

#৩.মধু ও লেবুর রসের ফেসপ্যাক

কালো থেকে ফর্সা হওয়ার ঘরোয়া উপায় এর ক্ষেত্রে মধু ও লেবুর রসের ফেসপ্যাক খুবই কার্যকরী। লেবুর রস কালো ত্বক ফর্সা করে ও উজ্জ্বল করে। মধু তে থাকা ভিটামিন বি আয়োডিং জিংক ও কপার সহ নানা উপাদান ত্বককে ভেতর থেকে দীর্ঘস্থায়ী ফর্সা করে, আপনার মুখের মশ্চারাইজার ধরে রাখে।

এই পেস্টটি বানাতে আপনাদের যে উপকরণ প্রয়োজন তা হল – 2 চা চামচ মধু, 2 চা চামচ লেবুর রস। এই দুটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিন। এবার আপনার মুখে লাগান এবং 10 থেকে 20 মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা একটু উষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিন। আপনি যদি আপনার ত্বক ঘরোয়া উপায়ে ফর্সা করতে চান তাহলে এই প্যাকটি অবশ্যই সপ্তাহে একদিন কিংবা দুইদিন ব্যবহার করুন|

#৪.কফি ও মধুর মাস্ক

কালো থেকে ফর্সা হওয়ার ঘরোয়া উপায় এর ক্ষেত্রে কফির কোন তুলনা হয় না| নানা ধরনের ত্বকের সমস্যা একদিনেই সমাধান হয়ে যায় কফি মধুর প্যাক ব্যবহার করে|কফিতে থাকে ক্যাফিন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে ভেতর থেকে ফর্সা ও উজ্জ্বল করে তোলে তার ফলে আপনি সবার সামনে নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে পারবেন|এর ফলে আপনার মন মানসিকতা খুব ভালো থাকবে, সারা দিনের সব কাজ ভালো করে করতে পারবেন|

1 টেবিল চামচ মধু, 2 চামচ কফি একসাথে ভালো করে মিশিয়ে নিন| এই মিশ্রণটি হালকা হাতের মুখে মেখে ১৫ মিনিট রেখে দিন তারপর ঠান্ডা জল দিয়ে মুগ ধুয়ে নিন। কফি ও মধুর মাস্কটি আপনি সপ্তাহে একদিন ব্যবহার করলেই আপনার মুখের ত্বক স্থায়ীভাবে ফর্সা হবে।

#৫.পাকা কলা ও টক দইয়ের ফেসপ্যাক

আমাদের রূপচর্চা তে পাকা কলা ও টক দই বহু অংশে সাহায্য করে|পাকা কলায় থাকা প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাঙ্গানিজ, ভিটামিন সি, কপার, ভিটামিন বি কমপ্লেক্স,বায়োটিন আমাদের ত্বক ও চুলকে উজ্জ্বল ও সুন্দর করে তোলে|পাকা কলায় থাকা প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট ও সুগার আমাদের শরীরে শক্তি বাড়াতে সহায়তা করে| দইতে থাকে প্রোটিন ,ক্যালসিয়াম ভিটামিন ৬, ভিটামিন সি পয়েন্ট বি টুয়েলভ যা আমাদের শরীর সুস্থ রাখে এবং আমাদের ত্বককে স্বাস্থ্যজ্জল ও কালো দাগ দূর করে ফর্সা হতে সাহায্য করে।

একটি পাকা কলা, 2 টেবিল চামচ টক দই এর মিশ্রণ ভালো করে মুখে লাগিয়ে 15 মিনিট অপেক্ষা করুন। তারপর নরমাল জল দিয়ে ধুয়ে ফেলুন গামছা কিংবা তোয়ালা দিয়ে মুছে নিন। একবার ব্যবহার করেই আপনারা বুঝতে পারবেন ত্বক মসৃণ উজ্জ্বল ও ফর্সা হয়ে গিয়েছে। সপ্তাহে 2 দিন উপকরণটি ব্যবহার করবেন।

#৬.কালো থেকে ফর্সা হওয়ার উপায় এর ক্ষেত্রে দুধ এবং লেবুর ব্যবহার

দুধ আমাদের ত্বকের জন্য ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং ত্বকে উজ্জ্বলতা ভেতর থেকে বাড়িয়ে তোলার একটি উপাদান। ত্বককে পরিষ্কার করে এবং নরম রাখে দুধ। প্রথমে আপনি 2 চা চামচ দুধ নিন, 2 চা চামচ লেবুর রস, এবং এক চা চামচ মধু ও হলুদ গুঁড়ো নিন, এই সবগুলো উপকরণ একটি পাত্রে ভালো করে মেশান। তারপর এই ফেসপ্যাকটি মুখে মাখুন। যখন দেখবেন এই ফেসপ্যাকটি আপনার মুখে শুকিয়ে গেছে। ঠিক তখন হালকা কুসুম গরম জল দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এর ফলে সঙ্গে সঙ্গেই একটা উজ্জ্বলতা ও নমনীয়তা দেখতে পাবেন। আপনি চাইলে এই ফেসপ্যাকটি সাপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন।

কালো থেকে ফর্সা হওয়ার উপায়
কালো থেকে ফর্সা হওয়ার উপায়

#৭.মুখ স্থায়ী ফর্সা হওয়ার উপায়-এর ক্ষেত্রে বেসন ও লেবুর রসের ফেসপ্যাক

মুখ স্থায়ী ফর্সা হওয়ার উপায় এর ক্ষেত্রে বেসন এর ব্যবহার এবং লেবুর ব্যবহার খুবই কার্যকারী। কেননা ত্বকের জন্য বেসন বেশ উপকারী। বেসন আপনার ত্বককে পরিষ্কার করে গভীরভাবে। আর সাথে যদি আপনি লেবুর রস নেন তাহলে আপনার ত্বক আরো ভালোভাবে পরিষ্কার হবে।

প্রথমে আপনি 3 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ লেবুর রস, এক চা চামচ হলুদ গুঁড়ো, এবং সামান্য পরিমাণের গোলাপজল নিন। সবকয়টি উপকরণ ভালো করে একটি পাত্রে মিশিয়ে নিন। তারপর তা মুখে মাখুন। যখন দেখবেন মিশ্রণটি মুখে শুকিয়ে গেছে তখন হালকা একটু গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন। এটা আপনি চাইলে সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন।

#৮.কালো থেকে ফর্সা হওয়ার ক্ষেত্রে মুলতানি মাটি, শসা ও গোলাপজল এর ব্যবহার

ত্বকের কালো দাগ, রুক্ষতা, শুষ্কতা দূর করতে মুলতানি মাটি, শশা ও গোলাপজলের উপকারিতা অনেক|এই তিনটে উপকরণ ব্যবহার করে খুব সহজেই আপনার ত্বকের কালো রং কিংবা দাগ দূর করে গোলাপি ফর্সা ত্বক পাবেন।

চামচ মুলতানি মাটি, ১ চামচ গোলাপ জল, ১ চামচ শসার রস এই তিনটে উপাদানের একটি ঘন মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি মুখে গলায় লাগিয়ে 15 মিনিট অপেক্ষা করুন| সপ্তাহে দুই থেকে তিন দিন এই মিশ্রণটি ব্যবহার করলে আপনাদের ত্বক কাঁচের মতো ফর্সা ও উজ্জ্বল হবে।

#৯.টমেটো এবং মধুর ফেসপ্যাক


কালো থেকে ফর্সা হওয়ার ঘরোয়া উপায় এর ক্ষেত্রে টমেটো এবং মধুর ফেসপ্যাক খুবই কার্যকরী। অনেক সময় দেখা যায় আমাদের মুখ রোদে পুড়ে কালো হয়ে যায়। আর এই অতিরিক্ত কালো দাগ দূর করতে আপনি টমেটো এবং মধুর ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। কেননা টমাটো মুখের কালো দাগ দূর করতে সাহায্য করে।

প্রথমে আপনি ১ টমেটো নিন, 4 চা চামচ মধু নিন, এবার একটি পাত্রে আপনারা দুটো উপকরণকে ভালো করে ব্লেন্ড করে নিন। ভালো করে মিশ্রণটি তৈরি হয়ে গেলে, এই প্যাকটি মুখে মেখে রেখে দিন এবং অপেক্ষা করুন 20 থেকে 30 মিনিটের মত। তারপর হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে আপনার মুখটা ভালো করে পরিষ্কার করে নিন। আপনি দেখবেন আপনার মুখ সঙ্গে সঙ্গেই তরতাজা,মসৃণ,ফর্সা হয়ে গেছে। আর সাথে করে কালো দাগগুলো এবং কালো ছোপ ছোপ দাগ গুলো সব গুলোই নিমেষে দূর হয়ে যাবে|

#১০.শশা ও টমেটো ফেসপ্যাক

সুস্থ পরিষ্কার ও মসৃণ তক পেতে ব্যবহার করতে পারেন টমেটো। টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ভিটামিন সি যা ত্বকে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে টমেটোতে লাইসোপিন নামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা ত্বকের বিভিন্ন দাগ, শুষ্ক ভাব দূর করতে সাহায্য করে|

১ চামচ শসার রস ও ১ চামচ টমেটোর রস ভালোভাবে মিশিয়ে টোনার হিসেবে ত্বকে ব্যবহার করলে তা উজ্জ্বল ফর্সা ও মসৃণ স্বাস্থ্যজ্জ্বল হয়ে উঠবে। টমেটো রোদে পোড়া ত্বকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে| ত্বক কালো থেকে ফর্সা হওয়ার উপায় এর ক্ষেত্রে এই মিশ্রণটি সপ্তাহে একদিন ব্যবহার করবেন।

#১১.কালো থেকে ফর্সা হওয়ার উপায় এর ক্ষেত্রে পেঁপে এবং ডিমের ব্যবহার

কালো থেকে ফর্সা হওয়ার ঘরোয়া উপায় এর ক্ষেত্রে পেঁপে এবং ডিমের ব্যবহার খুবই কার্যকরী। পেঁপে আর ডিম একসঙ্গে ব্যবহার করলে ত্বকের রং আস্তে আস্তে কাল থেকে ফর্সা হয়। তার সঙ্গে ত্বকে আসে একটা সুন্দর নমনীয়,উজ্জ্বল,ফর্সা ভাব। ডিমের প্রোটিন আপনার ত্বককে টানটান রাখে। ।

আপনি প্রথমে 3 চা চামচ পেঁপের রস নিন, দুই চামচ দই নিন, চার চামচ আপেল সিডার ভিনেগার নিন, 3 চা চামচ আমন্ড অয়েল নিন, এবং সামান্য পরিমাণে গ্লিসারিন নিন, এবং একটি ডিমের সাদা অংশটুকু নিন, এবার গ্লিসারিন এবং ডিম ছাড়া বাকি সব টুকু উপকরণ একটি পাত্রে ভালো করে মিশিয়ে নিন, এবার দেখবেন একটি ঘন পেস্ট তৈরি হবে। এই ফেসপ্যাকটি আপনি ফ্রিজে রেখে দিন এবং দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করুন। এবার বের করে তাতে দিন গ্লিসারিন এবং ডিমের সাদা অংশ। এবার এই ফেসপ্যাকটি আপনি মুখে মাখুন এবং 20 থেকে 25 মিনিট অপেক্ষা করুন। তারপর হাল্কা একটু গরম জল দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন। দেখবেন আপনার উজ্জ্বলতা ফিরে আসবে মুখের।পেঁপে ও ডিমের এই ফেসপ্যাকটি আপনি ১৫ দিনে একবার ব্যবহার করলেই আপনার মুখের ত্বক স্থায়ীভাবে উজ্জ্বল হবে।

শুধু মুখ ফর্সা করলে তো হবে না সাথে সাথে হাত-পা ফর্সা করা উজ্জ্বল করার দিকেও আমাদের নজর দিতে হবে। মুখ ফর্সা লাগে কিন্তু হাত পা ফর্সা না লাগে তাহলে বিষয়টা আমাদের কারোরই ভালো লাগেনা। তাই আপনারা নিচের প্যাকটি ব্যবহার করুন আপনার হাতে পায় তাহলে দেখবেন হাত-পা আগের তুলনায় অনেকটাই ফর্সা উজ্জ্বল মসৃণ হয়ে যাচ্ছে।

( আরো পড়ুন: ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্ন 20 টি কার্যকরী হেয়ার কেয়ার টিপস )

#১২.হাত ও পা কালো থেকে ফর্সা করার উপায় হাত পা ফর্সা করতে কাঁচা দুধ ও লেবুর ব্যবহার

কালো ও সুন্দর হাত পা আমরা সবাই চাই| আর এই কালো আর অসুন্দর পা মাত্র এক সপ্তাহেই সুন্দর ও ফর্সা হয়ে উঠতে পারে দুধ ব্যবহারের ফলেই। অনেক সময় আমাদের মুখ সুন্দর হয় কিন্তু হাত পা কালো হয়ে থাকে,যেটা আমাদের একদমই ভালো লাগেনা তার জন্য এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন।

যদি হাতে পায়ের কালচে রং পরিবর্তন করতে হয়। সেই ক্ষেত্রে হাত পা ফর্সা করতে কাঁচা দুধ ও লেবু খুবই কার্যকরী। কাঁচা দুধে রয়েছে ল্যাকটিক এসিড যা ত্বকের ভেতর থেকে ফর্সা উজ্জ্বল করে। তাই হাতে-পায়ে কাঁচা দুধ ও লেবুর মিশ্রণ ব্যবহার করতে আপনি প্রথমে কিছুটা পরিমাণ তুলো নেবেন। তারপর তুলোর সাহায্যে একটা বল বানিয়ে কাঁচা দুধের মধ্যে ভিজিয়ে হালকাভাবে হাতে ও পায়ে ঘষে ঘষে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করুন, শুকনো হয়ে এলে জল দিয়ে ধুয়ে ফেলুন। এইভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন এই মিশ্রণটি ব্যবহার করলে আপনার হাতের ও পায়ের ত্বক মসৃণ উজ্জ্বল ও কালো দাগ দূর হয়ে ফর্সা হবে|

আমাদের আর্টিকেল এ বিষয়টি কালো থেকে ফর্সা হওয়ার উপায় সম্পর্কে। আশা করি আপনারা সবাই বিস্তারিতভাবে বুঝতেও জানতে পেরেছেন কালো থেকে ফর্সা হওয়ার উপায় গুলো সম্পর্কে। সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই

Disclaimer: উপরোক্ত বিষয়গুলো মানতে sangbad10 কাউকে বাধ্য বা অনুরোধ করে না। নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন। ব্যবহারিক প্রয়োগের আগে চিকিৎসকের পরামর্শ নিন।

শেয়ার করুন:
Titli Ray

আমি Titli Ray,,আমি ২০১৭ সাল থেকে লেখালেখির সঙ্গে এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে জড়িত ও ভিডিও তৈরি করি। আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা ও তথ্য শেয়ার করব। ধন্যবাদ।

2 thoughts on “কালো থেকে ফর্সা হওয়ার উপায়। মুখ স্থায়ী ফর্সা হওয়ার উপায়”

Leave a comment