কফি দিয়ে রূপচর্চা (Coffee in Beauty)

কফি দিয়ে রূপচর্চা বর্তমান সময়ে এক দারুন কার্যকরী রূপচর্চা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কফি দিয়ে অতি সহজে ফর্সা হওয়ার উপায় (Glowing skin Instantly)। কোন খরচ ছাড়াই এবং খুব সহজেই ঘরে বসে কফি দিয়ে ফর্সা হওয়ার উপায় জানতে পারবেন এবং কফি দিয়ে রূপচর্চা, কফি পাউডার দিয়ে রূপচর্চা, ব্রণ দূর করতে কফির কেরামতি প্রভৃতি বিষয় ও সমস্যার সমাধান নিয়ে আপনাদের তথ্য শেয়ার করব। দৈনন্দিন জীবনে কফি খাওয়ার সাথে সাথে কফি বিভিন্নভাবে আমরা ব্যবহার করে উপকার পেতে পারি।

কফি হল একটি জাদুকারি পানীয়। শীতের সকালে এক কাপ গরম গরম কফি খেতে কে না ভালোবাসে বলুন? জানলে অবাক হবেন আনুমানিক প্রায় ৩০০ কোটি কাপ কফি সারা পৃথিবীতে মানুষ প্রতিদিন পান করে থাকেন। কফি পান ছাড়াও রূপচর্চায় কফির ব্যবহার খুবই তাৎপর্যপূর্ণ। বহু মানুষই আছেন যারা কফি পানের মাধ্যমে তাদের সকাল শুরু করেন। কারণ এক কাপ কফি পান করলে আমাদের শরীর নিমেষের মধ্যেই সতেজ হয়ে ওঠে ও ক্লান্তি দূর। চলুন তাহলে এখন দেখে নেবো কফি দিয়ে রূপচর্চা করার পদ্ধতিগুলি।

কফি দিয়ে রূপচর্চার বিষয়ে কিছু কথা

কফি দিয়ে রূপচর্চা একটি বহুল পরিচিত ও বিখ্যাত পদ্ধতি। কফিতে প্রচুর পরিমান অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আপনার স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা দূর করে। এছাড়া কফি দিয়ে অতি সহজেই আপনারা ফর্সা হয়ে উঠতে পারবেন। কফির ভিতরে ক্যাফিন থাকে, আর এই ক্যাফিন স্কিনের সমস্যার সমাধান করে, বলিরেখা দূর করে স্কিনকে ফর্সা করে তোলে। এছাড়া স্কিনের বয়সের ছাপ দূর করে স্কিনকে আরো বেশি সতেজ ও টানটান করে রাখে। কারো যদি মুখে ব্রণ থাকে তাহলে সেই ব্রণের সমস্যা দূর করতে কফি খুব ভালো কাজ করে।

বন্ধুরা আজ আমি আপনাদের সেই বিখ্যাত ভাইরাল কফি ফেসপ্যাক টা শেয়ার করছি যেটা একবার ব্যবহার করলেই কিংবা একবার লাগালেই তোমাদের ত্বক দশগুণ সুন্দর ফর্সা ঝকঝকে হয়ে উঠবে।সপ্তাহে একদিন ব্যবহার করে সত্যি সত্যিই আপনারা অবাক করার মতোই রেজাল্ট পাবেন। চলুন তাহলে দেখে নিই

আজ আমি আপনাদের মুখের ও স্ক্রিনের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে একটি স্পেশাল কফি ফেসপ্যাক শেয়ার করব। যেটা আপনাদের ত্বককে কয়েকগুণ ঝকঝকে ও সুন্দর করে তুলবে। শুধুমাত্র সপ্তাহে একদিন ব্যবহার করলেই কয়েক সপ্তাহ পরেই এর ফলাফল উপলব্ধি করতে পারবেন। তাহলে চলুন এবার জেনে নেব কফি দিয়ে রূপচর্চা করার পদ্ধতি।

কফি স্ক্রাব {Coffee scrub}

আপনি যদি কফি দিয়ে রূপচর্চা করতে চান তাহলে কফি দিয়ে বানানো কফির এই স্কার্বটি ব্যবহার করতে পারেন। এই স্ক্রাবটি ত্বকের জন্য খুবই উপকারী এটি খুব ভালো কাজ দেবে। এই স্ক্রাবটি আপনার স্কিনকে ভেতর থেকে উজ্জ্বল ফর্সা ও সতেজ করে তুলবে।

কফি অলিভ অয়েল এর স্ক্রাব (coffee olive oil scrub):

মুখে ব্রনের সমস্যা দূর করতে কফির তৈরি স্ক্রাব খুব উপকারী। আগেই বলেছি কফি আমাদের ত্বকের ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে ও ত্বককে সতেজ ও মসৃণ করতে সাহায্য করে। আর আপনি যদি আপনার ত্বককে টান টান করতে বা রাখতে চান তাহলে এক্ষেত্রে কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনাকে খুব হেল্প করবে।

কিভাবে ব্যবহার করবেন?

একটি ছোট পাত্রে এক চামচ কফি পাউডার ও এক চামচ অলিভ ওয়েল নিনি , এবার ভালো করে দুটি উপাদান মিশিয়ে নিন। এবার আপনার মুখটি নরমাল জল দিয়ে ধুয়ে শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। এরপর ঐ মিশ্রণটি ভালো করে লাগিয়ে রাখুন ১০ মিনিট। মুখে লাগানো স্ক্রাবটি শুকিয়ে গেলে নরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি দেহের যেকোন অংশে ব্যবহার করতে পারবেন। সপ্তাহে একবার ব্যবহার করুন ভালো ফল পাবেন।

।
ব্রণ দূর করতে কফির ব্যবহার

কফি ও নারিকেল তেলের স্ক্রাব (coffee and coconut oil scrub):

যদি আপনার শরীরের কোনো অংশের ত্বক খারাপ হয়ে যায় তাহলেও কফি সেই নষ্ট হয়ে যাওয়া স্কিনকে ভালো করে তুলতে সাহায্য করে। এর জন্য আপনাকে এক চামচ কফি পাউডার ও এক চামচ নারিকেল তেল নিতে হবে। তারপর এগুলি মিশিয়ে নিন ভালো করে।

কি করে ব্যবহার করবেন (How to apply)

প্রথমে আপনি আপনার শরীরের সেই অংশ ভালো করে সাবান বা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিন ও শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। এবার ঐ মিশ্রণটি বা স্ক্রাবটি মুখে বা শরীরের ব্যবহার করা অংশতে ভালো করে হালকা হাতে রাউন্ড সেপে আস্তে আস্তে তিন মিনিট ধরে ঘষুন বা স্ক্রাব করুন। এর পর নরমাল জল দিয়ে বা ভেজা কাপড় দিয়ে মুখ থেকে স্ক্রাবটি আস্তে আস্তে ঘষে ঘষে মুছে ফেলুন।………

কি কাজ করবে (What Will Work)

  • মুখের সমস্ত ময়লা দূর করবে।
  • মুখের মরা কোষ সরিয়ে দিয়ে ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করবে।
  • ত্বকের কালো দাগ দূর করে ফর্সা মসৃণ করবে।
  • ত্বকের জমে থাকা ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস চিরতরে সরিয়ে দেবে।

কফি ফেসপ্যাক (Coffee face pack)

ব্রণ দূর করতে কফির ফেসপ্যাক খুবই ব্যবহারযোগ্য। এটি তৈরি করার জন্য এক চামচ কফি পাউডার নিতে হবে এর মধ্যে মেশাতে হবে এক চামচ বেসন। বন্ধুরা এখানে কফি আর বেসন যেন পুরো সমান পরিমাণে থাকে। এর মধ্যে দেব এক চামচ টক দই এছাড়া টক দই না থাকলে কাঁচা দুধ বা ফোটানো দুধ দিলেও হবে। এর মধ্যে দেব এক চামচ মধু সবগুলো মিশ্রণকে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। কোন রকমের জল দেবে না। যাদের মধু শুট করে না তারা গ্লিসারিন মেশাত। শেষের মধ্যে দিয়ে দেবো ৬-৭ফোঁটা লেবুর রস অবশ্যই লেবুর রস দিতে হবে সাদা ধবধবে ত্বক পাবে (coffee face pack for glowing skin instantly)।

ফেসপ্যাক্টি সপ্তাহে একবার ব্যবহার করলে একদম সুন্দর ঝকঝকে ত্বক পাওয়া যাবে।

কি করে ব্যবহার করতে হবে(How to apply)

  • ভেজা অবস্থাতেই এই প্যাকটি মুখের মধ্যে ভালোভাবে মাখতে হবে।
  • দশ মিনিট মুখে লাগিয়ে রেখে দিতে হবে।
  • দশ মিনিট পর ঠান্ডা জলে মুখটা ধুয়ে নিতে হবে।

কি কাজ করবে (What Will Work)

  • মুখে ঘাড়ে গলার সমস্ত tan দূর করে।
  • একদিন ব্যবহার করলেই মুখে কালো ছোপ দাগ হয় না।
  • ত্বক ফর্সা উজ্জল হয়।
  • ব্ল্যাক হেডস হোয়াইটহেডস দূর হয়।
  • চর্চায় কফি রূপচর্চায় কফি কফি রূপচর্চা।

মুখের মাস্ক হিসেবে কফি (Face Mask)

কফি পাউডার দিয়ে রূপচর্চা করা অসাধারণ, কফি মুখের মাস্ক এর ব্যবহারে আপনার ত্বক উজ্জ্বল এবং গোলাপী হয়ে উঠবে। কফি মাস্ক ব্যবহারে আপনার মূলত দুটি উপকার হবে একটি হচ্ছে আপনার মুখের ব্রণের দাগ এবং ব্রণ ওঠা কমে যাবে এবং আরেকটি হচ্ছে আপনার মুখে রক্ত চলাচল বৃদ্ধি পাবে বলে মুখ ও গালে গোলাপি আভা ধারন করবে।

কিভাবে ব্যবহার করবেন কফি মাস্ক(How to apply)

  •  এই মাস্ক তৈরি করতে আপনার লাগবে: এক চামচ কফি, এক চামচ মধু।
  • প্রথমে কফির সাথে মধু মিশ্রিত করতে হবে।
  • ভালো করে মেশান যাতে এটা পেস্টের মতো হয়ে যায় এবং দরকার হলে আর একটু মধু মিশিয়ে নিন এবার এই মিশ্রণটি আপনার মুখে এবং গলায় ভালো করে লাগান।
  • এমনভাবে লাগান যাতে চোখ এবং চোখের আশেপাশের অংশ ছাড়া সম্পূর্ণ মুখে এবং গলা ঢেকে যায়।
  • ১০-১৫ মিনিট চুপচাপ শুয়ে থাকুন তারপর মুখ ধুয়ে ফেলুন।

কি কাজ করবে (What Will Work)

কফি দিয়ে রূপচর্চা
  • মুখ বাচ্চাদের মত মসৃণ করবে।
  • মুখের ঝুলে যাওয়া বা ত্বকের ঝুলে যাওয়া ভাব দূর করেই ত্বক টানটান রাখবে।

বডি স্ক্রাব হিসেবে কফির ব্যবহার (body scrub)

কফির তৈরি বডি স্ক্রাব বানানো খুব সহজ, কিন্তু এর ফলাফল দামী স্ক্রাবের মতই। আপনার এজন্য মাত্র কয়েক টাকা খরচ হবে আর বানানোও বেশ সহজ। 

কিভাবে ব্যবহার করবেন কফির তৈরি বডি স্ক্রাব (How to apply)

  • ১ টেবিল চামচ কফির গুঁড়া, ১ টেবিল চামচ নারকেল তেল এই দুটো উপাদান এক করুন।
  • স্নানের আগে দুটির মিশ্রণ ভেজা ত্বকে লাগান।
  • ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে আপনার ত্বকের উপর স্ক্রাব করুন।
  • বিশেষ করে হাতের কনুই, হাঁটু এবং কাঁধে বিশেষ মনোযোগ দিন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং শুকনা তোয়ালে দিয়ে মুছে নিন।
  • বাড়তি লোশনের প্রয়োজন নেই, কারণ নারকেল তেলই আপনার ত্বককে আর্দ্র করে তুলবে। নরম ও পরিচ্ছন্ন ত্বকের জন্য সপ্তাহে ২-৩ বার ব্যবহার করতে পারেন।

কি কাজ করবে (What Will Work)

  • সারা শরীরের ত্বক উজ্জ্বল মসৃণ ও ফর্সা হয়ে উঠবে।
  • ত্বক অনেক আকর্ষণীয় হয়ে উঠবে।
  • ত্বকের থাকা কালো দাগ ছোপ ও অমসৃণতা দূর হয়ে ত্বক মসৃণ ও ফর্সা হয়ে উঠবে।

আরো পড়ুন: কফি দিয়ে ফর্সা হওয়ার উপায় ১০ টি

ডার্ক সার্কেল দূর করতে কফির ব্যবহার

কফি দিয়ে ফর্সা হওয়ার উপায় খুবই সহজলভ্য।ডার্ক সার্কেল দূর করতে কফির ব্যবহার অসাধারণ। কারণ এটা চোখের চারপাশের ফোলাভাব কমায় এবং এই অংশের রক্ত চলাচল বাড়িয়ে কালো দাগ দূর করতে সাহায্য করে।

কিভাবে ব্যবহার করবেন কফির তৈরি ডার্ক সার্কেল প্রতিরোধক (How to apply)

  • এজন্য আপনার লাগবে: ১ চামচ কফি গুঁড়া, ১ চামচ এলোভেরা জেল মিশিয়ে নিন।
  • এই দুটি উপাদান একত্রে মিশিয়ে চোখের নিচের ভারী করে লাগান।
  • চোখ বন্ধ করে চুপচাপ বিশ মিনিট শুয়ে থাকুন এবং আরাম করুন ।
  • কিছুক্ষন পর আলতো হাতে ধুয়ে ফেলুন। ভালো ফলাফল পেতে সপ্তাহে তিনবার ব্যবহার করুন।

কি কাজ করবে (What Will Work)

  • চোখের নিচের ফোলা ভাব দূর হবে।
  • চোখ দেখতে অনেক আকর্ষণীয় হবে।
  • চোখের চারপাশে কোন কালো দাগ না থাকায় চোখ অনেক উজ্জ্বল ও ফর্সা দেখাবে।

ঠোঁটের স্ক্রাব হিসেবে কফির ব্যবহার (Lip scrub)

গোলাপি ও নরম ঠোঁটের জন্য ব্যবহার করতে পারেন এই সহজ স্ক্রাবটি! কফির গুঁড়া আপনার ঠোঁট থেকে মরা কোষ দূর করে নরম মসৃণ ত্বক বের করে আনবে এবং মধু আপনার ঠোঁটের ব্যাক্টেরিয়া ও অতিরিক্ত আর্দ্রতা প্রতিরোধ করবে। কফি দিয়ে রূপচর্চা খুবই সহজ এবং ত্বক ভেতর থেকে উজ্জ্বল মুসলিম হয়ে ওঠে

কিভাবে ব্যবহার করবেন ঠোঁটের জন্য কফি স্ক্রাব (How to apply)

  • এজন্য আপনার লাগবে: ১ চামচ কফির গুঁড়া, ১ চামচ মধু, এক চামচ এলোভেরা জেল।
  • এই তিনটি উপাদান একত্রে মিশিয়ে ঠোঁট ভিজিয়ে তাতে লাগান।
  • ধীরে ধীরে আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসেজ করুন।
  • তিন মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।
  • হালকাভাবে মুছে নিয়ে বাড়িতে তৈরি/ভালো মানের কোনও লিপবাম ব্যবহার করুন।

কি কাজ করবে (What Will Work)

  • শীতকালে ঠোঁট একদম ফাটবে না।
  • সারা বছর ঠোঁট মসৃণ উজ্জ্বল থাকবে।
  • ঠোঁট গোলাপি ও মসৃণ হবে।

পুরো আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন।

Disclaimer: উপরোক্ত বিষয়গুলো মানতে sangbad10 কাউকে বাধ্য বা অনুরোধ করে না। নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন। ব্যবহারিক প্রয়োগের আগে চিকিৎসকের পরামর্শ নিন।

শেয়ার করুন:
Titli Ray

আমি Titli Ray,,আমি ২০১৭ সাল থেকে লেখালেখির সঙ্গে এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে জড়িত ও ভিডিও তৈরি করি। আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা ও তথ্য শেয়ার করব। ধন্যবাদ।

Leave a comment